সম্প্রতি জিবলি আর্ট বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এআই চ্যাট জিপিটি দিয়ে জিবলি স্টাইলে ছবি তৈরি হচ্ছে। কিন্তু অনেকেই জানেন না, জিবলি আসলে কী? জিবলি হচ্ছে জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও। এর নাম শুনেনি এমন মানুষ খুবই কম। কিন্তু যারা জানেন না, তাদের জন্য স্টুডিও জিবলির ইতিহাস ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
স্টুডিও জিবলির যাত্রা : ১৯৮৫ সালে দুই কিংবদন্তি অ্যানিমেটর হায়াও মিয়াজাকি ও ইসাও তাকাহাতার হাত ধরে শুরু হয় স্টুডিও জিবলির যাত্রা। তাদের লক্ষ্য ছিল এমন একটি নতুন ধরনের অ্যানিমেশন তৈরি করা যেখানে জাপানের সংস্কৃতি, লোককথা, ইতিহাস ও আবেগ একসঙ্গে প্রকাশ পাবে। ‘জিবলি’ নামটি এসেছে ইতালীয় শব্দ ‘ঘিবলি’ থেকে। যার অর্থ গরম মরুভূমির বাতাস। তাদের উদ্দেশ্য ছিল অ্যানিমেশন জগতে নতুন বিপ্লব সৃষ্টি করা।
জিবলি আর্ট কেন এত জনপ্রিয় : স্টুডিও জিবলির অ্যানিমেশন চিত্রশৈলী বাস্তব ও কল্পনার এক মিশ্রণ। বিশদ ব্যাকগ্রাউন্ড, হাতে আঁকা প্রতিটি দৃশ্য, চরিত্রগুলোর অভিব্যক্তি- সবকিছুতেই এক গভীর অনুভূতি প্রতিফলিত হয়। প্রকৃতির সৌন্দর্য, রহস্যময় জগত, কল্পনা এবং নিখুঁত হাতে আঁকা অ্যানিমেশনই এই শিল্পকে অন্যদের থেকে আলাদা করেছে।
মিয়াজাকি ও এআই : ২০১৬ সালে এআইর মাধ্যমে ছবি আঁকার বিরুদ্ধে মতপ্রকাশ করেছিলেন মিয়াজাকি। তার মতে, এটির মাধ্যমে জিবলির অ্যানিমেশন স্টাইল অনুকরণ করা মূলত শিল্পীদের কাজের অপমান। তিনি বলেছিলেন, যারা এআই দিয়ে ছবি আঁকছে, তারা জানে না কষ্ট কী। আমার মতে, এটা হওয়া উচিত নয়; এটি দুঃখজনক।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
সম্প্রতি জিবলি আর্ট বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এআই চ্যাট জিপিটি দিয়ে জিবলি স্টাইলে ছবি তৈরি হচ্ছে। কিন্তু অনেকেই জানেন না, জিবলি আসলে কী? জিবলি হচ্ছে জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও। এর নাম শুনেনি এমন মানুষ খুবই কম। কিন্তু যারা জানেন না, তাদের জন্য স্টুডিও জিবলির ইতিহাস ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
স্টুডিও জিবলির যাত্রা : ১৯৮৫ সালে দুই কিংবদন্তি অ্যানিমেটর হায়াও মিয়াজাকি ও ইসাও তাকাহাতার হাত ধরে শুরু হয় স্টুডিও জিবলির যাত্রা। তাদের লক্ষ্য ছিল এমন একটি নতুন ধরনের অ্যানিমেশন তৈরি করা যেখানে জাপানের সংস্কৃতি, লোককথা, ইতিহাস ও আবেগ একসঙ্গে প্রকাশ পাবে। ‘জিবলি’ নামটি এসেছে ইতালীয় শব্দ ‘ঘিবলি’ থেকে। যার অর্থ গরম মরুভূমির বাতাস। তাদের উদ্দেশ্য ছিল অ্যানিমেশন জগতে নতুন বিপ্লব সৃষ্টি করা।
জিবলি আর্ট কেন এত জনপ্রিয় : স্টুডিও জিবলির অ্যানিমেশন চিত্রশৈলী বাস্তব ও কল্পনার এক মিশ্রণ। বিশদ ব্যাকগ্রাউন্ড, হাতে আঁকা প্রতিটি দৃশ্য, চরিত্রগুলোর অভিব্যক্তি- সবকিছুতেই এক গভীর অনুভূতি প্রতিফলিত হয়। প্রকৃতির সৌন্দর্য, রহস্যময় জগত, কল্পনা এবং নিখুঁত হাতে আঁকা অ্যানিমেশনই এই শিল্পকে অন্যদের থেকে আলাদা করেছে।
মিয়াজাকি ও এআই : ২০১৬ সালে এআইর মাধ্যমে ছবি আঁকার বিরুদ্ধে মতপ্রকাশ করেছিলেন মিয়াজাকি। তার মতে, এটির মাধ্যমে জিবলির অ্যানিমেশন স্টাইল অনুকরণ করা মূলত শিল্পীদের কাজের অপমান। তিনি বলেছিলেন, যারা এআই দিয়ে ছবি আঁকছে, তারা জানে না কষ্ট কী। আমার মতে, এটা হওয়া উচিত নয়; এটি দুঃখজনক।