মানবাধিকার আক্রমণের শিকার হচ্ছে এবং গণতান্ত্রিক স্থান সঙ্কুচিত হচ্ছে উল্লেখ করে ইউরোপীয়দের ‘প্রতিশ্রুতি থেকে বিপজ্জনকভাবে সরে যাওয়ার’ বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (৩১ জুলাই) হেলসিঙ্কি চুক্তির ৫০ বছর পূর্তির এক সম্মেলনে ভিডিও বার্তায় মহাসচিব বলেন, ‘ইউরোপীয় মহাদেশে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা ছিন্ন ভিন্ন হচ্ছে। ’
তিনি সতর্ক করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রজন্মকে সুরক্ষিত করে-এমন প্রতিশ্রুতি থেকে বিপজ্জনকভাবে দূরে সরে যেতে দেখছি।’ গুতেরেস বলেন, আসুন আমরা হেলসিঙ্কির চেতনার প্রতি পুনরায় মনোযোগী হই, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার জন্য নীতিগত নেতৃত্বের মাধ্যমে বহুপাক্ষিকতা পুনর্নবীকরণের জন্য আঞ্চলিক অংশীদারত্বের ওপর জোর দিই। সেই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, স্থিতিস্থাপকতা এবং ভাগ করা সমৃদ্ধির ভবিষ্যত গড়ে তোলার জন্য উদ্দেশ্যের ঐক্য গড়ে তুলি।’
হেলসিঙ্কি চুক্তিটি শীতল যুদ্ধের সময় পূর্ব ও পশ্চিমা ব্লকের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য করা হয়েছিল। সেই সঙ্গে চুক্তিটি তাদের নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক বিষয়গুলোও তুলে ধরে।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
মানবাধিকার আক্রমণের শিকার হচ্ছে এবং গণতান্ত্রিক স্থান সঙ্কুচিত হচ্ছে উল্লেখ করে ইউরোপীয়দের ‘প্রতিশ্রুতি থেকে বিপজ্জনকভাবে সরে যাওয়ার’ বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (৩১ জুলাই) হেলসিঙ্কি চুক্তির ৫০ বছর পূর্তির এক সম্মেলনে ভিডিও বার্তায় মহাসচিব বলেন, ‘ইউরোপীয় মহাদেশে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা ছিন্ন ভিন্ন হচ্ছে। ’
তিনি সতর্ক করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রজন্মকে সুরক্ষিত করে-এমন প্রতিশ্রুতি থেকে বিপজ্জনকভাবে দূরে সরে যেতে দেখছি।’ গুতেরেস বলেন, আসুন আমরা হেলসিঙ্কির চেতনার প্রতি পুনরায় মনোযোগী হই, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার জন্য নীতিগত নেতৃত্বের মাধ্যমে বহুপাক্ষিকতা পুনর্নবীকরণের জন্য আঞ্চলিক অংশীদারত্বের ওপর জোর দিই। সেই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, স্থিতিস্থাপকতা এবং ভাগ করা সমৃদ্ধির ভবিষ্যত গড়ে তোলার জন্য উদ্দেশ্যের ঐক্য গড়ে তুলি।’
হেলসিঙ্কি চুক্তিটি শীতল যুদ্ধের সময় পূর্ব ও পশ্চিমা ব্লকের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য করা হয়েছিল। সেই সঙ্গে চুক্তিটি তাদের নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক বিষয়গুলোও তুলে ধরে।