রবির সাবসিডিয়ারি কোম্পানি আর ভেঞ্চারস পিএলসি এর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ (ইরহমব)-এ আসছে নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েবফিল্ম ‘নীল সুখ’। গত ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে এই ওয়েবফিল্মের অফিসিয়াল ট্রেলার। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ফিল্মটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি বিঞ্জে মুক্তি পাবে ওয়েবফিল্মটি।
ট্রেলার রিলিজ অনুষ্ঠানে জানানো হয়, অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে ওয়েবফিল্মটি। আর ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দৃষ্টি কেড়েছে কনটেন্টটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/ তোমার চরণে দিবো হৃদয় খুলিয়া’ গানটির সাথে রিলিজ হয়েছে নীল সুখের ট্রেলার। এর সঙ্গে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহানের অভিনয় দর্শকের মন কেড়েছে ইতোমধ্যে। সঙ্গীত, অভিনয় ও দৃশ্যের সমন্বয়ে ‘নীল সুখ’-কে ঘিরে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
রবির সাবসিডিয়ারি কোম্পানি আর ভেঞ্চারস পিএলসি এর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ (ইরহমব)-এ আসছে নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েবফিল্ম ‘নীল সুখ’। গত ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে এই ওয়েবফিল্মের অফিসিয়াল ট্রেলার। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ফিল্মটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি বিঞ্জে মুক্তি পাবে ওয়েবফিল্মটি।
ট্রেলার রিলিজ অনুষ্ঠানে জানানো হয়, অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে ওয়েবফিল্মটি। আর ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দৃষ্টি কেড়েছে কনটেন্টটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/ তোমার চরণে দিবো হৃদয় খুলিয়া’ গানটির সাথে রিলিজ হয়েছে নীল সুখের ট্রেলার। এর সঙ্গে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহানের অভিনয় দর্শকের মন কেড়েছে ইতোমধ্যে। সঙ্গীত, অভিনয় ও দৃশ্যের সমন্বয়ে ‘নীল সুখ’-কে ঘিরে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।