ভারতের উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে দুটি পৃথক মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ গেছে অন্তত ১০ জনের। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
সোমবার (২৮ জুলাই) ভোররাতে উত্তর প্রদেশের বারাবঙ্কী জেলার হায়দারগড় এলাকার ঔশানেশ্বর মহাদেব মন্দিরে পদদলনের সর্বশেষ এ ঘটনায় নিহত হন ২ জন। আহত হয়েছেন অন্তত ২৯ জন ভক্ত।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শ্রাবণ মাস উপলক্ষে ‘জলাভিষেক’ পূজা দিতে রোববার রাতেই হাজারো ভক্ত জড়ো হন মন্দিরটিতে। ভোররাত ৩টার দিকে কিছু বানরের লাফালাফির কারণে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে মন্দিরের টিনের ছাদে। এতে বৈদ্যুতিক স্ফুলিঙ্গের সৃষ্টি হয় এবং কয়েকজন ভক্ত তড়িতাহত হন।
এ সময় আতঙ্কে ভক্তরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। হুড়োহুড়িতে পদদলিত হয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন।
বারাবঙ্কীর জেলা প্রশাসক শশাঙ্ক ত্রিপাঠী জানান, ঘটনার পরপরই আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগেই, রোববার সকালে উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারের মনসা দেবী মন্দিরে একই ধরনের পদদলনের ঘটনায় প্রাণ হারান অন্তত ৮ জন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজবে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
হরিদ্বারের ঘটনায় আহত হন অন্তত ৫৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
সোমবার, ২৮ জুলাই ২০২৫
ভারতের উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে দুটি পৃথক মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ গেছে অন্তত ১০ জনের। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
সোমবার (২৮ জুলাই) ভোররাতে উত্তর প্রদেশের বারাবঙ্কী জেলার হায়দারগড় এলাকার ঔশানেশ্বর মহাদেব মন্দিরে পদদলনের সর্বশেষ এ ঘটনায় নিহত হন ২ জন। আহত হয়েছেন অন্তত ২৯ জন ভক্ত।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শ্রাবণ মাস উপলক্ষে ‘জলাভিষেক’ পূজা দিতে রোববার রাতেই হাজারো ভক্ত জড়ো হন মন্দিরটিতে। ভোররাত ৩টার দিকে কিছু বানরের লাফালাফির কারণে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে মন্দিরের টিনের ছাদে। এতে বৈদ্যুতিক স্ফুলিঙ্গের সৃষ্টি হয় এবং কয়েকজন ভক্ত তড়িতাহত হন।
এ সময় আতঙ্কে ভক্তরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। হুড়োহুড়িতে পদদলিত হয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন।
বারাবঙ্কীর জেলা প্রশাসক শশাঙ্ক ত্রিপাঠী জানান, ঘটনার পরপরই আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগেই, রোববার সকালে উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারের মনসা দেবী মন্দিরে একই ধরনের পদদলনের ঘটনায় প্রাণ হারান অন্তত ৮ জন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজবে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
হরিদ্বারের ঘটনায় আহত হন অন্তত ৫৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।