স্মার্টফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি ফ্যান্টম আলটিমেট ২ নামের একটি ট্রাই-ফোল্ড ডিভাইস উন্মোচন করেছে। এর আগেও কোম্পানীটি ফোল্ডেবল (ভাঁজযোগ্য) প্রযুক্তি নিয়ে কাজ করেছে এবং বাজারে ফোল্ডেবল ডিভাইসও নিয়ে এসেছিল। তবে এবারের ডিভাইসটি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশা করছে।
ডিভাইসটির ৬.৪৮ ইঞ্চি আউটার স্ক্রীনটি ইনার ডিসপ্লের মতো করে ১০-ইঞ্চি পর্যন্ত প্রসারিত করা যাবে (পুরোপুরি খোলা অবস্থায়)। এছাড়া, এই ফোনে থাকছে ১৬২০ বাই ২৮৮০ পিক্সেল এবং ৪:৩ অনুপাতের রেজোলিউশন সহ থ্রিকে এলটিপিও ওলেড প্যানেল স্ক্রীন।
এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক এর বড় স্ক্রীন। এতো বড় স্ক্রীন থাকা সত্ত্বেও ডিভাইসটি একদম পাতলা এবং হালকা। ১১ মিলিমিটারের ফোল্ডেবল এই ডিভাইসটির ব্যাটারি কভারে ব্যবহার করা হয়েছে টাইটান অ্যাডভান্সড ফাইবার উপাদান; যার ফলে এর পুরুত্ব (থিকনেস) ০.২৫ মিলিমিটার।
এই ডিভাইসের উদ্ভাবনী ডুয়াল-হিঞ্জ মেকানিজম ব্যবহারকারীদের স্ক্রিন ক্রিজিংয়ের চাপ কমাতে সহায়ক এবং তিন লক্ষ বার হিঞ্জ পরীক্ষা করা হয়েছে ল্যাবে। ডিভাইসটির শক্তিশালী এবং ফ্লেক্সিবল হিঞ্জের সাহায্যে ডিভাইসটি টেন্ট মোড (মুখোমুখি কথোপকথন) এবং ল্যাপটপ-স্টাইল সেটআপ সহ বিভিন্ন মোডে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।
আপনার যদি নোট নিতে হয় বা মিটিংয়ে যোগ দিতে হয়, তাহলে এটিকে ভাঁজ করে একটি স্ক্রিন কীবোর্ড (ল্যাপটপ মোড) হিসেবে ব্যবহার করা যাবে; যোগাযোগের ক্ষেত্রে টেন্ট মোডে ডুয়াাল-স্ক্রিন (রিয়েল-টাইম এআই অনুবাদ সুবিধা সহ) এবং মাল্টি-টাস্কাররা মাল্টি-উইন্ডো মোডে একসাথে অনেকগুলো কাজ, যেমন- মেসেজিং, ব্রাউজিং এবং গেমিং করতে পারবেন অনায়েসে।
ওলেড টাচ এবং ডিসপ্লে ড্রাইভার ইন্টিগ্রেশন (টিডিডিআই) প্রযুক্তির সাহায্যে ফ্যান্টম আলটিমেট ২ ডিভাইসে ডিসপ্লে ড্রাইভার এবং টাচ সেন্সরকে একটি চিপে একীভূত করা হয়েছে; ফলে ফোল্ডেবল ডিভাইসেও স্ক্রিন নিজের ইচ্ছেমতো নাড়াচাড়া (হোভারিং) করা যাবে। এই সেটআপে একটি স্ক্রীন কীবোর্ড হিসেবে এবং অন্যটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে।
ভবিষ্যতের প্রযুক্তি থেকে অনুপ্রাণিত এই ডিভাইসটি আগামী বছর বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
স্মার্টফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি ফ্যান্টম আলটিমেট ২ নামের একটি ট্রাই-ফোল্ড ডিভাইস উন্মোচন করেছে। এর আগেও কোম্পানীটি ফোল্ডেবল (ভাঁজযোগ্য) প্রযুক্তি নিয়ে কাজ করেছে এবং বাজারে ফোল্ডেবল ডিভাইসও নিয়ে এসেছিল। তবে এবারের ডিভাইসটি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশা করছে।
ডিভাইসটির ৬.৪৮ ইঞ্চি আউটার স্ক্রীনটি ইনার ডিসপ্লের মতো করে ১০-ইঞ্চি পর্যন্ত প্রসারিত করা যাবে (পুরোপুরি খোলা অবস্থায়)। এছাড়া, এই ফোনে থাকছে ১৬২০ বাই ২৮৮০ পিক্সেল এবং ৪:৩ অনুপাতের রেজোলিউশন সহ থ্রিকে এলটিপিও ওলেড প্যানেল স্ক্রীন।
এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক এর বড় স্ক্রীন। এতো বড় স্ক্রীন থাকা সত্ত্বেও ডিভাইসটি একদম পাতলা এবং হালকা। ১১ মিলিমিটারের ফোল্ডেবল এই ডিভাইসটির ব্যাটারি কভারে ব্যবহার করা হয়েছে টাইটান অ্যাডভান্সড ফাইবার উপাদান; যার ফলে এর পুরুত্ব (থিকনেস) ০.২৫ মিলিমিটার।
এই ডিভাইসের উদ্ভাবনী ডুয়াল-হিঞ্জ মেকানিজম ব্যবহারকারীদের স্ক্রিন ক্রিজিংয়ের চাপ কমাতে সহায়ক এবং তিন লক্ষ বার হিঞ্জ পরীক্ষা করা হয়েছে ল্যাবে। ডিভাইসটির শক্তিশালী এবং ফ্লেক্সিবল হিঞ্জের সাহায্যে ডিভাইসটি টেন্ট মোড (মুখোমুখি কথোপকথন) এবং ল্যাপটপ-স্টাইল সেটআপ সহ বিভিন্ন মোডে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।
আপনার যদি নোট নিতে হয় বা মিটিংয়ে যোগ দিতে হয়, তাহলে এটিকে ভাঁজ করে একটি স্ক্রিন কীবোর্ড (ল্যাপটপ মোড) হিসেবে ব্যবহার করা যাবে; যোগাযোগের ক্ষেত্রে টেন্ট মোডে ডুয়াাল-স্ক্রিন (রিয়েল-টাইম এআই অনুবাদ সুবিধা সহ) এবং মাল্টি-টাস্কাররা মাল্টি-উইন্ডো মোডে একসাথে অনেকগুলো কাজ, যেমন- মেসেজিং, ব্রাউজিং এবং গেমিং করতে পারবেন অনায়েসে।
ওলেড টাচ এবং ডিসপ্লে ড্রাইভার ইন্টিগ্রেশন (টিডিডিআই) প্রযুক্তির সাহায্যে ফ্যান্টম আলটিমেট ২ ডিভাইসে ডিসপ্লে ড্রাইভার এবং টাচ সেন্সরকে একটি চিপে একীভূত করা হয়েছে; ফলে ফোল্ডেবল ডিভাইসেও স্ক্রিন নিজের ইচ্ছেমতো নাড়াচাড়া (হোভারিং) করা যাবে। এই সেটআপে একটি স্ক্রীন কীবোর্ড হিসেবে এবং অন্যটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে।
ভবিষ্যতের প্রযুক্তি থেকে অনুপ্রাণিত এই ডিভাইসটি আগামী বছর বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।