ইউক্রেনে গত বুধবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দু’জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় ১৮টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪০০ ড্রোন ব্যবহার করা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ শহর। এই হামলার পর রাশিয়ার ওপর আরও দ্রুত এবং কার্যকর নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার ওপর চাপ এতটাই শক্তিশালী হতে হবে, যাতে তারা তাদের সন্ত্রাসের পরিণতি সত্যিই অনুভব করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালানো হচ্ছে। অন্য এলাকাগুলোও হামলার বাইরে থাকছে না। এই হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, এটা এমন সময় করা হলো, যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেয়া হয়েছে। শুধু রাশিয়া একতরফা সবকিছু প্রত্যাখ্যান করে চলেছে। এদিকে ইউক্রেন পুনর্গঠনে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
তিনি বলেছেন, এ জন্য ‘মার্শাল পরিকল্পনার মতো’ একটি উদ্যোগ প্রয়োজন। আর আমাদের এটি একসঙ্গে গড়ে তোলা উচিত। জেলেনস্কি নেতাদের বলেছেন, ‘এটি শুধু দান নয়, বরং একটি বিনিয়োগ। ইউক্রেন পুনর্গঠন করা কেবল আমাদের দেশের বিষয় নয়, এটি আপনাদের দেশ, আপনাদের কোম্পানি, প্রযুক্তি, কর্মসংস্থানের সঙ্গেও জড়িত। আমরা যেভাবে আমাদের দেশকে গড়ে তুলব, সেটি আপনাদের অবকাঠামো ও শিল্প খাতকেও আধুনিক করতে পারে।’
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
ইউক্রেনে গত বুধবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দু’জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় ১৮টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪০০ ড্রোন ব্যবহার করা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ শহর। এই হামলার পর রাশিয়ার ওপর আরও দ্রুত এবং কার্যকর নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার ওপর চাপ এতটাই শক্তিশালী হতে হবে, যাতে তারা তাদের সন্ত্রাসের পরিণতি সত্যিই অনুভব করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালানো হচ্ছে। অন্য এলাকাগুলোও হামলার বাইরে থাকছে না। এই হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, এটা এমন সময় করা হলো, যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেয়া হয়েছে। শুধু রাশিয়া একতরফা সবকিছু প্রত্যাখ্যান করে চলেছে। এদিকে ইউক্রেন পুনর্গঠনে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
তিনি বলেছেন, এ জন্য ‘মার্শাল পরিকল্পনার মতো’ একটি উদ্যোগ প্রয়োজন। আর আমাদের এটি একসঙ্গে গড়ে তোলা উচিত। জেলেনস্কি নেতাদের বলেছেন, ‘এটি শুধু দান নয়, বরং একটি বিনিয়োগ। ইউক্রেন পুনর্গঠন করা কেবল আমাদের দেশের বিষয় নয়, এটি আপনাদের দেশ, আপনাদের কোম্পানি, প্রযুক্তি, কর্মসংস্থানের সঙ্গেও জড়িত। আমরা যেভাবে আমাদের দেশকে গড়ে তুলব, সেটি আপনাদের অবকাঠামো ও শিল্প খাতকেও আধুনিক করতে পারে।’