তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

image

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

শিশুদের মধ্যে কৌতূহল, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতা গড়ে তুলতে মহাকাশ বিজ্ঞান, স্পেস রোবটিক্স, প্রযুক্তি ও উদ্ভাবন, সৌরজগৎ, গ্যালাক্সি, প্রোগ্রামিং ও কসমোলজির মতো বিষয়গুলোকে ঘিরে স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হলো ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’। ৬-৯, ১০-১২ এবং ১৩-১৪ বছর বয়সি ছাত্র-ছাত্রীরা তিনটি গ্রুপে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

গত ১ আগস্ট ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজনের সমাপনী অনুষ্ঠানে তিন গ্রুপের ৯ জনকে পুরস্কৃত করার পাশপাশি ১ জনকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে সারাদেশ থেকে ১০০ জন্য ক্রু মেম্বার ফাইনাল এক্সামে অংশগ্রহণ করেন।

৬-৯ বছর ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন ইংলিশ একাডেমি শরীয়তপুর থেকে কে আর অহনা। রানার্স আপ হয়েছেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা থেকে জাদিদা জাওয়াদ ত্রানা এবং ২য় রানার্স আপ হয়েছেন নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম থেকে মোহাম্মাদ আয়মান আদিল।

১০-১২ বছর ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন হলিক্রস গার্লস হাই স্কুল থেকে শ্রাগভী দাস সইলি। রানার্স আপ হয়েছেন গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল সিলেট থেকে ওয়ারেশা রাহমান এবং ২য় রানার্স আপ হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা থেকে রাইসা আমিন।

১৩-১৪ বছর ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন এন আলম মেরিট কেয়ার স্কুল নারায়ণগঞ্জ থেকে আমিনুর রহমান সাজিম। রানার্স আপ হয়েছেন নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা থেকে জারিফ মাহমুদ এবং ২য় রানার্স আপ হয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ থেকে লিদিকা রাহমান।

এ বছর সেরাদের মধ্য থেকে সেরা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ইংলিশ একাডেমি শরীয়তপুর থেকে কে আর অহনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতের বিশ^ গড়ার নেতৃত্ব থাকবে আজকের ক্ষুদে বিজ্ঞানীদের হাতে। তাদের মেধা, কল্পনা ও উদ্ভাবনী চিন্তাই আমাদের আগামী দিনের শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিকে শিশুরা যদি আনন্দের সঙ্গে শিখতে পারে, তবে তাদের শেখা হবে আরও কার্যকর ও গভীর। মহাকাশ বিজ্ঞানের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’ একটি যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের বিজ্ঞান শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মুনির হোসেন। তিনি বলেন, শিশু-কিশোরদের জ্ঞান-বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। তারা এখানে হাতে-কলমে শিখছে, নতুন ধারণা সম্পর্কে জানতে পারছে, যা তাদের একাডেমিক অগ্রগতিকেও ত্বরান্বিত করবে। স্পেস ইনোভেশন ক্যাম্পের এই ধরনের বিজ্ঞানভিত্তিক উদ্যোগে আমরা যুক্ত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো।

স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, আমাদের শিশু-কিশোররাই আগামী দিনের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশের নির্মাতা। তাদের কল্পনা, জিজ্ঞাসা এবং উদ্ভাবনী ক্ষমতাকে জাগ্রত করতেই আমাদের এই ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’ আয়োজন। ভবিষ্যতেও আমরা দেশের শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও মহাকাশ বিষয়ক কৌতূহল ছড়িয়ে দিতে কাজ করে যাব।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

» ২০২৫ সালে প্রতিদিন ৫ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি

» বিকাশে কন্টাক্টলেস এনএফসি পেমেন্ট

» দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি

» টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা

» ডিজিটাল অধিকার বিষয়ক জনসংলাপ অনুষ্ঠিত

» বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার

» বৈদ্যুতিক যানের প্রসারে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও গ্লাফিট

» বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬

» আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়

» বাজারে লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড প্রো ৫আই

» মাস্টারকার্ড উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫-২৬ এর ঘোষণা

» বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস

» ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

» ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫

» নতুন ব্র্যান্ড পরিচয়ে বাংলালিংক

» পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ

» কৃষকদের আর্থিক ব্যবস্থাপনায় ব্র্যাক ও বিকাশের কর্মশালা

» আইটি খাতে দক্ষ মানবসম্পদ গড়তে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জরুরী: বেসিস প্রশাসক

» সিঙ্গাপুরে শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক ফাইনাল

» বাংলাদেশে অপোর প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু