স্মার্টফোন মার্কেটে ভিভো ভি৫০ লাইট ইতিমধ্যেই বিশেষ স্থান করে নিয়েছে। গ্রাহকদের প্রতিক্রিয়া এটি ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে শুরু করেছে।
আল্ট্রা স্লিম ডিজাইন: ৭.৭৯ মিমি পুরুত্ব এবং ১৯৬ গ্রাম ওজনের এই ফোনটি দেখতে যেমন পাতলা, তেমনি দেয় প্রিমিয়াম লুক। ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি থাকার পরও ফোনটি শুধু স্লিম নয়, হাতে নিতেও আরামদায়ক। এর হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেম একদিকে যেমন লুকের জন্য দুর্দান্ত, তেমনি ব্যবহারকারীদের দেয় স্টাইলিশ অনুভূতি। মরুভূমির গোধূলির আলোর মত টাইটেনিয়াম গোল্ড এবং রহস্যময় কিন্তু আভিজাত্যের ছোঁয়ায় ফ্যান্টম ব্ল্যাক রঙের ভিভো ভি৫০ লাইট নজর কাড়ছে সবার।
সনির আইএমএক্স৮৮২ সেন্সরের ক্যামেরা: ভিভো ভি৫০ লাইটে রয়েছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরের পারফেক্ট টাচ, সঙ্গে অরা লাইট পোর্র্ট্রেট প্রযুক্তি যা কম আলোতেও স্টুডিও-গ্রেড ছবি তোলে। এই ক্যামেরা প্রযুক্তি সব ধরনের পরিবেশে ফটোগ্রাফির অভিজ্ঞতাকে করে উন্নত। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা। পছন্দের ছবিকে নিখুঁত করতে আছে এআই ইরেজ ২.০ ফিচার, যা দিয়ে মুছে ফেলা যায় ছবিতে থাকা যেকোনো অনাকাক্সিক্ষত বস্তু।
ব্লু লাইট আই কমফোর্ট স্ক্রিনে ডিসপ্লে: ডিভাইসটির অত্যন্ত সরু বেজেল, ৬.৭৭ ইঞ্চির এফএইচডি+ এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ও পো-লেড ২.৫ডি ফ্ল্যাট স্ক্রিনের কারণে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হয় উন্নত। ফলে যেকোনো আলোতেই ভিডিও দেখা বা গেম খেলা হয়ে ওঠে আরও উপভোগ্য ও প্রাণবন্ত। চোখের সুরক্ষার জন্য এতে আছে এসজিএস লো লাইট সার্টিফিকেশন ও ১২০ হার্জ ব্লু লাইট আই কমফোর্ট স্ক্রিন। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার করলেও চোখে কোনো অস্বস্তি সৃষ্টি করবে না।
৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি: ভিভো ভি৫০ লাইট দিচ্ছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তিতে দ্রুত চার্জ হয় ফোনটি, আর রিভার্স চার্জিং সুবিধায় অন্য ডিভাইসেও চার্জ দেওয়া যায়। এতে ইউটিউবে ২৭ ঘণ্টার বেশি ভিডিও দেখা ও ১০ ঘণ্টার বেশি গেম খেলা সম্ভব। এমনকি ১% ব্যাটারিতেও ২৬ মিনিট কথা বলা যায়, আর ৫ বছর পরেও ৮০% ব্যাটারি ক্ষমতার নিশ্চয়তা দিচ্ছে ফোনটি।
স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। এতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা এবং ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স।
ধুলোবালি এবং পানি থেকে সুরক্ষা নিশ্চিত করে ফোনটির আইপি৬৫ রেটিং।
সোমবার, ০৫ মে ২০২৫
স্মার্টফোন মার্কেটে ভিভো ভি৫০ লাইট ইতিমধ্যেই বিশেষ স্থান করে নিয়েছে। গ্রাহকদের প্রতিক্রিয়া এটি ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে শুরু করেছে।
আল্ট্রা স্লিম ডিজাইন: ৭.৭৯ মিমি পুরুত্ব এবং ১৯৬ গ্রাম ওজনের এই ফোনটি দেখতে যেমন পাতলা, তেমনি দেয় প্রিমিয়াম লুক। ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি থাকার পরও ফোনটি শুধু স্লিম নয়, হাতে নিতেও আরামদায়ক। এর হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেম একদিকে যেমন লুকের জন্য দুর্দান্ত, তেমনি ব্যবহারকারীদের দেয় স্টাইলিশ অনুভূতি। মরুভূমির গোধূলির আলোর মত টাইটেনিয়াম গোল্ড এবং রহস্যময় কিন্তু আভিজাত্যের ছোঁয়ায় ফ্যান্টম ব্ল্যাক রঙের ভিভো ভি৫০ লাইট নজর কাড়ছে সবার।
সনির আইএমএক্স৮৮২ সেন্সরের ক্যামেরা: ভিভো ভি৫০ লাইটে রয়েছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরের পারফেক্ট টাচ, সঙ্গে অরা লাইট পোর্র্ট্রেট প্রযুক্তি যা কম আলোতেও স্টুডিও-গ্রেড ছবি তোলে। এই ক্যামেরা প্রযুক্তি সব ধরনের পরিবেশে ফটোগ্রাফির অভিজ্ঞতাকে করে উন্নত। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা। পছন্দের ছবিকে নিখুঁত করতে আছে এআই ইরেজ ২.০ ফিচার, যা দিয়ে মুছে ফেলা যায় ছবিতে থাকা যেকোনো অনাকাক্সিক্ষত বস্তু।
ব্লু লাইট আই কমফোর্ট স্ক্রিনে ডিসপ্লে: ডিভাইসটির অত্যন্ত সরু বেজেল, ৬.৭৭ ইঞ্চির এফএইচডি+ এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ও পো-লেড ২.৫ডি ফ্ল্যাট স্ক্রিনের কারণে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হয় উন্নত। ফলে যেকোনো আলোতেই ভিডিও দেখা বা গেম খেলা হয়ে ওঠে আরও উপভোগ্য ও প্রাণবন্ত। চোখের সুরক্ষার জন্য এতে আছে এসজিএস লো লাইট সার্টিফিকেশন ও ১২০ হার্জ ব্লু লাইট আই কমফোর্ট স্ক্রিন। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার করলেও চোখে কোনো অস্বস্তি সৃষ্টি করবে না।
৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি: ভিভো ভি৫০ লাইট দিচ্ছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তিতে দ্রুত চার্জ হয় ফোনটি, আর রিভার্স চার্জিং সুবিধায় অন্য ডিভাইসেও চার্জ দেওয়া যায়। এতে ইউটিউবে ২৭ ঘণ্টার বেশি ভিডিও দেখা ও ১০ ঘণ্টার বেশি গেম খেলা সম্ভব। এমনকি ১% ব্যাটারিতেও ২৬ মিনিট কথা বলা যায়, আর ৫ বছর পরেও ৮০% ব্যাটারি ক্ষমতার নিশ্চয়তা দিচ্ছে ফোনটি।
স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। এতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা এবং ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স।
ধুলোবালি এবং পানি থেকে সুরক্ষা নিশ্চিত করে ফোনটির আইপি৬৫ রেটিং।