ফিচার ফোনেই এখন মিলছে স্মার্টফোনের স্বাদ। সাথে ফোর-জি নেটওয়ার্ক সহ আরও কিছু বাড়তি সুবিধা। বাংলাদেশে বাজারে ফোরজি ফিচার ক্লাউড ফোন আর২৪ নিয়ে এলো দেশীয় ব্র্যান্ড এক্সট্রা। ফোনটির নির্মাতা বাংলাদেশের প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। ২ হাজার ৪৯৯ টাকার এই ফোনে রয়েছে ২ জিবি পর্যন্ত ডাটা স্টোরেজ সক্ষমতা। একটি মডেলে চারটি রঙে বাজারে এসেছে সেলেক্সট্রার এই ফোর-জি ফিচার ফোন।
এক্সট্রা আর২৪ ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া বাটন। ফোনের মূল বাটনগুলোর মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের জন্য পৃথক বাটন রয়েছে, যেগুলো একবার প্রেস করলেই ব্যবহারকারী সরাসরি তাদের নিজস্ব আইডিতে চলে যাবেন।
মোবাইল সেটের সঙ্গে রয়েছে রবির বান্ডল প্যাকেজ। এই অফারে থাকছে ৭ দিনের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট এবং মাসভিত্তিক স্পেশাল অফার যা ছয় মাস পর্যন্ত সচল থাকবে। রবির নতুন ও পুরোনো গ্রাহকদের জন্য এই অফারগুলো প্রযোজ্য।
রবি আজিয়াটা পিএলসি’র হেড অফ কমার্শিয়াল পার্টনারশিপস মোঃ সানজিদ হোসেন এ প্রসঙ্গে বলেন, এক্সট্রা ব্র্যান্ডের অধীনে বাংলাদেশের প্রথম কি এনাবলড ফোরজি ক্লাউড ফোনের উদ্বোধন ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
ফোনটি সম্পর্কে সেলেক্সট্রা লিমিটেডের হেড অফ সেলস মামুন খান বলেন, প্রযুক্তির সহজলভ্যতা ও সাশ্রয়ের দিক থেকে গ্রাহকদের জন্য একটি অনন্য উপহার। এছাড়া, ফোনটির সঙ্গে দেওয়া হচ্ছে ১০০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের আফটার সেলস সার্ভিস।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
ফিচার ফোনেই এখন মিলছে স্মার্টফোনের স্বাদ। সাথে ফোর-জি নেটওয়ার্ক সহ আরও কিছু বাড়তি সুবিধা। বাংলাদেশে বাজারে ফোরজি ফিচার ক্লাউড ফোন আর২৪ নিয়ে এলো দেশীয় ব্র্যান্ড এক্সট্রা। ফোনটির নির্মাতা বাংলাদেশের প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। ২ হাজার ৪৯৯ টাকার এই ফোনে রয়েছে ২ জিবি পর্যন্ত ডাটা স্টোরেজ সক্ষমতা। একটি মডেলে চারটি রঙে বাজারে এসেছে সেলেক্সট্রার এই ফোর-জি ফিচার ফোন।
এক্সট্রা আর২৪ ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া বাটন। ফোনের মূল বাটনগুলোর মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের জন্য পৃথক বাটন রয়েছে, যেগুলো একবার প্রেস করলেই ব্যবহারকারী সরাসরি তাদের নিজস্ব আইডিতে চলে যাবেন।
মোবাইল সেটের সঙ্গে রয়েছে রবির বান্ডল প্যাকেজ। এই অফারে থাকছে ৭ দিনের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট এবং মাসভিত্তিক স্পেশাল অফার যা ছয় মাস পর্যন্ত সচল থাকবে। রবির নতুন ও পুরোনো গ্রাহকদের জন্য এই অফারগুলো প্রযোজ্য।
রবি আজিয়াটা পিএলসি’র হেড অফ কমার্শিয়াল পার্টনারশিপস মোঃ সানজিদ হোসেন এ প্রসঙ্গে বলেন, এক্সট্রা ব্র্যান্ডের অধীনে বাংলাদেশের প্রথম কি এনাবলড ফোরজি ক্লাউড ফোনের উদ্বোধন ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
ফোনটি সম্পর্কে সেলেক্সট্রা লিমিটেডের হেড অফ সেলস মামুন খান বলেন, প্রযুক্তির সহজলভ্যতা ও সাশ্রয়ের দিক থেকে গ্রাহকদের জন্য একটি অনন্য উপহার। এছাড়া, ফোনটির সঙ্গে দেওয়া হচ্ছে ১০০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের আফটার সেলস সার্ভিস।