সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আরেক রাজকীয় আদেশে, মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ পুনর্গঠন করা হয়।এতো দিন তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়োগের রাজকীয় আদেশ জারি করেন বাদশাহ সালমান। সৌদি মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনে বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজকীয় আদেশ পাঠ করে শোনানো হয়।
এদিকে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে পূর্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে অপর একটি আদেশ জারি করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইউসুফ বিন আবদুল্লাহ আল-বেনিয়ানকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন তালাল বিন আবদুল্লাহ আল-ওতাইবি।
প্রিন্স মনসুর বিন মিতেব (প্রতিমন্ত্রী), প্রিন্স আবদুল আজিজ বিন সালমান (জ্বালানিমন্ত্রী), প্রিন্স তুর্কি বিন মুহাম্মদ বিন ফাহদ (প্রতিমন্ত্রী), যুবরাজ আবদুল আজিজ বিন তুর্কি বিন ফয়সাল (ক্রীড়ামন্ত্রী), প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ (স্বরাষ্ট্রমন্ত্রী), প্রিন্স আবদুল্লাহ বিন বান্দর (ন্যাশনাল গার্ডের মন্ত্রী), প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ (পররাষ্ট্রমন্ত্রী), প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান (সংস্কৃতিমন্ত্রী), শেখ সালেহ বিন আবদুল আজিজ আল-শেখ (প্রতিমন্ত্রী), ড. আবদুল লতিফ আল-শেখ (ইসলামিকবিষয়ক মন্ত্রী), ড. ওয়ালিদ আল-সামানি (বিচারমন্ত্রী), ড. মুত্তালিব আল-নাফিসাহ (প্রতিমন্ত্রী), ড. মুসায়েদ বিন মুহাম্মদ আল-আইবান (প্রতিমন্ত্রী), ড. ইব্রাহিম আল-আসাফ (প্রতিমন্ত্রী), ডা. তৌফিক আল-রাবিয়া (হজ ও ওমরাহমন্ত্রী), ড. এসাম বিন সাদ বিন সাইদ (শৌরা কাউন্সিলবিষয়ক প্রতিমন্ত্রী) এবং ড. মাজেদ আল-কাসাবি (বাণিজ্যমন্ত্রী)।
আরও রয়েছেন আবদুর রহমান আল-ফাদলি (পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী), খালিদ আল-ইসা (প্রতিমন্ত্রী), আদেল আল-জুবেইর (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মাজেদ আল-হোগেল (পৌর ও গ্রামীণবিষয়ক মন্ত্রী), মুহাম্মদ আল-জাদান (অর্থমন্ত্রী), আবদুল্লাহ আল-সাওয়াহা (যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী), ইঞ্জি. আহমেদ আল-রাজি (মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী), ড. হামাদ আল-শেখ (প্রতিমন্ত্রী), বন্দর আলখোরায়েফ (শিল্প ও খনিজসম্পদমন্ত্রী), ইঞ্জি. সালেহ আল-জাসের (পরিবহন ও লজিস্টিকমন্ত্রী), আহমেদ আল-খতিব (পর্যটনমন্ত্রী), ইঞ্জি. খালিদ আল-ফালিহ (বিনিয়োগমন্ত্রী), ফয়সাল আল-ইব্রাহিম (অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী) এবং ফাহদ আল-জালাজেল (স্বাস্থ্যমন্ত্রী)।
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আরেক রাজকীয় আদেশে, মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ পুনর্গঠন করা হয়।এতো দিন তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়োগের রাজকীয় আদেশ জারি করেন বাদশাহ সালমান। সৌদি মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনে বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজকীয় আদেশ পাঠ করে শোনানো হয়।
এদিকে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে পূর্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে অপর একটি আদেশ জারি করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইউসুফ বিন আবদুল্লাহ আল-বেনিয়ানকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন তালাল বিন আবদুল্লাহ আল-ওতাইবি।
প্রিন্স মনসুর বিন মিতেব (প্রতিমন্ত্রী), প্রিন্স আবদুল আজিজ বিন সালমান (জ্বালানিমন্ত্রী), প্রিন্স তুর্কি বিন মুহাম্মদ বিন ফাহদ (প্রতিমন্ত্রী), যুবরাজ আবদুল আজিজ বিন তুর্কি বিন ফয়সাল (ক্রীড়ামন্ত্রী), প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ (স্বরাষ্ট্রমন্ত্রী), প্রিন্স আবদুল্লাহ বিন বান্দর (ন্যাশনাল গার্ডের মন্ত্রী), প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ (পররাষ্ট্রমন্ত্রী), প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান (সংস্কৃতিমন্ত্রী), শেখ সালেহ বিন আবদুল আজিজ আল-শেখ (প্রতিমন্ত্রী), ড. আবদুল লতিফ আল-শেখ (ইসলামিকবিষয়ক মন্ত্রী), ড. ওয়ালিদ আল-সামানি (বিচারমন্ত্রী), ড. মুত্তালিব আল-নাফিসাহ (প্রতিমন্ত্রী), ড. মুসায়েদ বিন মুহাম্মদ আল-আইবান (প্রতিমন্ত্রী), ড. ইব্রাহিম আল-আসাফ (প্রতিমন্ত্রী), ডা. তৌফিক আল-রাবিয়া (হজ ও ওমরাহমন্ত্রী), ড. এসাম বিন সাদ বিন সাইদ (শৌরা কাউন্সিলবিষয়ক প্রতিমন্ত্রী) এবং ড. মাজেদ আল-কাসাবি (বাণিজ্যমন্ত্রী)।
আরও রয়েছেন আবদুর রহমান আল-ফাদলি (পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী), খালিদ আল-ইসা (প্রতিমন্ত্রী), আদেল আল-জুবেইর (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মাজেদ আল-হোগেল (পৌর ও গ্রামীণবিষয়ক মন্ত্রী), মুহাম্মদ আল-জাদান (অর্থমন্ত্রী), আবদুল্লাহ আল-সাওয়াহা (যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী), ইঞ্জি. আহমেদ আল-রাজি (মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী), ড. হামাদ আল-শেখ (প্রতিমন্ত্রী), বন্দর আলখোরায়েফ (শিল্প ও খনিজসম্পদমন্ত্রী), ইঞ্জি. সালেহ আল-জাসের (পরিবহন ও লজিস্টিকমন্ত্রী), আহমেদ আল-খতিব (পর্যটনমন্ত্রী), ইঞ্জি. খালিদ আল-ফালিহ (বিনিয়োগমন্ত্রী), ফয়সাল আল-ইব্রাহিম (অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী) এবং ফাহদ আল-জালাজেল (স্বাস্থ্যমন্ত্রী)।