দেশের বাজারে স্যামসাং নিয়ে এসেছে ওএলইডি টিভি সিরিজ এস৯৫ডি। রাজধানীর গুলশানে অবস্থিত ট্রান্সকম ডিজিটাল স্টোরে গত ১০ ফেব্রুয়ারি এক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিরিজটি বাজারে আনার ঘোষণা দেয় স্যামসাং।
ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে ৫৫, ৬৫, ও ৭৭ ইঞ্চি এই তিনটি সাইজে এস৯৫ডি সিরিজটি নিয়ে এসেছে স্যামসাং। এতে রয়েছে ১০০% কালার ভলিউম সমৃদ্ধ ওএলইডি গ্লেয়ার ফ্রি ডিসপ্লে, যা অনাকাঙ্খিত প্রতিচ্ছবি দূর করে দেবে ক্রিস্টাল ক্লিয়ার ভিজ্যুয়াল। স্যামসাং এস৯৫ডিতে আরো রয়েছে এনকিউ৪ এআই জেন ২ প্রসেসর পাওয়ার্ড বাই ২০ নিউরাল নেটওয়ার্কস, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যেকোনো ছবিকে ফোরকে’র মত ঝকঝকে আর প্রাণবন্ত করে তুলতে সক্ষম।
তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য এতে রয়েছে নক্স সিকিউরিটি সুবিধা। আর গেমিং ও অন্যান্য অ্যাকশন সমৃদ্ধ ছবিকে জীবন্ত করে তোলার জন্য এস৯৫ডি ওএলইডি সিরিজে মোশন এক্সেলেরেটর ১৪৪ হার্টজ টেকনোলজিও যোগ করেছে স্যামসাং।
আয়োজনে উপস্থিত স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং বলেন, বিনোদনের সেরা সব ফিচার থাকার কারণে বিশ্বব্যাপী ওএলইডি টেলিভিশনের কদর বর্তমানে শীর্ষে। দেশের বাজারে তাই এস৯৫ডিসিরিজের ওএলইডি সিরিজটি ব্যাপক সাড়া তৈরি করবে বলেই আমার বিশ্বাস।
দেশজুড়ে স্যামসাং ও এর পার্টনার আউটলেট- ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস ইমার্ট ও ইলেকট্রা ইন্টারন্যাশনালের সব আউটলেটে বর্তমানে ৫৫এস৯৫ডি, ৬৫এস৯৫ডি, ও ৭৭এস৯৫ডি এই তিনটি ভিন্ন ভিন্ন সাইজে স্যামসাং এস৯৫ডি ওএলইডি টিভি সিরিজটি পাওয়া যাচ্ছে। যার মূল্য শুরু হচ্ছে ৩০৯,৯০০ টাকা থেকে। তবে গ্রাহকরা ইবিএল ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রি-বুক করলে ২০ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ০% ইন্টারেস্ট-এ ২৪ মাসের ইএমআই সুবিধাও প্রযোজ্য হবে। প্রি-বুক করা দুই জন সৌভাগ্যবান ক্রেতার জন্য থাকছে এক্সবক্স জিতে নেয়ার সুযোগ।
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
দেশের বাজারে স্যামসাং নিয়ে এসেছে ওএলইডি টিভি সিরিজ এস৯৫ডি। রাজধানীর গুলশানে অবস্থিত ট্রান্সকম ডিজিটাল স্টোরে গত ১০ ফেব্রুয়ারি এক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিরিজটি বাজারে আনার ঘোষণা দেয় স্যামসাং।
ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে ৫৫, ৬৫, ও ৭৭ ইঞ্চি এই তিনটি সাইজে এস৯৫ডি সিরিজটি নিয়ে এসেছে স্যামসাং। এতে রয়েছে ১০০% কালার ভলিউম সমৃদ্ধ ওএলইডি গ্লেয়ার ফ্রি ডিসপ্লে, যা অনাকাঙ্খিত প্রতিচ্ছবি দূর করে দেবে ক্রিস্টাল ক্লিয়ার ভিজ্যুয়াল। স্যামসাং এস৯৫ডিতে আরো রয়েছে এনকিউ৪ এআই জেন ২ প্রসেসর পাওয়ার্ড বাই ২০ নিউরাল নেটওয়ার্কস, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যেকোনো ছবিকে ফোরকে’র মত ঝকঝকে আর প্রাণবন্ত করে তুলতে সক্ষম।
তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য এতে রয়েছে নক্স সিকিউরিটি সুবিধা। আর গেমিং ও অন্যান্য অ্যাকশন সমৃদ্ধ ছবিকে জীবন্ত করে তোলার জন্য এস৯৫ডি ওএলইডি সিরিজে মোশন এক্সেলেরেটর ১৪৪ হার্টজ টেকনোলজিও যোগ করেছে স্যামসাং।
আয়োজনে উপস্থিত স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং বলেন, বিনোদনের সেরা সব ফিচার থাকার কারণে বিশ্বব্যাপী ওএলইডি টেলিভিশনের কদর বর্তমানে শীর্ষে। দেশের বাজারে তাই এস৯৫ডিসিরিজের ওএলইডি সিরিজটি ব্যাপক সাড়া তৈরি করবে বলেই আমার বিশ্বাস।
দেশজুড়ে স্যামসাং ও এর পার্টনার আউটলেট- ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস ইমার্ট ও ইলেকট্রা ইন্টারন্যাশনালের সব আউটলেটে বর্তমানে ৫৫এস৯৫ডি, ৬৫এস৯৫ডি, ও ৭৭এস৯৫ডি এই তিনটি ভিন্ন ভিন্ন সাইজে স্যামসাং এস৯৫ডি ওএলইডি টিভি সিরিজটি পাওয়া যাচ্ছে। যার মূল্য শুরু হচ্ছে ৩০৯,৯০০ টাকা থেকে। তবে গ্রাহকরা ইবিএল ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রি-বুক করলে ২০ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ০% ইন্টারেস্ট-এ ২৪ মাসের ইএমআই সুবিধাও প্রযোজ্য হবে। প্রি-বুক করা দুই জন সৌভাগ্যবান ক্রেতার জন্য থাকছে এক্সবক্স জিতে নেয়ার সুযোগ।