ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সেইসঙ্গে তার ওই মন্তব্যকে মধ্যপ্রাচের রাষ্ট্রগুলোর ওপর ‘সার্বভৌমত্বের জন্য হুমকি’ বলেও অভিহিত করেছে। খবর আনাদোলু এজেন্সির। নেতানিয়াহু মঙ্গলবার (১২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল২৪-কে জানান, তিনি ‘গ্রেটার ইসরায়েল’ নিয়ে পরিকল্পনা করছেন। এমনকি তিনি নিজেকে ‘একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন বলে মনে করেন। তিনি বলেন, এখানে আসার স্বপ্ন দেখে এমন ইহুদিদের প্রজন্ম এবং আমাদের পরে যারা আসবে তাদের প্রজন্মের জন্য এখানে নিরপিদ আবাস গড়ার কথাও জানিয়েছেন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের রাজনীতিতে ‘গ্রেটার ইসরায়েল’ শব্দটি - ফিলিস্তিনের পশ্চিমতীর, গাজা এবং সিরিয়ার গোলান মালভূমিকে অন্তর্ভুক্ত করে ইসরায়েলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ব্যবহৃত হয়। এছাড়াও এই মিশন মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করা হবে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর এ মন্তব্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে মিশর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ মন্তব্যগুলো ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক দলগুলোর আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে একটি বিপজ্জনক এবং উসকানিমূলক উত্তেজনা বৃদ্ধি, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, আন্তর্জাতিক আইন।
এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সেইসঙ্গে তার ওই মন্তব্যকে মধ্যপ্রাচের রাষ্ট্রগুলোর ওপর ‘সার্বভৌমত্বের জন্য হুমকি’ বলেও অভিহিত করেছে। খবর আনাদোলু এজেন্সির। নেতানিয়াহু মঙ্গলবার (১২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল২৪-কে জানান, তিনি ‘গ্রেটার ইসরায়েল’ নিয়ে পরিকল্পনা করছেন। এমনকি তিনি নিজেকে ‘একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন বলে মনে করেন। তিনি বলেন, এখানে আসার স্বপ্ন দেখে এমন ইহুদিদের প্রজন্ম এবং আমাদের পরে যারা আসবে তাদের প্রজন্মের জন্য এখানে নিরপিদ আবাস গড়ার কথাও জানিয়েছেন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের রাজনীতিতে ‘গ্রেটার ইসরায়েল’ শব্দটি - ফিলিস্তিনের পশ্চিমতীর, গাজা এবং সিরিয়ার গোলান মালভূমিকে অন্তর্ভুক্ত করে ইসরায়েলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ব্যবহৃত হয়। এছাড়াও এই মিশন মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করা হবে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর এ মন্তব্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে মিশর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ মন্তব্যগুলো ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক দলগুলোর আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে একটি বিপজ্জনক এবং উসকানিমূলক উত্তেজনা বৃদ্ধি, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, আন্তর্জাতিক আইন।
এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।