বিদেশী সংবাদ মাধ্যম

বুধবার, ১৩ আগস্ট ২০২৫

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতেছে : হাঙ্গেরি

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতেছে : হাঙ্গেরি

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। মঙ্গলবার (১২ আগস্ট) প্যাট্রিয়ট ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে শীর্ষ বৈঠকের আগে এমন মন্তব্য করলেন অরবান।

২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা অরবান রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং ইউক্রেনের জন্য সামরিক সহায়তার বিরোধিতা করায় ইউরোপের কয়েকজন নেতার সমালোচনার মুখে রয়েছেন। এদিকে মুদ্রাস্ফীতির ধাক্কা সামলাতে তার সরকার অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জেও লড়ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অরবান। গত সোমবার তিনি ইউরোপীয় ইউনিয়নের একমাত্র নেতা হিসেবে একটি যৌথ বিবৃতিতে সই করেননি, যেখানে বলা হয়েছিল—ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা থাকা উচিত।

অরবান বলেন, ‘আমরা এমনভাবে কথা বলছি যেন যুদ্ধ এখনো চলছে; কিন্তু তা নয়। ইউক্রেনীয়রা যুদ্ধে হেরেছে, রাশিয়া জয়ী হয়েছে। এখন শুধু প্রশ্ন—পশ্চিমারা কবে এবং কোন পরিস্থিতিতে এ বাস্তবতা স্বীকার করবে এবং এর ফল কী হবে।’ হাঙ্গেরি তার জ্বালানির বড় অংশ রাশিয়া থেকে আমদানি করে এবং ইউক্রেনে অস্ত্র পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।

ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানেরও তীব্র বিরোধিতা করছেন অরবান। তার যুক্তি, এতে হাঙ্গেরির কৃষি খাত ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

অরবান আরও বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ইউরোপ পুতিনের সঙ্গে আলোচনার সুযোগ হারিয়েছে। এখন ইউরোপের ভবিষ্যৎ তাদের অংশগ্রহণ ছাড়াই নির্ধারিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘আপনি যদি আলোচনার টেবিলে না থাকেন, তবে আপনি মেনুতে থাকবেন।’ ইউক্রেন নিয়ে ইইউর যৌথ বিবৃতি আংশিকভাবে প্রত্যাখ্যান করার কারণ হিসেবে অরবান জানান, এতে ইউরোপকে ‘হাস্যকর ও করুণ’ দেখাচ্ছে।

অরবান ব্যাখ্যা করেন, ‘যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতারা বৈঠকে বসবেন আর আপনাকে আমন্ত্রণ জানানো হবে না, তখন বাইরে থেকে চিৎকার করে কোনো লাভ হবে না। বড় কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তে ইউরোপ যদি অংশ নিতে না পারে, তবে কেবল সেই সিদ্ধান্তের শিকারই হবে।’ ইউক্রেন যুদ্ধে

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» গাজা হামলার ভিডিও দেখিয়ে ইসরায়েলের অস্ত্রমেলা

» সৌদি আরবে নজরকাড়া ‘ব্লু হোলস’

» ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

» দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি