সরকারি ও বেসরকারি সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা জোরদার করতে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)। গত ১৩ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সার্ট জানিয়েছে, দেশে সম্প্রতি সাইবার হামলার প্রবণতা বেড়েছে। ম্যালওয়ার (ক্ষতিকারক সফটওয়্যার) আক্রমণের মাধ্যমে সার্ভার দখল, ওয়েবসাইট হ্যাকসহ নানাভাবে হ্যাকারা আক্রমণ করে তথ্য চুরি করছে।
সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যাংক ও আর্থিক খাত, শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানকে হ্যাকাররা টার্গেট করছে জানিয়ে সার্ট বলছে, দেশের অধিকাংশ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা দুর্বল। নকল সফটওয়্যার ব্যবহার, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ না করা, দুর্বল নিরাপত্তা কাঠামো ইত্যাদি কারণে বাংলাদেশ সহজে সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সার্ট জানিয়েছে, শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানে চলতি বছর র্যানসামওয়ারের মতো ম্যালওয়ারে আক্রমণ বেড়েছে। ওয়েব সাইট ও সার্ভার হ্যাকের মাধ্যমে তথ্য চুরি হচ্ছে। শনাক্ত করা সাইবার আক্রমণগুলোর মধ্যে অন্যতম ফিশিং, ডিডস, র্যানসামওয়ার ইত্যাদি। দক্ষিণ এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ, সাইডউইন্ডার মতো এডভান্স ক্রমাগত হুমকিদাতা গ্রুপ, র্যানসামওয়ার গ্যাংসহ বিভিন্ন ধরনের হ্যাকার দল নিয়মিত সাইবার আক্রমণ চালাচ্ছে বাংলাদেশে।
এ পরিস্থতিতে সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে কয়েকটি পরামর্শ দিয়েছে সার্ট। সেগুলো হলো: নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করা, বৈধ সফটওয়্যার ব্যবহার, নিয়মিত নিরাপত্তা পরীক্ষা চালানো, সন্দেহজনক সফটওয়্যার বা ওয়েবলিংক সম্পর্কে সর্তক থাকাসহ কয়েক দফা নিরাপত্তা বিধি মেনে চলা।
শনিবার, ১৫ জুন ২০২৪
সরকারি ও বেসরকারি সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা জোরদার করতে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)। গত ১৩ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সার্ট জানিয়েছে, দেশে সম্প্রতি সাইবার হামলার প্রবণতা বেড়েছে। ম্যালওয়ার (ক্ষতিকারক সফটওয়্যার) আক্রমণের মাধ্যমে সার্ভার দখল, ওয়েবসাইট হ্যাকসহ নানাভাবে হ্যাকারা আক্রমণ করে তথ্য চুরি করছে।
সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যাংক ও আর্থিক খাত, শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানকে হ্যাকাররা টার্গেট করছে জানিয়ে সার্ট বলছে, দেশের অধিকাংশ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা দুর্বল। নকল সফটওয়্যার ব্যবহার, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ না করা, দুর্বল নিরাপত্তা কাঠামো ইত্যাদি কারণে বাংলাদেশ সহজে সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সার্ট জানিয়েছে, শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানে চলতি বছর র্যানসামওয়ারের মতো ম্যালওয়ারে আক্রমণ বেড়েছে। ওয়েব সাইট ও সার্ভার হ্যাকের মাধ্যমে তথ্য চুরি হচ্ছে। শনাক্ত করা সাইবার আক্রমণগুলোর মধ্যে অন্যতম ফিশিং, ডিডস, র্যানসামওয়ার ইত্যাদি। দক্ষিণ এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ, সাইডউইন্ডার মতো এডভান্স ক্রমাগত হুমকিদাতা গ্রুপ, র্যানসামওয়ার গ্যাংসহ বিভিন্ন ধরনের হ্যাকার দল নিয়মিত সাইবার আক্রমণ চালাচ্ছে বাংলাদেশে।
এ পরিস্থতিতে সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে কয়েকটি পরামর্শ দিয়েছে সার্ট। সেগুলো হলো: নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করা, বৈধ সফটওয়্যার ব্যবহার, নিয়মিত নিরাপত্তা পরীক্ষা চালানো, সন্দেহজনক সফটওয়্যার বা ওয়েবলিংক সম্পর্কে সর্তক থাকাসহ কয়েক দফা নিরাপত্তা বিধি মেনে চলা।