চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রাজধানী বেইজিংয়ে এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। শহরটির প্রায় ১৩০টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কয়েক ডজন সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
চীনের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃষ্টিপাত সাময়িক কমতে পারে। তবে সামনে আবারও বেইজিংসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জনগণের প্রাণরক্ষা ও ক্ষয়ক্ষতি কমাতে ‘সর্বাত্মক উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম’ পরিচালনার নির্দেশ দিয়েছেন।
চলতি গ্রীষ্মে চীনজুড়ে চরম আবহাওয়ার প্রকোপ দেখা দিয়েছে। মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহ রেকর্ড করা হয়। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে ব্যাপক বন্যা।
এরই মধ্যে গত সপ্তাহে হেবেই প্রদেশের বাওডিং শহরে প্রায় ২০ হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রাজধানী বেইজিংয়ে এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। শহরটির প্রায় ১৩০টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কয়েক ডজন সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
চীনের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃষ্টিপাত সাময়িক কমতে পারে। তবে সামনে আবারও বেইজিংসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জনগণের প্রাণরক্ষা ও ক্ষয়ক্ষতি কমাতে ‘সর্বাত্মক উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম’ পরিচালনার নির্দেশ দিয়েছেন।
চলতি গ্রীষ্মে চীনজুড়ে চরম আবহাওয়ার প্রকোপ দেখা দিয়েছে। মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহ রেকর্ড করা হয়। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে ব্যাপক বন্যা।
এরই মধ্যে গত সপ্তাহে হেবেই প্রদেশের বাওডিং শহরে প্রায় ২০ হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।