বিশ্ববাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র যেসব দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে, তার সর্বনিম্ন হার হবে ১৫ শতাংশ। অর্থাৎ, শুল্ক হার ১৫ শতাংশের নিচে নামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৩ জুলাই) ওয়াশিংটনে আয়োজিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের একটি সোজাসাপ্টা এবং সহজবোধ্য শুল্ক কাঠামো থাকবে, যার হার ১৫ থেকে ৫০ শতাংশের মধ্যে হবে।’ তিনি আরও বলেন, ‘কিছু দেশের ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ পর্যন্ত যেতে পারে। কারণ, আমরা তাদের সঙ্গে ইতিবাচক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে পারিনি।’
ট্রাম্পের এই বক্তব্য তার প্রশাসনের শুল্কনীতি আরও কঠোর হওয়ার ইঙ্গিত বহন করে। বিশেষ করে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে বা যাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে, তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে। চলতি মাসের শুরুতে ট্রাম্প জানান, তিনি বিশ্বের ১৫০টির বেশি দেশকে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠাবেন। তখন তিনি বলেছিলেন, শুল্ক হার হতে পারে ‘সম্ভবত ১০ অথবা ১৫ শতাংশ।’
তবে এখন তার বক্তব্যে ১৫ শতাংশকেই সর্বনিম্ন সীমা হিসেবে ধরা হচ্ছে।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রোববার সিবিএস নিউজকে বলেন, ‘লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং আফ্রিকার ছোট দেশগুলোর জন্য প্রাথমিক শুল্ক হার হবে ১০ শতাংশ।’ তবে গত এপ্রিল মাসে ট্রাম্প শুল্কনীতি নিয়ে প্রথম যখন ঘোষণা দেন, তখন তিনি প্রায় সব দেশের জন্য ১০ শতাংশ সাধারণ শুল্কের কথা জানিয়েছিলেন।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
বিশ্ববাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র যেসব দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে, তার সর্বনিম্ন হার হবে ১৫ শতাংশ। অর্থাৎ, শুল্ক হার ১৫ শতাংশের নিচে নামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৩ জুলাই) ওয়াশিংটনে আয়োজিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের একটি সোজাসাপ্টা এবং সহজবোধ্য শুল্ক কাঠামো থাকবে, যার হার ১৫ থেকে ৫০ শতাংশের মধ্যে হবে।’ তিনি আরও বলেন, ‘কিছু দেশের ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ পর্যন্ত যেতে পারে। কারণ, আমরা তাদের সঙ্গে ইতিবাচক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে পারিনি।’
ট্রাম্পের এই বক্তব্য তার প্রশাসনের শুল্কনীতি আরও কঠোর হওয়ার ইঙ্গিত বহন করে। বিশেষ করে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে বা যাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে, তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে। চলতি মাসের শুরুতে ট্রাম্প জানান, তিনি বিশ্বের ১৫০টির বেশি দেশকে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠাবেন। তখন তিনি বলেছিলেন, শুল্ক হার হতে পারে ‘সম্ভবত ১০ অথবা ১৫ শতাংশ।’
তবে এখন তার বক্তব্যে ১৫ শতাংশকেই সর্বনিম্ন সীমা হিসেবে ধরা হচ্ছে।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রোববার সিবিএস নিউজকে বলেন, ‘লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং আফ্রিকার ছোট দেশগুলোর জন্য প্রাথমিক শুল্ক হার হবে ১০ শতাংশ।’ তবে গত এপ্রিল মাসে ট্রাম্প শুল্কনীতি নিয়ে প্রথম যখন ঘোষণা দেন, তখন তিনি প্রায় সব দেশের জন্য ১০ শতাংশ সাধারণ শুল্কের কথা জানিয়েছিলেন।