সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

ভাড়াটিয়া বিতর্কে পদত্যাগ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ উপমন্ত্রী রুশনারা আলীর

image

ভাড়াটিয়া বিতর্কে পদত্যাগ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ উপমন্ত্রী রুশনারা আলীর

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

নিজের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়াদের সরিয়ে বেশি ভাড়ায় পুনরায় ভাড়া দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়া ব্রিটিশ উপমন্ত্রী রুশনারা আলী শেষপর্যন্ত পদত্যাগ করেছেন।

ব্রিটিশ পার্লামেন্টে গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি (উপমন্ত্রী) হিসেবে দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এই এমপি। শুক্রবার নিজের ফেসবুকে পোস্ট করে পদত্যাগপত্রের একটি কপি প্রকাশ করেন রুশনারা, যা ডাউনিং স্ট্রিটও নিশ্চিত করেছে—বলে জানিয়েছে বিবিসি।

সমালোচনার পেছনের ঘটনা কী?

পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন একটি বাড়ির ভাড়াটিয়াদের চুক্তি বাতিল করে রুশনারা দাবি করেছিলেন, তিনি ওই বাড়িটি বিক্রি করতে চান। তবে ছয় মাসের মধ্যেই ওই বাড়িটি আবারও ভাড়া দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়, এবং আগের চেয়ে ৭০০ পাউন্ড বেশি ভাড়ায়।

সমালোচনার মূল কারণ—এই আচরণকে ভণ্ডামি হিসেবে দেখা হচ্ছে, কারণ একই সময়ে রুশনারা ব্রিটিশ পার্লামেন্টে এমন একটি আইনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, যাতে বাড়ি বিক্রির অজুহাতে ভাড়াটিয়াদের সরিয়ে পুনরায় বাড়ি ভাড়া দেওয়া নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে।

এই ঘটনার পর বিভিন্ন দাতব্য সংস্থা ও বিরোধী দলের নেতারা তার পদত্যাগের দাবি জানান।

‘সরকারের কাজে মনোযোগ ব্যাহত হতে পারে’

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পাঠানো পদত্যাগপত্রে রুশনারা লেখেন,

> “আমি সবসময় আইন মেনেই চলেছি। তবে এখন আমি পদে থাকলে সরকারের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়ন থেকে দৃষ্টি অন্যদিকে সরে যেতে পারে।”

তিনি আরও লেখেন,

> “ভারাক্রান্ত হৃদয়ে আমি পদত্যাগ করছি। আমি দায়িত্ব পালনে আন্তরিক থেকেছি এবং আমার কাজের নথিই তার প্রমাণ।”

স্টারমারের প্রশংসা, বিরোধীদের সমালোচনা

রুশনারার পদত্যাগের পর প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গৃহহীনদের নিয়ে পুরনো আইন বাতিল করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক বলেন, “রুশনারা আলী যে মাত্রার দ্বিমুখিতা দেখিয়েছেন, তা অভাবনীয়।”

লিবারেল ডেমোক্র্যাটদের এক বিবৃতিতে বলা হয়, “এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ জনআস্থার জন্য হুমকি।”

১৯৭৫ সালে সিলেটে জন্ম নেওয়া রুশনারা মাত্র সাত বছর বয়সে মা–বাবার সঙ্গে লন্ডনে যান। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বুরকি গ্রামের সন্তান।

রাজনীতি, অর্থনীতি ও দর্শন বিষয়ে পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। বর্তমানে তিনি পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালক।

২০১০ সালে লেবার পার্টির মনোনয়নে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি নির্বাচিত হন। এরপর টানা পাঁচবার তিনি নির্বাচনে জয়ী হন এবং বেথনাল গ্রিন ও স্টেপনি এলাকা থেকে প্রতিনিধিত্ব করে আসছেন।

---

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» গাজা হামলার ভিডিও দেখিয়ে ইসরায়েলের অস্ত্রমেলা

» সৌদি আরবে নজরকাড়া ‘ব্লু হোলস’

» ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

» দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি