বছরের শেষে বিকাশ পেমেন্টে নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় গ্রাহকদের জন্য থাকছে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা ‘অ্যামেজিং ডিলস্’ ক্যাম্পেইনের আওতায় সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন শপে পোশাক, জুতা, গ্রোসারি, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাক্সেসরিজ কেনাকাটায়, কফি শপে আড্ডায় বা সুইটস, বেকারি শপ ও রেস্টুরেন্টে অর্ডারে, এমনকি সেলুন ও বিউটি পার্লারে সাজ-সজ্জায়ও বিকাশ পেমেন্টে গ্রাহকরা এই ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করতে পারছেন।
আউটলেটে ডিসকাউন্ট কুপনঃ ‘উ১০’, ‘উ৫’, ‘অ১০’, ‘অ৫’ নির্দিষ্ট আউটলেট থেকে জামা, জুতা, সেলুন ও অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স ও মোবাইল কেনাকাটায় এবং রেস্টুরেন্ট অর্ডারে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ডিসকাউন্ট। আউটলেট অনুযায়ী ‘উ১০’ বা ‘উ৫’ কুপন কোড ব্যবহার করে ১০% বা ৫% পর্যন্ত সর্বোচ্চ ৩০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ১৫০ টাকা পর্যন্ত দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্টটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
নির্দিষ্ট কফি শপে আড্ডায় অথবা সুইটস ও বেকারি শপে যেকোনো অর্ডারে বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘অ১০’ যোগ করলে গ্রাহকরা পাচ্ছেন ১০% পর্যন্ত ডিসকাউন্ট, সর্বোচ্চ ৫০ টাকা। অফার চলাকালীন সর্বোচ্চ ১ বার ডিসকাউন্টটি উপভোগ করা যাবে।
পাশাপাশি, নির্দিষ্ট কিছু শপে পছন্দের জামা ও জুতা কেনাকাটায় এবং রেস্টুরেন্টে খাবার অর্ডারে নূন্যতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘অ৫’ যোগ করলে গ্রাহকরা পাচ্ছেন ৫% পর্যন্ত ডিসকাউন্ট, সর্বোচ্চ ১০০ টাকা। ৫০ টাকা পর্যন্ত দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্টটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
অনলাইন কেনাকাটায় ক্যাশব্যাকঃ অনলাইনে সেবা.এক্সওয়াইজেড, পিকাবু, সারা লাইফস্টাইল, লুনেটস্, লোটো সহ আরও বেশকিছু অনলাইন শপে থাকছে ৫% ও ১০% পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক। ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকটি উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
গ্রোসারি কেনাকাটায় ডিসকাউন্ট কুপনঃ এছাড়া গ্রোসারি কিনতে স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজারসহ নির্দিষ্ট সুপারস্টোরে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। কুপনটি দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৪ বার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। কুপন পাওয়ার ৫ দিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। কুপনটি ব্যবহার করতে গ্রাহককে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
বছরের শেষে বিকাশ পেমেন্টে নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় গ্রাহকদের জন্য থাকছে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা ‘অ্যামেজিং ডিলস্’ ক্যাম্পেইনের আওতায় সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন শপে পোশাক, জুতা, গ্রোসারি, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাক্সেসরিজ কেনাকাটায়, কফি শপে আড্ডায় বা সুইটস, বেকারি শপ ও রেস্টুরেন্টে অর্ডারে, এমনকি সেলুন ও বিউটি পার্লারে সাজ-সজ্জায়ও বিকাশ পেমেন্টে গ্রাহকরা এই ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করতে পারছেন।
আউটলেটে ডিসকাউন্ট কুপনঃ ‘উ১০’, ‘উ৫’, ‘অ১০’, ‘অ৫’ নির্দিষ্ট আউটলেট থেকে জামা, জুতা, সেলুন ও অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স ও মোবাইল কেনাকাটায় এবং রেস্টুরেন্ট অর্ডারে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ডিসকাউন্ট। আউটলেট অনুযায়ী ‘উ১০’ বা ‘উ৫’ কুপন কোড ব্যবহার করে ১০% বা ৫% পর্যন্ত সর্বোচ্চ ৩০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ১৫০ টাকা পর্যন্ত দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্টটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
নির্দিষ্ট কফি শপে আড্ডায় অথবা সুইটস ও বেকারি শপে যেকোনো অর্ডারে বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘অ১০’ যোগ করলে গ্রাহকরা পাচ্ছেন ১০% পর্যন্ত ডিসকাউন্ট, সর্বোচ্চ ৫০ টাকা। অফার চলাকালীন সর্বোচ্চ ১ বার ডিসকাউন্টটি উপভোগ করা যাবে।
পাশাপাশি, নির্দিষ্ট কিছু শপে পছন্দের জামা ও জুতা কেনাকাটায় এবং রেস্টুরেন্টে খাবার অর্ডারে নূন্যতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘অ৫’ যোগ করলে গ্রাহকরা পাচ্ছেন ৫% পর্যন্ত ডিসকাউন্ট, সর্বোচ্চ ১০০ টাকা। ৫০ টাকা পর্যন্ত দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্টটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
অনলাইন কেনাকাটায় ক্যাশব্যাকঃ অনলাইনে সেবা.এক্সওয়াইজেড, পিকাবু, সারা লাইফস্টাইল, লুনেটস্, লোটো সহ আরও বেশকিছু অনলাইন শপে থাকছে ৫% ও ১০% পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক। ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকটি উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
গ্রোসারি কেনাকাটায় ডিসকাউন্ট কুপনঃ এছাড়া গ্রোসারি কিনতে স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজারসহ নির্দিষ্ট সুপারস্টোরে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। কুপনটি দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৪ বার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। কুপন পাওয়ার ৫ দিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। কুপনটি ব্যবহার করতে গ্রাহককে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।