পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল খুলেছেন। তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষনা করেছেন রেহাম। তিনি বলেছেন, তার রাজনৈতিক দলের লক্ষ্য হলো পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
বিবিসির সাবেক সাংবাদিক রেহাম আরও বলেন, পাকিস্তানের নারী ও কৃষকদের উপকারে আসএমন সব রাষ্ট্রীয় সংস্কারের দাবি নিয়ে এগোবে পাকিস্তান রিপাবলিক পার্টি। সাধারণ জনগণ প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখী হন— পাকিস্তানের সরকারের নীতিতে তার প্রতিফলন থাকা জরুরি বলেও মনে করেন রেহাম। “পুরো পাকিস্তান আমার সংবিধান; আর আমাদের এই নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল নয়— বরং পাকিস্তানের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণ্যে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
সংবাদ সম্মেলরেনের কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় জনগণকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রেহাম। তিনি বলেছেন, “এই রাজনৈতিক দল আপনাদের। দলের ওয়ার্কিং গ্রুপগুলোতে যোগ দিন। আসুন আমরা পাকিস্তান রিপাবলিকান পার্টির পতাকাতলে সমবেত হই এবং আমাদের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা সাজাই।”
বুধবার, ১৬ জুলাই ২০২৫
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল খুলেছেন। তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষনা করেছেন রেহাম। তিনি বলেছেন, তার রাজনৈতিক দলের লক্ষ্য হলো পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
বিবিসির সাবেক সাংবাদিক রেহাম আরও বলেন, পাকিস্তানের নারী ও কৃষকদের উপকারে আসএমন সব রাষ্ট্রীয় সংস্কারের দাবি নিয়ে এগোবে পাকিস্তান রিপাবলিক পার্টি। সাধারণ জনগণ প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখী হন— পাকিস্তানের সরকারের নীতিতে তার প্রতিফলন থাকা জরুরি বলেও মনে করেন রেহাম। “পুরো পাকিস্তান আমার সংবিধান; আর আমাদের এই নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল নয়— বরং পাকিস্তানের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণ্যে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
সংবাদ সম্মেলরেনের কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় জনগণকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রেহাম। তিনি বলেছেন, “এই রাজনৈতিক দল আপনাদের। দলের ওয়ার্কিং গ্রুপগুলোতে যোগ দিন। আসুন আমরা পাকিস্তান রিপাবলিকান পার্টির পতাকাতলে সমবেত হই এবং আমাদের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা সাজাই।”