তথ্যের সুরক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদন্ড ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস) এর সফল বাস্তবায়নের জন্য সম্মানজনক আইএসও সনদ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।
এ সনদ প্রদানে বাংলালিংকের পরিচালন কাঠামো, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার কঠোর মূল্যায়ন করা হয়। প্রতিষ্ঠানটি তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে ৬০টিরও বেশি নীতিমালা বাস্তবায়ন করেছে। পাশাপাশি, বাংলালিংকের সার্বক্ষণিক (২৪/৭) মনিটরিং ব্যবস্থার মধ্যে রয়েছে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (এনওসি) ও সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) থেকে রিয়েল-টাইম নজরদারি ও তদারকি ব্যবস্থা, যার মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা, স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা হয়।
এ সনদ অর্জন নিয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টার্কার বলেন, গ্রাহকদের সবচেয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের যাত্রায় এক নতুন অধ্যায় যুক্ত করেছে আইএসও সনদ। এই অর্জন আমাদের এক দশকেরও বেশি সময়ের নিরলস শ্রমের স্বীকৃতি। বাংলালিংক শুধুমাত্র নিজেদের নেটওয়ার্কই নয়, গ্রাহকদের আস্থা সুরক্ষিত রাখতেও প্রতিশ্রুতিবদ্ধ। এই সনদ কেবল প্রযুক্তিগত অর্জন নয়, এটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
তথ্যের সুরক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদন্ড ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস) এর সফল বাস্তবায়নের জন্য সম্মানজনক আইএসও সনদ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।
এ সনদ প্রদানে বাংলালিংকের পরিচালন কাঠামো, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার কঠোর মূল্যায়ন করা হয়। প্রতিষ্ঠানটি তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে ৬০টিরও বেশি নীতিমালা বাস্তবায়ন করেছে। পাশাপাশি, বাংলালিংকের সার্বক্ষণিক (২৪/৭) মনিটরিং ব্যবস্থার মধ্যে রয়েছে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (এনওসি) ও সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) থেকে রিয়েল-টাইম নজরদারি ও তদারকি ব্যবস্থা, যার মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা, স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা হয়।
এ সনদ অর্জন নিয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টার্কার বলেন, গ্রাহকদের সবচেয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের যাত্রায় এক নতুন অধ্যায় যুক্ত করেছে আইএসও সনদ। এই অর্জন আমাদের এক দশকেরও বেশি সময়ের নিরলস শ্রমের স্বীকৃতি। বাংলালিংক শুধুমাত্র নিজেদের নেটওয়ার্কই নয়, গ্রাহকদের আস্থা সুরক্ষিত রাখতেও প্রতিশ্রুতিবদ্ধ। এই সনদ কেবল প্রযুক্তিগত অর্জন নয়, এটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।