‘হার্ড টু ব্রেক’ ট্যাগলাইন নিয়ে নতুন স্মার্টফোন রিয়েলমি সি৬১ উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ডিভাইসটিতে রয়েছে এন্টি-ড্রপ প্রোটেকশন, ওয়াটার স্পø্যাশ রেজিস্ট্যান্স ও রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার সক্ষমতা। রিয়েলমি সি৬১ এর আইপি৫৪ রেটিং ধুলা, পানির ছিটা এবং প্রতিদিনের ব্যবহারে ডিভাইসকে রক্ষা করার মাধ্যমে বিভিন্ন পরিবেশে এর নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিতকরে।
এতে রয়েছে ১৮জিবি র্যাম (৬জিবি + ১২জিবি ডায়নামিক র্যাম) এবং ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য অভ্যন্তরীণ (ইন্টারনাল) স্টোরেজ। ৫০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ এই স্মার্টফোনের ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরায় দুটি নতুন ফিল্টার রয়েছে- সিনেমাটিক ও ক্রিস্প। স্মার্টফোনটি স্পার্কল গোল্ড ও ডার্ক গ্রিন- এই দুটি রংয়ে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দাম ১৪,৯৯৯ টাকা।
সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪
‘হার্ড টু ব্রেক’ ট্যাগলাইন নিয়ে নতুন স্মার্টফোন রিয়েলমি সি৬১ উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ডিভাইসটিতে রয়েছে এন্টি-ড্রপ প্রোটেকশন, ওয়াটার স্পø্যাশ রেজিস্ট্যান্স ও রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার সক্ষমতা। রিয়েলমি সি৬১ এর আইপি৫৪ রেটিং ধুলা, পানির ছিটা এবং প্রতিদিনের ব্যবহারে ডিভাইসকে রক্ষা করার মাধ্যমে বিভিন্ন পরিবেশে এর নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিতকরে।
এতে রয়েছে ১৮জিবি র্যাম (৬জিবি + ১২জিবি ডায়নামিক র্যাম) এবং ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য অভ্যন্তরীণ (ইন্টারনাল) স্টোরেজ। ৫০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ এই স্মার্টফোনের ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরায় দুটি নতুন ফিল্টার রয়েছে- সিনেমাটিক ও ক্রিস্প। স্মার্টফোনটি স্পার্কল গোল্ড ও ডার্ক গ্রিন- এই দুটি রংয়ে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দাম ১৪,৯৯৯ টাকা।