বিদেশী সংবাদ মাধ্যম

সোমবার, ০৪ আগস্ট ২০২৫

‘একদিনে প্রায় ১ হাজার ২৫০ সেনাকে হারিয়েছে ইউক্রেন’

image

‘একদিনে প্রায় ১ হাজার ২৫০ সেনাকে হারিয়েছে ইউক্রেন’

সোমবার, ০৪ আগস্ট ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

গত একদিনে বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রায় ১ হাজার ২৫০ জন সেনাকে হারিয়েছে। রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, উত্তর ব্যাটলগ্রুপে দায়িত্বরত কিয়েভের বাহিনী ১৮৫ জন সেনাসদস্যকে হারিয়েছে। সেই সঙ্গে পশ্চিম, দক্ষিণ, কেন্দ্র, পূর্ব এবং নেপ্র ব্যাটলগ্রুপের ক্ষেত্রে যথাক্রমে ২২০ জন, ১৮৫ জন, ৩৭৫ জনের বেশি, ২০০ জনের বেশি এবং ৮৫ জন সেনা প্রাণ হারিয়েছে।

যুদ্ধক্ষেত্রের পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ‘ব্যাটলগ্রুপ নর্থের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। তারা সুমি অঞ্চলের রাইঝেভকা, মোগ্রিতসা, ভারাচিনো, ইউনাকোভকা, ইয়াবলোনোভকা, লেনিনস্ক, পারশে ট্রাভনিয়া এবং আন্দ্রেয়েভকা বসতি এলাকায় দুটি যান্ত্রিক, একটি রেঞ্জার, দুটি বিমান হামলা ব্রিগেড, ইউক্রেনীয় বাহিনীর একটি আক্রমণ, বিমান হামলা রেজিমেন্ট এবং একটি প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামকে পরাজিত করেছে।’

এতে উল্লেখ করা হয়, একই দিন ‘খারকভ অঞ্চলের দেরগাচি, আম্বারনয়ে এবং ভোভচানস্কের বসতি এলাকায় যান্ত্রিক, আর্টিলারি ব্রিগেড এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি অ্যাসল্ট রেজিমেন্টের ইউনিট পরাজিত হয়েছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ৩টি সাঁজোয়া যুদ্ধযান, ১৭টি গাড়ি, ৩টি কামান এবং একটি ইসরায়েল-নির্মিত ‘জঅউঅ জচঝ-৪২’ রাডার স্টেশন হারিয়েছে।

ব্যাটলগ্রুপ ওয়েস্টের ইউনিটগুলো খারকভ অঞ্চলের কুপিয়ানস্ক, আলেকজান্দ্রোভকা, পেশানোয়ে, কোভশারোভকা, ভিশেয়ে সোলেনয়ে, দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের নোভোসেলোভকা এবং ইয়ারোভায়া বসতি এলাকায় তিনটি যান্ত্রিক, অ্যাসল্ট ব্রিগেড, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি মানবহীন সিস্টেম রেজিমেন্ট এবং একটি ন্যাশনাল গার্ড ব্রিগেডের গঠনকে পরাজিত করে। শত্রুরা একটি ট্যাঙ্ক, একটি কানাডিয়ান-নির্মিত সিনেটর সাঁজোয়া কর্মী বাহক এবং একটি মার্কিন-নির্মিত সাঁজোয়া গাড়ি, সাতটি যানবাহন এবং দুটি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে। পাঁচটি গোলাবারুদ ডিপো এবং চারটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন ধ্বংস করা হয়েছে।’

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» গাজা হামলার ভিডিও দেখিয়ে ইসরায়েলের অস্ত্রমেলা

» সৌদি আরবে নজরকাড়া ‘ব্লু হোলস’

» ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

» দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি