স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো এবার বাংলাদেশের বাজারে নিয়ে আসলো নতুন স্মার্টফোন অপো এ৩এক্স (৪ জিবি+১২৮ জিবি)। এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ও ৪৫ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জসহ একটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির বাজার মূল্য ১৬,৯৯০ টাকা।
১১-১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত অপো এ৩এক্স ডিভাইসটি কিনলেই গ্রাহকরা বিশেষ উপহার হিসেবে পাবেন ২ বছরের ওয়ারেন্টি, কমপ্লিম্যান্টারি এক্সেসারিস কম্বো বক্স এবং জিরো লাইফ-এর মাধ্যমে একটি বিশেষ মেম্বার রিওয়ার্ড।
মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স থাকার কারণে অপো এ৩এক্স ১.২ মিটার উপর থেকে পড়লে বা বিভিন্ন দিকে থেকে আঘাত পেলেও তা সহ্য করতে পারে । টেবিল থেকে পড়া বা দ্রুত গতির বাইকের নীচে পড়ে যাওয়া – সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্য এই ফোনটি তৈরি করা হয়েছে।
অপো এ৩এক্স-এ রয়েছে মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স, যা কফি, দুধ চা, স্যুপ এবং পোরিজের মতো তরলের ছিঁটা আসলেও ফোনটিকে রক্ষা করবে। এর স্প্ল্যাশ টাচ ফিচার স্ক্রীন ভেজা থাকলেও টাচের নির্ভুলতা ও সক্রিয়তা বাড়ায়। এমনকি ব্যবহারকারীরা হালকা বৃষ্টিতে, সাঁতার কাটার পরে বা স্যাঁতসেঁতে হাত দিয়েও ডিভাইসটি চালাতে পারবেন।
অপো এ৩এক্স-এ ১,০০০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা সরাসরি সূর্যালোকের মধ্যেও স্ক্রিনের স্পষ্টতা নিশ্চিত করে। এর ফলে ব্যবহারকারীরা চোখের কোনো অসুবিধা ছাড়াই তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো এবার বাংলাদেশের বাজারে নিয়ে আসলো নতুন স্মার্টফোন অপো এ৩এক্স (৪ জিবি+১২৮ জিবি)। এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ও ৪৫ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জসহ একটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির বাজার মূল্য ১৬,৯৯০ টাকা।
১১-১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত অপো এ৩এক্স ডিভাইসটি কিনলেই গ্রাহকরা বিশেষ উপহার হিসেবে পাবেন ২ বছরের ওয়ারেন্টি, কমপ্লিম্যান্টারি এক্সেসারিস কম্বো বক্স এবং জিরো লাইফ-এর মাধ্যমে একটি বিশেষ মেম্বার রিওয়ার্ড।
মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স থাকার কারণে অপো এ৩এক্স ১.২ মিটার উপর থেকে পড়লে বা বিভিন্ন দিকে থেকে আঘাত পেলেও তা সহ্য করতে পারে । টেবিল থেকে পড়া বা দ্রুত গতির বাইকের নীচে পড়ে যাওয়া – সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্য এই ফোনটি তৈরি করা হয়েছে।
অপো এ৩এক্স-এ রয়েছে মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স, যা কফি, দুধ চা, স্যুপ এবং পোরিজের মতো তরলের ছিঁটা আসলেও ফোনটিকে রক্ষা করবে। এর স্প্ল্যাশ টাচ ফিচার স্ক্রীন ভেজা থাকলেও টাচের নির্ভুলতা ও সক্রিয়তা বাড়ায়। এমনকি ব্যবহারকারীরা হালকা বৃষ্টিতে, সাঁতার কাটার পরে বা স্যাঁতসেঁতে হাত দিয়েও ডিভাইসটি চালাতে পারবেন।
অপো এ৩এক্স-এ ১,০০০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা সরাসরি সূর্যালোকের মধ্যেও স্ক্রিনের স্পষ্টতা নিশ্চিত করে। এর ফলে ব্যবহারকারীরা চোখের কোনো অসুবিধা ছাড়াই তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।