বিদেশী সংবাদ মাধ্যম

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

বেজালেল স্মোট্রিচ অধিকৃত পশ্চিম তীরে চার হাজার ৩০টি নতুন আবাসন ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছেন। ইসরায়েলি বসতিবিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাউ জানিয়েছে, ৭৩০টি বিদ্যমান ইসরায়েলি বসতি আরিয়েলের পশ্চিমে অবস্থিত এবং তিন হাজার ৩০০টি নতুন মা’আলে আদুমিমপাড়ায় অনুমোদিত হয়েছে। খবর আলজাজিরা।

বৃহস্পতিবার বেজালেল স্মোট্রিচ বলেন, তিনি নতুন বসতি প্রকল্পের জন্য বাড়ি নির্মাণের দরপত্র অনুমোদন করবেন। এ প্রকল্পের মাধ্যমে জেরুজালেম এবং ইসরায়েলি বসতি মা’আলে আদুমিমের মধ্যে সংযোগ স্থাপন করা হবে।

তিনি বলেন, এই বাস্তবতা শেষ পর্যন্ত একটি ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দিচ্ছে। কারণ এমন কিছু নেই, যা স্বীকৃতি পাবে। এমন কেউ নেই, যাকে স্বীকৃতি দেওয়া হবে। পৃথিবীর যেই আজ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে, সে আমাদের কাছ থেকে মাটিতেই তার জবাব পাবে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন বসতি পরিকল্পনাকে গণহত্যা, বাস্তুচ্যুতি এবং দখলদারিত্বের সম্প্রসারণ হিসেবে অভিহিত করেছে। তারা এই পরিকল্পনাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরায়েল’ সম্পর্কিত মন্তব্যের প্রতিধ্বনি বলে উল্লেখ করেছে।

পর্যবেক্ষকরা মনে করেন, এই বসতিগুলো ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াবে। পরিকল্পিত এই বসতি কার্যকরভাবে অধিকৃত পশ্চিম তীরকে উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিভক্ত করবে। ফলে অধিকৃত পূর্ব জেরুজালেমকে বেথলেহেম এবং রামাল্লার মতো প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্তকারী সংলগ্ন ফিলিস্তিনি ভূখণ্ড প্রতিষ্ঠা করা অসম্ভব হয়ে পড়বে।

এর আগেও ইসরায়েল ওই স্থানে বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছিল। ২০২২ সালে এই পরিকল্পনা স্থগিত করেছিল যুক্তরাষ্ট্রের চাপে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি সরকার এই এলাকায় রাস্তা প্রশস্ত করার প্রকল্প অনুমোদন করেছে। সেখানে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করেছে। মা’আলে আদুমিমের মেয়র গাই ইফ্রাচ নতুন বসতিটির প্রশংসা করে বলেছেন, এটি মা’আলে আদুমিমকে জেরুজালেমের সঙ্গে সংযুক্ত করবে। ফিলিস্তিনিরা এখানে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করেছিল। এই প্রকল্প সে চেষ্টাকে ব্যর্থ করবে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» গাজা হামলার ভিডিও দেখিয়ে ইসরায়েলের অস্ত্রমেলা

» সৌদি আরবে নজরকাড়া ‘ব্লু হোলস’

» ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

» দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি