গত একদিনে বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রায় ১ হাজার ২৫০ জন সেনাকে হারিয়েছে। রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, উত্তর ব্যাটলগ্রুপে দায়িত্বরত কিয়েভের বাহিনী ১৮৫ জন সেনাসদস্যকে হারিয়েছে। সেই সঙ্গে পশ্চিম, দক্ষিণ, কেন্দ্র, পূর্ব এবং নেপ্র ব্যাটলগ্রুপের ক্ষেত্রে যথাক্রমে ২২০ জন, ১৮৫ জন, ৩৭৫ জনের বেশি, ২০০ জনের বেশি এবং ৮৫ জন সেনা প্রাণ হারিয়েছে।
যুদ্ধক্ষেত্রের পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ‘ব্যাটলগ্রুপ নর্থের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। তারা সুমি অঞ্চলের রাইঝেভকা, মোগ্রিতসা, ভারাচিনো, ইউনাকোভকা, ইয়াবলোনোভকা, লেনিনস্ক, পারশে ট্রাভনিয়া এবং আন্দ্রেয়েভকা বসতি এলাকায় দুটি যান্ত্রিক, একটি রেঞ্জার, দুটি বিমান হামলা ব্রিগেড, ইউক্রেনীয় বাহিনীর একটি আক্রমণ, বিমান হামলা রেজিমেন্ট এবং একটি প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামকে পরাজিত করেছে।’
এতে উল্লেখ করা হয়, একই দিন ‘খারকভ অঞ্চলের দেরগাচি, আম্বারনয়ে এবং ভোভচানস্কের বসতি এলাকায় যান্ত্রিক, আর্টিলারি ব্রিগেড এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি অ্যাসল্ট রেজিমেন্টের ইউনিট পরাজিত হয়েছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ৩টি সাঁজোয়া যুদ্ধযান, ১৭টি গাড়ি, ৩টি কামান এবং একটি ইসরায়েল-নির্মিত ‘জঅউঅ জচঝ-৪২’ রাডার স্টেশন হারিয়েছে।
ব্যাটলগ্রুপ ওয়েস্টের ইউনিটগুলো খারকভ অঞ্চলের কুপিয়ানস্ক, আলেকজান্দ্রোভকা, পেশানোয়ে, কোভশারোভকা, ভিশেয়ে সোলেনয়ে, দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের নোভোসেলোভকা এবং ইয়ারোভায়া বসতি এলাকায় তিনটি যান্ত্রিক, অ্যাসল্ট ব্রিগেড, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি মানবহীন সিস্টেম রেজিমেন্ট এবং একটি ন্যাশনাল গার্ড ব্রিগেডের গঠনকে পরাজিত করে। শত্রুরা একটি ট্যাঙ্ক, একটি কানাডিয়ান-নির্মিত সিনেটর সাঁজোয়া কর্মী বাহক এবং একটি মার্কিন-নির্মিত সাঁজোয়া গাড়ি, সাতটি যানবাহন এবং দুটি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে। পাঁচটি গোলাবারুদ ডিপো এবং চারটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন ধ্বংস করা হয়েছে।’
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
গত একদিনে বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রায় ১ হাজার ২৫০ জন সেনাকে হারিয়েছে। রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, উত্তর ব্যাটলগ্রুপে দায়িত্বরত কিয়েভের বাহিনী ১৮৫ জন সেনাসদস্যকে হারিয়েছে। সেই সঙ্গে পশ্চিম, দক্ষিণ, কেন্দ্র, পূর্ব এবং নেপ্র ব্যাটলগ্রুপের ক্ষেত্রে যথাক্রমে ২২০ জন, ১৮৫ জন, ৩৭৫ জনের বেশি, ২০০ জনের বেশি এবং ৮৫ জন সেনা প্রাণ হারিয়েছে।
যুদ্ধক্ষেত্রের পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ‘ব্যাটলগ্রুপ নর্থের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। তারা সুমি অঞ্চলের রাইঝেভকা, মোগ্রিতসা, ভারাচিনো, ইউনাকোভকা, ইয়াবলোনোভকা, লেনিনস্ক, পারশে ট্রাভনিয়া এবং আন্দ্রেয়েভকা বসতি এলাকায় দুটি যান্ত্রিক, একটি রেঞ্জার, দুটি বিমান হামলা ব্রিগেড, ইউক্রেনীয় বাহিনীর একটি আক্রমণ, বিমান হামলা রেজিমেন্ট এবং একটি প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামকে পরাজিত করেছে।’
এতে উল্লেখ করা হয়, একই দিন ‘খারকভ অঞ্চলের দেরগাচি, আম্বারনয়ে এবং ভোভচানস্কের বসতি এলাকায় যান্ত্রিক, আর্টিলারি ব্রিগেড এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি অ্যাসল্ট রেজিমেন্টের ইউনিট পরাজিত হয়েছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ৩টি সাঁজোয়া যুদ্ধযান, ১৭টি গাড়ি, ৩টি কামান এবং একটি ইসরায়েল-নির্মিত ‘জঅউঅ জচঝ-৪২’ রাডার স্টেশন হারিয়েছে।
ব্যাটলগ্রুপ ওয়েস্টের ইউনিটগুলো খারকভ অঞ্চলের কুপিয়ানস্ক, আলেকজান্দ্রোভকা, পেশানোয়ে, কোভশারোভকা, ভিশেয়ে সোলেনয়ে, দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের নোভোসেলোভকা এবং ইয়ারোভায়া বসতি এলাকায় তিনটি যান্ত্রিক, অ্যাসল্ট ব্রিগেড, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি মানবহীন সিস্টেম রেজিমেন্ট এবং একটি ন্যাশনাল গার্ড ব্রিগেডের গঠনকে পরাজিত করে। শত্রুরা একটি ট্যাঙ্ক, একটি কানাডিয়ান-নির্মিত সিনেটর সাঁজোয়া কর্মী বাহক এবং একটি মার্কিন-নির্মিত সাঁজোয়া গাড়ি, সাতটি যানবাহন এবং দুটি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে। পাঁচটি গোলাবারুদ ডিপো এবং চারটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন ধ্বংস করা হয়েছে।’