বিটুবি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন পার্টনার প্রিয়শপ তাদের ব্যবসায় সম্প্রসারণে সম্প্রতি রাজধানী ঢাকার গুলশান-বাড্ডায় গ্রিন হাব চালু করেছে। এই নতুন হাব চালুর মাধ্যমে গুলশান, বাড্ডা, বারিধারা ও আশপাশের এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দ্রুত প্রয়োজনীয় ব্র্যান্ডেড পণ্য তাদের দোরগোড়ায় পাবে এবং অনায়াসে তাদের ব্যবসায় এগিয়ে নিতে পারবে।
প্রিয়শপের নতুন হাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়শপের বিনিয়োগকারী সামি রহমান, প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. এহসানুজ্জামান, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় সামি রহমান বলেন, প্রিয়শপের মতো স্টার্টআপগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজীপুর, উত্তরা এবং গুলশান-বাড্ডার নতুন হাব ঘুরে আমি দেখেছি কীভাবে তারা ইউনিলিভার, স্যাভলনের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করে স্থানীয় খুচরা দোকানদারদের প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে, তাদের ব্যবসায় শক্তিশালী করছে এবং নতুন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করছে। তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, ফাইন্যান্স সুবিধা এবং আধুনিক বিজ্ঞাপন পদ্ধতি ছোট ব্যবসায়গুলোর লাভ বাড়াতে ও ব্যবসায় আরও সহজে চালাতে সাহায্য করছে।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেন, গুলশান, বাড্ডা আর বারিধারা এলাকায় আমাদের দোকানদাররা এখন সহজেই গুলশান হাব থেকে নামি ব্র্যান্ডের পণ্য পাবেন। যেখানে আলাদা করে কোনো ঝামেলা বা ডেলিভারি চার্জের চিন্তা নেই। প্রিয়শপ হাজার হাজার ছোট দোকানিদের পাশে দাঁড়িয়ে সহজে পণ্য সরবরাহ করছে, যাতে করে তাদের ব্যবসায় চালানো সহজ হয়।
উল্লেখ্য, প্রিয়শপ ইতোমধ্যে গুলশানসহ ২৫টির বেশি গ্রিন হাব চালু করেছে; এই হাবগুলো ৯৮৮টি রোড ও ৮৯টি থানা কভার করছে। বর্তমানে প্রিয়শপ দেশি-বিদেশি মিলিয়ে ২৭৫টিরও বেশি ব্র্যান্ডকে প্ল্যাটফর্মে যুক্ত করে লক্ষাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে সেবা দিয়ে যাচ্ছে।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
বিটুবি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন পার্টনার প্রিয়শপ তাদের ব্যবসায় সম্প্রসারণে সম্প্রতি রাজধানী ঢাকার গুলশান-বাড্ডায় গ্রিন হাব চালু করেছে। এই নতুন হাব চালুর মাধ্যমে গুলশান, বাড্ডা, বারিধারা ও আশপাশের এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দ্রুত প্রয়োজনীয় ব্র্যান্ডেড পণ্য তাদের দোরগোড়ায় পাবে এবং অনায়াসে তাদের ব্যবসায় এগিয়ে নিতে পারবে।
প্রিয়শপের নতুন হাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়শপের বিনিয়োগকারী সামি রহমান, প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. এহসানুজ্জামান, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় সামি রহমান বলেন, প্রিয়শপের মতো স্টার্টআপগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজীপুর, উত্তরা এবং গুলশান-বাড্ডার নতুন হাব ঘুরে আমি দেখেছি কীভাবে তারা ইউনিলিভার, স্যাভলনের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করে স্থানীয় খুচরা দোকানদারদের প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে, তাদের ব্যবসায় শক্তিশালী করছে এবং নতুন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করছে। তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, ফাইন্যান্স সুবিধা এবং আধুনিক বিজ্ঞাপন পদ্ধতি ছোট ব্যবসায়গুলোর লাভ বাড়াতে ও ব্যবসায় আরও সহজে চালাতে সাহায্য করছে।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেন, গুলশান, বাড্ডা আর বারিধারা এলাকায় আমাদের দোকানদাররা এখন সহজেই গুলশান হাব থেকে নামি ব্র্যান্ডের পণ্য পাবেন। যেখানে আলাদা করে কোনো ঝামেলা বা ডেলিভারি চার্জের চিন্তা নেই। প্রিয়শপ হাজার হাজার ছোট দোকানিদের পাশে দাঁড়িয়ে সহজে পণ্য সরবরাহ করছে, যাতে করে তাদের ব্যবসায় চালানো সহজ হয়।
উল্লেখ্য, প্রিয়শপ ইতোমধ্যে গুলশানসহ ২৫টির বেশি গ্রিন হাব চালু করেছে; এই হাবগুলো ৯৮৮টি রোড ও ৮৯টি থানা কভার করছে। বর্তমানে প্রিয়শপ দেশি-বিদেশি মিলিয়ে ২৭৫টিরও বেশি ব্র্যান্ডকে প্ল্যাটফর্মে যুক্ত করে লক্ষাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে সেবা দিয়ে যাচ্ছে।