মাইক্রোসফট সমর্থিত এআই চ্যাটবট চ্যাটজিপিটি গত বছর জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে প্রযুক্তি বিশ্বে ঝড় তুলেছে। এরপরেই গুগল ঘোষণা করেছে তাদের এআই চ্যাটবট বার্ড এর নাম। নতুন কী থাকছে গুগলের এআই চ্যাটবট বার্ডে এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
গুগলের বার্ডের ভিত্তি হল এলএএমডিএ। এটি ডায়ালগ অ্যাপ্লিকেশন সিস্টেমের ভাষা মডেল ফর্ম।
গুগলের সিইও সুন্দর পিচাই একটি ব্লগপোস্টের মাধ্যমে জানিয়েছেন, বার্ড ভাষা মডেল, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানকে একত্রিত করবে।
বার্ড নতুন এবং উচ্চমানের প্রতিক্রিয়া প্রদান করতে ওয়েব থেকে তথ্য সংগ্রহ করে। ফলে এই এআই টুলটি ‘আপ টু ডেট রেসপন্স’ জেনারেট করতে পারে। যা চ্যাটজিটিপি এখনও পারে না।
এছাড়াও গুগলের এই নতুন পরিষেবা আরও অনেক কিছু করতে সক্ষম হবে। গুগলের দাবি, এটি নিজেই একটি পার্টি পরিকল্পনা করার জন্য টিপস দিতে পারবে, ফ্রিজে কী কী খাবার আছে এর ওপর ভিত্তি করে কী রেসিপি রান্না করা যাবে সে পরামর্শও দিতে পারবে।
সুন্দর পিচাই আরো জানান, বার্ড সৃজনশীলতার একটি আউটলেট এবং কৌতূহলের জন্য একটি লঞ্চপ্যাড হতে পারে।
চ্যাটবটটি জটিল বিষয়গুলো সহজে ব্যাখ্যা করতে পারবে। উদাহরণস্বরূপ, মহাকাশের আবিষ্কারকে এমন ভাবে ব্যাখ্যা করবে, যা শিশুরাও তা বুঝতে পারবে।
যেহেতু নতুন এই পরিষেবা এখনও সর্বজনীন করা হয়নি। তাই সাধারণ ব্যবহারকারীরা এখনই এর জন্য সাইন আপ করতে পারবেন না।
পিচাই জানিয়েছেন, প্রাথমিক ভাবে নির্বাচিত কিছু মানুষ এটি ব্যবহার করতে পারবেন। পরে এটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
মাইক্রোসফট সমর্থিত এআই চ্যাটবট চ্যাটজিপিটি গত বছর জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে প্রযুক্তি বিশ্বে ঝড় তুলেছে। এরপরেই গুগল ঘোষণা করেছে তাদের এআই চ্যাটবট বার্ড এর নাম। নতুন কী থাকছে গুগলের এআই চ্যাটবট বার্ডে এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
গুগলের বার্ডের ভিত্তি হল এলএএমডিএ। এটি ডায়ালগ অ্যাপ্লিকেশন সিস্টেমের ভাষা মডেল ফর্ম।
গুগলের সিইও সুন্দর পিচাই একটি ব্লগপোস্টের মাধ্যমে জানিয়েছেন, বার্ড ভাষা মডেল, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানকে একত্রিত করবে।
বার্ড নতুন এবং উচ্চমানের প্রতিক্রিয়া প্রদান করতে ওয়েব থেকে তথ্য সংগ্রহ করে। ফলে এই এআই টুলটি ‘আপ টু ডেট রেসপন্স’ জেনারেট করতে পারে। যা চ্যাটজিটিপি এখনও পারে না।
এছাড়াও গুগলের এই নতুন পরিষেবা আরও অনেক কিছু করতে সক্ষম হবে। গুগলের দাবি, এটি নিজেই একটি পার্টি পরিকল্পনা করার জন্য টিপস দিতে পারবে, ফ্রিজে কী কী খাবার আছে এর ওপর ভিত্তি করে কী রেসিপি রান্না করা যাবে সে পরামর্শও দিতে পারবে।
সুন্দর পিচাই আরো জানান, বার্ড সৃজনশীলতার একটি আউটলেট এবং কৌতূহলের জন্য একটি লঞ্চপ্যাড হতে পারে।
চ্যাটবটটি জটিল বিষয়গুলো সহজে ব্যাখ্যা করতে পারবে। উদাহরণস্বরূপ, মহাকাশের আবিষ্কারকে এমন ভাবে ব্যাখ্যা করবে, যা শিশুরাও তা বুঝতে পারবে।
যেহেতু নতুন এই পরিষেবা এখনও সর্বজনীন করা হয়নি। তাই সাধারণ ব্যবহারকারীরা এখনই এর জন্য সাইন আপ করতে পারবেন না।
পিচাই জানিয়েছেন, প্রাথমিক ভাবে নির্বাচিত কিছু মানুষ এটি ব্যবহার করতে পারবেন। পরে এটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।