দেশের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ শক্তিশালীকরণ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) গত ৩ মে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পৃথক চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রাজধানীর আগারগাঁও এ অবস্থিত এনএসডিএ সভাকক্ষে গত ৩ মে আয়োজিত অনুষ্ঠানে এনএসডিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, একই লক্ষ্যে বিগত ৪ জুন ২০২৪ তারিখে এনএসডিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের মধ্যেও পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রুয়েট) ডিন অব এএসই অধ্যাপক মোঃ আব্দুল কাদের জিলানী, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং সভাপতিত্বে করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ।
সমঝোতা স্মারকগুলোর আওতায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন শর্টকোর্স, প্রফেশনাল কোর্স, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা প্রশিক্ষণ, এবং দক্ষতা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক চাকরির বাজার জরিপ, সেক্টরভিত্তিক মানবসম্পদ চাহিদা পর্যালোচনা এবং চাকুরির জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
বুধবার, ০৭ মে ২০২৫
দেশের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ শক্তিশালীকরণ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) গত ৩ মে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পৃথক চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রাজধানীর আগারগাঁও এ অবস্থিত এনএসডিএ সভাকক্ষে গত ৩ মে আয়োজিত অনুষ্ঠানে এনএসডিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, একই লক্ষ্যে বিগত ৪ জুন ২০২৪ তারিখে এনএসডিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের মধ্যেও পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রুয়েট) ডিন অব এএসই অধ্যাপক মোঃ আব্দুল কাদের জিলানী, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং সভাপতিত্বে করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ।
সমঝোতা স্মারকগুলোর আওতায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন শর্টকোর্স, প্রফেশনাল কোর্স, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা প্রশিক্ষণ, এবং দক্ষতা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক চাকরির বাজার জরিপ, সেক্টরভিত্তিক মানবসম্পদ চাহিদা পর্যালোচনা এবং চাকুরির জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।