প্রযুক্তি জগতে বহুল প্রতীক্ষিত জিপিটি-৫ উন্মোচন করেছে ওপেনএআই। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এখন থেকেই ব্যবহার করা যাবে এবং বিনামূল্যের ব্যবহারকারীরাও এর সুবিধা পাবেন। ওপেনএআই দাবি করছে, এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত মডেল, যা কোড লেখা, কনটেন্ট তৈরি, নিরাপত্তা, নির্ভুলতা ও ব্যবহারকারীর নির্দেশনা বুঝে কাজ করার ক্ষেত্রে আগের যেকোনো সংস্করণের চেয়ে অনেক বেশি দক্ষ।
সংবাদ সম্মেলনে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেন, “জিপিটি-৫ ব্যবহার করলে মনে হবে, আপনি যেন একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।” বছরের শুরুতে তিনি যে ‘একীভূত অভিজ্ঞতা’ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন মডেলটি সেটি পূরণ করেছে বলে উল্লেখ করেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, প্রথমবারের মতো ডিফল্ট সিস্টেমে যুক্ত হয়েছে একটি উন্নত রিজনিং মডেল, যা জটিল সমস্যা ধাপে ধাপে বিশ্লেষণ করে সমাধান দিতে সক্ষম।
আগে বিনামূল্যের ব্যবহারকারীদের শক্তিশালী রিজনিং মডেল ব্যবহার করতে ‘থিংক লংগার’ অপশন চালু করতে হতো, যা অনেকেই জানতেন না। কিন্তু জিপিটি-৫ অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করেছে। নতুন মডেলটি তিনটি সংস্করণে পাওয়া যাবে—জিপিটি-৫ মিনি, যা মূল মডেলের সীমা ছাড়ালে চালু হয়; জিপিটি-৫ প্রো, যা মাসিক ২০০ ডলারের ‘প্রো প্ল্যান’ গ্রাহকদের জন্য; এবং মূল জিপিটি-৫।
যুক্তিনির্ভর প্রশ্নে এটি আগের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। আগের ফ্ল্যাগশিপ মডেল ও৩-এর তুলনায় জিপিটি-৫ দ্রুত ও কার্যকর, এবং তথাকথিত ‘হ্যালুসিনেশন’-এর হার প্রায় ৮০ শতাংশ কমিয়েছে। এআই প্রযুক্তিতে ভুল তথ্য কমানোর এ সক্ষমতাকে বিশেষজ্ঞরা বড় অগ্রগতি হিসেবে দেখছেন।
নিরাপত্তার ক্ষেত্রেও জিপিটি-৫ এখন পর্যন্ত সবচেয়ে উন্নত মডেল বলে দাবি করেছে ওপেনএআই। এতে যুক্ত হয়েছে ‘সেইফ কমপ্লেশনস’ ফিচার, যা বিতর্কিত বা সংবেদনশীল প্রশ্নে আরও সতর্ক ও ভারসাম্যপূর্ণ উত্তর দেয়। ওপেনএআইয়ের সেইফটি রিসার্চ প্রধান অ্যালেক্স বিউটেল বলেন, এখন মডেলটি জটিল ও সম্ভাব্য ক্ষতিকর প্রশ্নেও এমন উত্তর দেয়, যা সহায়ক হলেও অপব্যবহারের সুযোগ কম থাকে।
স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নে জিপিটি-৫ আগের চেয়ে বেশি দক্ষ, যা উদ্বেগজনক বিষয় শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে এবং ব্যবহারকারীর জ্ঞানস্তর অনুযায়ী সঠিক উত্তর দেয়। লেখালেখির ক্ষেত্রেও উন্নতি এনে এটি খসড়া লেখাকে আরও আকর্ষণীয় ও প্রভাবশালী কনটেন্টে রূপান্তর করতে সক্ষম।
নতুন আপডেটে চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে অতিরিক্ত ফিচার—চ্যাটিং উইন্ডোর রং পরিবর্তনের সুযোগ, জিমেইল, গুগল ক্যালেন্ডার ও গুগল কনটাক্টস সংযোগের সুবিধা (প্রথমে প্রো গ্রাহকদের জন্য), এবং কাস্টম ইনস্ট্রাকশন প্যানেলে চারটি নতুন প্রি-সেট পার্সোনালিটি—সাইনিক, রোবট, লিসেনার ও নার্ড। এগুলো রিসার্চ প্রিভিউ হিসেবে দেওয়া হচ্ছে এবং ব্যবহারকারীরা সহজেই পরিবর্তন বা বন্ধ করতে পারবেন।
শনিবার, ০৯ আগস্ট ২০২৫
প্রযুক্তি জগতে বহুল প্রতীক্ষিত জিপিটি-৫ উন্মোচন করেছে ওপেনএআই। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এখন থেকেই ব্যবহার করা যাবে এবং বিনামূল্যের ব্যবহারকারীরাও এর সুবিধা পাবেন। ওপেনএআই দাবি করছে, এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত মডেল, যা কোড লেখা, কনটেন্ট তৈরি, নিরাপত্তা, নির্ভুলতা ও ব্যবহারকারীর নির্দেশনা বুঝে কাজ করার ক্ষেত্রে আগের যেকোনো সংস্করণের চেয়ে অনেক বেশি দক্ষ।
সংবাদ সম্মেলনে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেন, “জিপিটি-৫ ব্যবহার করলে মনে হবে, আপনি যেন একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।” বছরের শুরুতে তিনি যে ‘একীভূত অভিজ্ঞতা’ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন মডেলটি সেটি পূরণ করেছে বলে উল্লেখ করেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, প্রথমবারের মতো ডিফল্ট সিস্টেমে যুক্ত হয়েছে একটি উন্নত রিজনিং মডেল, যা জটিল সমস্যা ধাপে ধাপে বিশ্লেষণ করে সমাধান দিতে সক্ষম।
আগে বিনামূল্যের ব্যবহারকারীদের শক্তিশালী রিজনিং মডেল ব্যবহার করতে ‘থিংক লংগার’ অপশন চালু করতে হতো, যা অনেকেই জানতেন না। কিন্তু জিপিটি-৫ অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করেছে। নতুন মডেলটি তিনটি সংস্করণে পাওয়া যাবে—জিপিটি-৫ মিনি, যা মূল মডেলের সীমা ছাড়ালে চালু হয়; জিপিটি-৫ প্রো, যা মাসিক ২০০ ডলারের ‘প্রো প্ল্যান’ গ্রাহকদের জন্য; এবং মূল জিপিটি-৫।
যুক্তিনির্ভর প্রশ্নে এটি আগের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। আগের ফ্ল্যাগশিপ মডেল ও৩-এর তুলনায় জিপিটি-৫ দ্রুত ও কার্যকর, এবং তথাকথিত ‘হ্যালুসিনেশন’-এর হার প্রায় ৮০ শতাংশ কমিয়েছে। এআই প্রযুক্তিতে ভুল তথ্য কমানোর এ সক্ষমতাকে বিশেষজ্ঞরা বড় অগ্রগতি হিসেবে দেখছেন।
নিরাপত্তার ক্ষেত্রেও জিপিটি-৫ এখন পর্যন্ত সবচেয়ে উন্নত মডেল বলে দাবি করেছে ওপেনএআই। এতে যুক্ত হয়েছে ‘সেইফ কমপ্লেশনস’ ফিচার, যা বিতর্কিত বা সংবেদনশীল প্রশ্নে আরও সতর্ক ও ভারসাম্যপূর্ণ উত্তর দেয়। ওপেনএআইয়ের সেইফটি রিসার্চ প্রধান অ্যালেক্স বিউটেল বলেন, এখন মডেলটি জটিল ও সম্ভাব্য ক্ষতিকর প্রশ্নেও এমন উত্তর দেয়, যা সহায়ক হলেও অপব্যবহারের সুযোগ কম থাকে।
স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নে জিপিটি-৫ আগের চেয়ে বেশি দক্ষ, যা উদ্বেগজনক বিষয় শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে এবং ব্যবহারকারীর জ্ঞানস্তর অনুযায়ী সঠিক উত্তর দেয়। লেখালেখির ক্ষেত্রেও উন্নতি এনে এটি খসড়া লেখাকে আরও আকর্ষণীয় ও প্রভাবশালী কনটেন্টে রূপান্তর করতে সক্ষম।
নতুন আপডেটে চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে অতিরিক্ত ফিচার—চ্যাটিং উইন্ডোর রং পরিবর্তনের সুযোগ, জিমেইল, গুগল ক্যালেন্ডার ও গুগল কনটাক্টস সংযোগের সুবিধা (প্রথমে প্রো গ্রাহকদের জন্য), এবং কাস্টম ইনস্ট্রাকশন প্যানেলে চারটি নতুন প্রি-সেট পার্সোনালিটি—সাইনিক, রোবট, লিসেনার ও নার্ড। এগুলো রিসার্চ প্রিভিউ হিসেবে দেওয়া হচ্ছে এবং ব্যবহারকারীরা সহজেই পরিবর্তন বা বন্ধ করতে পারবেন।