সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

ফিলিস্তিনে বসতি সম্প্রসারণ: ইসরায়েলি অর্থমন্ত্রীর পদক্ষেপে দুই রাষ্ট্র সমাধানের আশঙ্কা

image

ফিলিস্তিনে বসতি সম্প্রসারণ: ইসরায়েলি অর্থমন্ত্রীর পদক্ষেপে দুই রাষ্ট্র সমাধানের আশঙ্কা

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ পশ্চিম তীরে দীর্ঘদিন আটকে থাকা বিতর্কিত ‘ই-ওয়ান’ বসতি প্রকল্পের নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীর দ্বিধাবিভক্ত হবে এবং পূর্ব জেরুজালেমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হবে, যা ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে প্রভাবিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার মা’আলে আদুমিম এলাকায় বসতি স্থলের সামনে দাঁড়িয়ে স্মতরিচ বলেন, “যারা আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে, তারা আমাদের জবাব মাঠে পাবে, কাগজে নয়, বাস্তবতায়।”

প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা কার্যকর হলে ওই এলাকায় ইসরায়েলিদের জন্য ৩৪০১টি বাড়ি নির্মিত হবে। স্মতরিচের কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্মতিতেই প্রকল্পটি পুনরায় শুরু হচ্ছে।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো প্রকল্পটি বন্ধের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, “এটি দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা শেষ করবে। বসতি স্থাপন আন্তর্জাতিক আইন বিরোধী এবং দখলদারিত্বকে আরও গভীর করবে।”

ইসরায়েল ২০১২ ও ২০২০ সালে দুইবার ‘ই-ওয়ান’ প্রকল্প ঘোষণা করেও তা স্থগিত করেছিল। এবার কাজ শুরু হলে কয়েক মাসের মধ্যে অবকাঠামো নির্মাণ শুরু হবে এবং এক বছরের মধ্যে সেখানে ঘরবাড়ি তৈরি হবে, ধারণা পর্যবেক্ষক সংস্থা পিস নাও-র।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনিতা হিপার বলেন, “পক্ষগুলোর রাজনৈতিক সমঝোতা ছাড়া ভূখণ্ড পরিবর্তন আন্তর্জাতিক আইনে অবৈধ।”

২০২৩ সালের হামাসের হামলার পর পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ দ্রুত বেড়েছে। বর্তমানে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী ২৭ লাখ ফিলিস্তিনির মধ্যে বসবাস করছেন। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গত জুনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে স্মতরিচসহ দুই ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» গাজা হামলার ভিডিও দেখিয়ে ইসরায়েলের অস্ত্রমেলা

» সৌদি আরবে নজরকাড়া ‘ব্লু হোলস’

» ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

» দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি