যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ প্রকৃত অনাহারের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এরকম কিছু ঘটছে না বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েল অনাহার বাড়াচ্ছে এই কথা “পুরোপুরি মিথ্যা”, নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন, আমি জানি না... ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে... এটাই আসল অনাহার।
স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ওখানে (গাজায়) কেউ ভালো কিছু করেনি। পুরো জায়গাটা জগাখিচুড়ি...আমি ইসরায়েলকে বলেছি হয়তো তাদের এটা অন্যভাবে করতে হবে।
অনাহার রোধে “প্রচুর পরিমাণে” খাদ্যের প্রয়োজন জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধানের এই মন্তব্যের পর ট্রাম্পের এই বক্তব্য এলো। রোববার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা এমন পদক্ষেপ শুরু করেছে যা গাজায় মানবিক পরিস্থিতি উন্নত করবে এবং ইচ্ছাকৃতভাবে অনাহারের মিথ্যা দাবি মিথ্যা প্রমাণ করবে।
ইসরায়েল ঘোষণা করেছে, গাজার তিনটি এলাকায় দিনে ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান কৌশলগতভাবে বিরত রাখা হবে, পাশাপাশি ত্রাণ কনভয়গুলোর জন্য নির্ধারিত নিরাপদ রুট স্থাপন করা হবে। সোমবার স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া মানুষও রয়েছেন।
গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৯ হাজার ৮২১ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার জানিয়েছে, ২০২৫ সালে গাজায় অপুষ্টির কারণে ৭৪ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ৬৩ জনই মারা গেছে এই মাসে। এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সি শিশু ২৪ জন।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ প্রকৃত অনাহারের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এরকম কিছু ঘটছে না বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েল অনাহার বাড়াচ্ছে এই কথা “পুরোপুরি মিথ্যা”, নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন, আমি জানি না... ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে... এটাই আসল অনাহার।
স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ওখানে (গাজায়) কেউ ভালো কিছু করেনি। পুরো জায়গাটা জগাখিচুড়ি...আমি ইসরায়েলকে বলেছি হয়তো তাদের এটা অন্যভাবে করতে হবে।
অনাহার রোধে “প্রচুর পরিমাণে” খাদ্যের প্রয়োজন জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধানের এই মন্তব্যের পর ট্রাম্পের এই বক্তব্য এলো। রোববার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা এমন পদক্ষেপ শুরু করেছে যা গাজায় মানবিক পরিস্থিতি উন্নত করবে এবং ইচ্ছাকৃতভাবে অনাহারের মিথ্যা দাবি মিথ্যা প্রমাণ করবে।
ইসরায়েল ঘোষণা করেছে, গাজার তিনটি এলাকায় দিনে ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান কৌশলগতভাবে বিরত রাখা হবে, পাশাপাশি ত্রাণ কনভয়গুলোর জন্য নির্ধারিত নিরাপদ রুট স্থাপন করা হবে। সোমবার স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া মানুষও রয়েছেন।
গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৯ হাজার ৮২১ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার জানিয়েছে, ২০২৫ সালে গাজায় অপুষ্টির কারণে ৭৪ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ৬৩ জনই মারা গেছে এই মাসে। এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সি শিশু ২৪ জন।