ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর আয়োজনে ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর আর্থিক সহযোগিতায় আগামী ২৭—৩০ মে ২০২২ কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ (চার) দিনব্যাপি কনফারেন্স ও প্রশিক্ষণ কর্মশালা। একই সাথে উদ্বোধন হবে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)ও আইএসপিএবি এর অর্থায়নে আন্তজার্তিক মানের একটি প্রশিক্ষণ ল্যাব।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ ল্যাব ও কর্মশালা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপিসি এর কোঅর্ডিনেটর মোঃ আব্দুর রহিম।
আইএসপিএবি সভাপতি মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভূঁঞা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি নাজমুল ইসলাম ও বিজয় ডিজিটাল এর সিইও জেসমিন জুঁই। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন আইএসপিএবি সিনিয়র সহ—সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সহ—সভাপতি মোঃ আনোয়ারুল আজিম, যুগ্ম-মহাসচিব মোঃ আব্দুল কাইউম রাশেদ, যুগ্ম—মহাসচিব—০১ মোহাম্মদ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, পরিচালক মাহবুব আলম, মোঃ জাকির হোসাইন, সাকিফ আহমেদ, এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ও মোঃ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে দেশের প্রায় চার শত ইন্টারনেট প্রকৌশলী, নেটওয়ার্ক বিশেষজ্ঞ, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ, ইন্টারনেট ব্যবসায়ীগণ অংশগ্রহণ করবেন বলে আশা করছে আইএসপিএবি। আয়োজনটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ২৭ মে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ল্যাবের উদ্বোধন ও কনফারেন্স অনুষ্ঠিত হবে। ২৮—৩০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশীয় এবং বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে রিসোর্স পার্সনরা তিন দিনব্যাপি কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালার ট্র্যাক দুটি হচ্ছে: এডভ্যান্স রাউটিং অন মাইক্রোটিক এন্ড সিকিউরিটি এসেনশিয়ালস এবং মেক উইর নেটওয়ার্ক রোবাস্ট, ইফেসিয়েন্ট এন্ড সিকিউরড উইথ জুনিপার।
মঙ্গলবার, ২৪ মে ২০২২
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর আয়োজনে ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর আর্থিক সহযোগিতায় আগামী ২৭—৩০ মে ২০২২ কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ (চার) দিনব্যাপি কনফারেন্স ও প্রশিক্ষণ কর্মশালা। একই সাথে উদ্বোধন হবে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)ও আইএসপিএবি এর অর্থায়নে আন্তজার্তিক মানের একটি প্রশিক্ষণ ল্যাব।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ ল্যাব ও কর্মশালা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপিসি এর কোঅর্ডিনেটর মোঃ আব্দুর রহিম।
আইএসপিএবি সভাপতি মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভূঁঞা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি নাজমুল ইসলাম ও বিজয় ডিজিটাল এর সিইও জেসমিন জুঁই। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন আইএসপিএবি সিনিয়র সহ—সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সহ—সভাপতি মোঃ আনোয়ারুল আজিম, যুগ্ম-মহাসচিব মোঃ আব্দুল কাইউম রাশেদ, যুগ্ম—মহাসচিব—০১ মোহাম্মদ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, পরিচালক মাহবুব আলম, মোঃ জাকির হোসাইন, সাকিফ আহমেদ, এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ও মোঃ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে দেশের প্রায় চার শত ইন্টারনেট প্রকৌশলী, নেটওয়ার্ক বিশেষজ্ঞ, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ, ইন্টারনেট ব্যবসায়ীগণ অংশগ্রহণ করবেন বলে আশা করছে আইএসপিএবি। আয়োজনটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ২৭ মে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ল্যাবের উদ্বোধন ও কনফারেন্স অনুষ্ঠিত হবে। ২৮—৩০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশীয় এবং বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে রিসোর্স পার্সনরা তিন দিনব্যাপি কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালার ট্র্যাক দুটি হচ্ছে: এডভ্যান্স রাউটিং অন মাইক্রোটিক এন্ড সিকিউরিটি এসেনশিয়ালস এবং মেক উইর নেটওয়ার্ক রোবাস্ট, ইফেসিয়েন্ট এন্ড সিকিউরড উইথ জুনিপার।