আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের দিনই সামরিক শক্তির বিশেষ প্রদর্শনী দেখাল যুক্তরাষ্ট্র। পুতিন যখন লালগালিচায় ট্রাম্পের সঙ্গে হাঁটছিলেন, তখন তাঁদের মাথার ওপর দিয়ে গর্জন তুলে উড়ে যায় একটি বি–২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান ও আরও কয়েকটি যুদ্ধবিমান। মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বি–২ যুদ্ধবিমান আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশযানগুলোর একটি, যা সহজেই শত্রুর প্রতিরক্ষা ভেদ করে নির্ভুল আঘাত হানতে পারে। এর দাম প্রায় ২০১ কোটি মার্কিন ডলার, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান। এটি ৪০ হাজার পাউন্ডের বেশি ওজনের অস্ত্র বহন করতে সক্ষম, যার মধ্যে পারমাণবিক বোমাও থাকতে পারে। একটানা ১১ হাজার কিলোমিটার উড়ে যেতে পারে জ্বালানি না ভরেই।
প্রতিবেদন অনুযায়ী, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে এই যুদ্ধবিমান ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। সেসময় ছয়টি ‘বাংকার বাস্টার’ বোমা ব্যবহৃত হয়।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে এবং এখনো তা চলছে। ঠিক বৈঠকের আগেই ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নতুন অগ্রগতি দেখায় রাশিয়া। এই প্রেক্ষাপটে পুতিনের সামনে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনকে কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
তিন ঘণ্টার বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘চুক্তি তখনই হবে, যখন সত্যিই চুক্তি হবে।’ অন্যদিকে পুতিন বৈঠককে ‘গভীর ও কার্যকর’ আখ্যা দিয়ে জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগ্রহী হলেও তাদের কিছু যৌক্তিক উদ্বেগ বিবেচনায় নিতে হবে।
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের দিনই সামরিক শক্তির বিশেষ প্রদর্শনী দেখাল যুক্তরাষ্ট্র। পুতিন যখন লালগালিচায় ট্রাম্পের সঙ্গে হাঁটছিলেন, তখন তাঁদের মাথার ওপর দিয়ে গর্জন তুলে উড়ে যায় একটি বি–২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান ও আরও কয়েকটি যুদ্ধবিমান। মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বি–২ যুদ্ধবিমান আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশযানগুলোর একটি, যা সহজেই শত্রুর প্রতিরক্ষা ভেদ করে নির্ভুল আঘাত হানতে পারে। এর দাম প্রায় ২০১ কোটি মার্কিন ডলার, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান। এটি ৪০ হাজার পাউন্ডের বেশি ওজনের অস্ত্র বহন করতে সক্ষম, যার মধ্যে পারমাণবিক বোমাও থাকতে পারে। একটানা ১১ হাজার কিলোমিটার উড়ে যেতে পারে জ্বালানি না ভরেই।
প্রতিবেদন অনুযায়ী, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে এই যুদ্ধবিমান ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। সেসময় ছয়টি ‘বাংকার বাস্টার’ বোমা ব্যবহৃত হয়।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে এবং এখনো তা চলছে। ঠিক বৈঠকের আগেই ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নতুন অগ্রগতি দেখায় রাশিয়া। এই প্রেক্ষাপটে পুতিনের সামনে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনকে কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
তিন ঘণ্টার বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘চুক্তি তখনই হবে, যখন সত্যিই চুক্তি হবে।’ অন্যদিকে পুতিন বৈঠককে ‘গভীর ও কার্যকর’ আখ্যা দিয়ে জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগ্রহী হলেও তাদের কিছু যৌক্তিক উদ্বেগ বিবেচনায় নিতে হবে।