একটি সিভিক-টেক প্ল্যাটফর্ম চালু করলো প্রযুক্তি গবেষণা সংস্থা প্রেনিউর ল্যাব যেখানে তরুণরা সক্রিয়ভাবে নীতি আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব এবং দৃষ্টিভঙ্গির বিশ্লেষন করতে পারবেন।
রিফর্ম বাংলাদেশ শীর্ষক প্ল্যাটফর্মটিতে নীতি পরামর্শ পড়া এবং সমর্থন করা এবং ডিজিটাল-ফার্স্ট সংলাপের সাথে নিজস্ব সংস্কার প্রস্তাব জমা দেওয়ার সুযোগ রয়েছে, বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রায় ২৫০ জনেরও বেশি প্রশিক্ষিত তরুনদের নিয়ে, রিফর্ম বাংলাদেশ (reform.preneurlab.org) নবীন প্রজন্মকে পলিসি অ্যাডভোকেসিতে উৎসাহ প্রদান করছে।
এক বছর আগে ঘটে যাওয়া রক্তক্ষয়ী আন্দোলনের পর বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ১,৪০০+ তরুণ প্রাণ হারিয়েছেন, বহু আহত ও নিখোঁজ। এই আত্মত্যাগকে অর্থবহ করে তুলতে প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্ট শুরু করেছে রিফর্ম বাংলাদেশ। রিফর্ম বাংলাদেশ ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়য়ে এবং একটি ভার্চুয়াল সেশনের মাধ্যমে ২৫০+ তরুণকে প্রশিক্ষণ দিয়েছে।
প্রেনিউর ল্যাবের ট্রাস্টি আরিফ নিজামি এ প্রসঙ্গে বলেন, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক সংযোগ না থাকলেও যেন তরুণদের মতামত সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে পৌঁছায়। এই উদ্যোগকে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, নীতি হ্যাকাথন এবং টাউন হল আয়োজনের মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে যুব ধারণা পৌঁছে দেওয়া সম্ভব হয়। এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে ডিজিটাল ম্যানিফেস্টো ওয়েবসাইট, একটি সিভিক-টেক প্ল্যাটফর্ম যেখানে তরুণরা নীতি প্রস্তাব পড়তে, সমর্থন জানাতে এবং নিজেদের মতামত জমা দিতে পারবেন।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
একটি সিভিক-টেক প্ল্যাটফর্ম চালু করলো প্রযুক্তি গবেষণা সংস্থা প্রেনিউর ল্যাব যেখানে তরুণরা সক্রিয়ভাবে নীতি আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব এবং দৃষ্টিভঙ্গির বিশ্লেষন করতে পারবেন।
রিফর্ম বাংলাদেশ শীর্ষক প্ল্যাটফর্মটিতে নীতি পরামর্শ পড়া এবং সমর্থন করা এবং ডিজিটাল-ফার্স্ট সংলাপের সাথে নিজস্ব সংস্কার প্রস্তাব জমা দেওয়ার সুযোগ রয়েছে, বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রায় ২৫০ জনেরও বেশি প্রশিক্ষিত তরুনদের নিয়ে, রিফর্ম বাংলাদেশ (reform.preneurlab.org) নবীন প্রজন্মকে পলিসি অ্যাডভোকেসিতে উৎসাহ প্রদান করছে।
এক বছর আগে ঘটে যাওয়া রক্তক্ষয়ী আন্দোলনের পর বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ১,৪০০+ তরুণ প্রাণ হারিয়েছেন, বহু আহত ও নিখোঁজ। এই আত্মত্যাগকে অর্থবহ করে তুলতে প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্ট শুরু করেছে রিফর্ম বাংলাদেশ। রিফর্ম বাংলাদেশ ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়য়ে এবং একটি ভার্চুয়াল সেশনের মাধ্যমে ২৫০+ তরুণকে প্রশিক্ষণ দিয়েছে।
প্রেনিউর ল্যাবের ট্রাস্টি আরিফ নিজামি এ প্রসঙ্গে বলেন, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক সংযোগ না থাকলেও যেন তরুণদের মতামত সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে পৌঁছায়। এই উদ্যোগকে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, নীতি হ্যাকাথন এবং টাউন হল আয়োজনের মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে যুব ধারণা পৌঁছে দেওয়া সম্ভব হয়। এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে ডিজিটাল ম্যানিফেস্টো ওয়েবসাইট, একটি সিভিক-টেক প্ল্যাটফর্ম যেখানে তরুণরা নীতি প্রস্তাব পড়তে, সমর্থন জানাতে এবং নিজেদের মতামত জমা দিতে পারবেন।