আন্তঃবিশ্ববিদ্যালয় ন্যাশনাল ডাটা এনালাইটিকস প্র্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ডাইনামিক ডিকোডার এবং টিম ডাটা সরুণ। গত ১২ এপ্রিল ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে প্রতিযোগিতায় ১০টি পাবলিক ও ১২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৩৫টি দল প্রতিযোগিতা করে। এতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ডাইনামিক ডিকোডার চ্যাম্পিয়ন এবং একই বিভাগের ডাটা সরুণ দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন মোহাম্মদ মোবাশ্বের হাসান ও মো. জুলকার নাইন এবং রানারআপ দলের সদস্যরা হলেন রাহাত জামান সরকার ও অবদুল্লাহ আল জাবির।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফরর হমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপিরিচালক মো. আফজাল হোসেন, জেনোফেক্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, সহকারী বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম আমিনুলহক ও প্রতিযোগীতার প্রধান বিচারক ড. জাহিদ হাসান। এ আয়োজনের আয়োজক এনএলপি অ্যান্ড এম এল, পৃষ্ঠপোাষক সহজ.কম এবং পার্টনার ছিল বাংলাদেশ রেলওয়ে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির সময়। এই সময়ে প্রযুক্তির জ্ঞান থেকে দূরে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে।
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
আন্তঃবিশ্ববিদ্যালয় ন্যাশনাল ডাটা এনালাইটিকস প্র্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ডাইনামিক ডিকোডার এবং টিম ডাটা সরুণ। গত ১২ এপ্রিল ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে প্রতিযোগিতায় ১০টি পাবলিক ও ১২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৩৫টি দল প্রতিযোগিতা করে। এতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ডাইনামিক ডিকোডার চ্যাম্পিয়ন এবং একই বিভাগের ডাটা সরুণ দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন মোহাম্মদ মোবাশ্বের হাসান ও মো. জুলকার নাইন এবং রানারআপ দলের সদস্যরা হলেন রাহাত জামান সরকার ও অবদুল্লাহ আল জাবির।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফরর হমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপিরিচালক মো. আফজাল হোসেন, জেনোফেক্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, সহকারী বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম আমিনুলহক ও প্রতিযোগীতার প্রধান বিচারক ড. জাহিদ হাসান। এ আয়োজনের আয়োজক এনএলপি অ্যান্ড এম এল, পৃষ্ঠপোাষক সহজ.কম এবং পার্টনার ছিল বাংলাদেশ রেলওয়ে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির সময়। এই সময়ে প্রযুক্তির জ্ঞান থেকে দূরে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে।