বিদেশী সংবাদ মাধ্যম

বুধবার, ০৬ আগস্ট ২০২৫

৩ দশক ধরে মোদিকে রাখি পরান পাকিস্তানি নারী

image

৩ দশক ধরে মোদিকে রাখি পরান পাকিস্তানি নারী

বুধবার, ০৬ আগস্ট ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

নরেন্দ্র মোদীর ‘পাকিস্তানি বোন’। অনেকেই চমকে উঠতে পারেন কথাটা শুনে। কিন্তু সত্যিই এক পাকিস্তানি নারী আছেন, যিনি প্রতি বছর নরেন্দ্র মোদীর হাতে রাখি বেঁধে দেন এবং সেই রাখি তিনি নিজে হাতে তৈরি করেন। তার নাম কোমার মহসিন শেখ। এবারও রাখি নিয়ে তৈরি তিনি। কোমার হাতে তৈরি রাখিতে ‘ওঁ’ লেখা, বসানো ছোট্ট গণেশও।

পাকিস্তানের করাচিতে জন্ম কোমারের। ১৯৮১ সালে বিবাহ সূত্রে ভারতে আসেন তিনি। আহমেদাবাদে থাকেন এখন। প্রায় ৩০ বছর হয়ে গেল, মোদীর হাতে রাখি বাঁধছেন তিনি। ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ বা আরএসএসের সদস্য ছিলেন সেই সময় থেকেই মোদীকে রাখি পরান কোমার। আরএসএস থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, এমনকী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও মোদী নিয়ম করে প্রতি বছর এই পাকিস্তানি কন্যার হাত থেকে রাখি পরেন।

কোমার বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুজরাটের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত স্বরূপ সিংয়ের মাধ্যমেই নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যেদিন ভারতে পা রাখেন সেদিন বিমানবন্দরে ছিলেন মোদী। স্বরূপ সিং তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, কোমার তার মেয়ের মতো। তা শুনে মোদী বলেছিলেন, তা হলে তো কোমার তার বোন। সেই থেকেই মোদীকে রাখি পরানো শুরু করেন কোমার।

সংবাদসংস্থা পিটিআইকে কোমার বলেন, প্রতি বছরই আমি হাতে তৈরি রাখি নিয়ে যাই। কারণ তাঁ ঘরে তৈরি রাখি খুবই পছন্দ। আমি কখনো দোকান থেকে কিনে কার্ডও দেই না তাকে। যদি কখনও কিছু লিখি, তা হলে নিজে হাতে গুজরাটিতে লিখে দিই। এক মাস আগে থেকে আমার রাখির প্রস্তুতি শুরু হয়ে যায়। ৪-৫টা রাখি বানাই।

যেটা সব থেকে ভালো লাগে, সেটাই তার হাতে বাঁধি। এবারও ভাই যদি আমাকে ডাকেন, ইনশাআল্লাহ, আমি ওখানে গিয়ে এই রাখি পরাব।

কোভিডের সময়ে ২০২০, ২০২১ ও ২০২২ সালে দিল্লি যেতে পারেননি কোমার। ফলে রাখি পরানো হয়নি মোদীকে। তবে সেই তিন বছর বাদ দিলে আর কোনো বছর বাদ যায়নি। এবারও দিল্লি যাওয়ার জন্য তিনি তৈরি। আগামী ৯ আগস্ট মোদীকে রাখি পরাবেন। যদিও এখনও প্রধানমন্ত্রীর অফিস থেকে তাকে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবুও অপেক্ষায় আছেন ভাই মোদীকে রাখি পরাবেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» গাজা হামলার ভিডিও দেখিয়ে ইসরায়েলের অস্ত্রমেলা

» সৌদি আরবে নজরকাড়া ‘ব্লু হোলস’

» ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

» দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি