বাংলাদেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে এফেরেসিস সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় বিএসএমএমইউতে দিবসটি উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ক্লাস রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রতিটি দিবসের উদ্দেশ্য থাকে জনসচেতনতা সৃষ্টি করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ অক্টোবর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ উদ্বোধন করেছিলেন।
‘বঙ্গবন্ধু জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। একই ভাবনা থেকে তিনি রক্ত নিয়ে গবেষণায় জোর দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিএসএসএমইউ’র শিক্ষক ও শিক্ষার্থীরা রক্ত নিয়ে অনেক গবেষণা করে চলেছেন। ফলে রক্তের মাধ্যমে বর্তমানে অনেক জটিল রোগের সেবা বাংলাদেশেই দেয়া সম্ভব হচ্ছে।’
মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘রক্তদানে কোনো ক্ষতি নেই। বরং রক্ত দিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে রক্তদানের ক্ষেত্রে নিরাপদ রক্ত সঞ্চালনের বিষয়টিও মনে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিরাপদ রক্তদানের আধুনিক ব্যবস্থা রয়েছে।’
অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম বলেন, ‘ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে বিভাগে আরও অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা যোগ করা হচ্ছে। সে সুবাদে রক্তরোগে আক্রান্ত কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, গবেষণা সহকারী ডা. খান আনিসুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. ফিরোজা বেগম, ডা. সুর্বণা সাহা, ব্লাড প্রোগ্রাম অফিসার ডা. নাদিয়া শারমিন তৃষা, কাউন্সিলর ও মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস, চিফ রেসিডেন্ট ডা. খাদিজাতুল কোবরা, সিনিয়র রেসিডেন্ট ডা. মেহেদী হাসান, ডা. রনি রায় প্রমুখ।
এছাড়াও ছাত্র-ছাত্রী, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে কর্মরত কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের এফেরেসিস ইউনিটে ১০ বছর ধরে এফেরেসিস প্লাটিলেট সেবা দেয়া হচ্ছে। এই বিভাগ থেকে করোনা মহামারির সময়ে কনভালেসেন্ট প্লাজমা সংগ্রহ করে তা কোভিড-১৯ চিকিৎসার জন্য সরবরাহ করা হয়েছে। এছাড়া বন্ধ্যাত্বসহ অন্যান্য রোগে আক্রান্তদের জন্য স্টেম সেল সংগ্রহ এবং চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে এফেরেসিস সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় বিএসএমএমইউতে দিবসটি উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ক্লাস রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রতিটি দিবসের উদ্দেশ্য থাকে জনসচেতনতা সৃষ্টি করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ অক্টোবর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ উদ্বোধন করেছিলেন।
‘বঙ্গবন্ধু জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। একই ভাবনা থেকে তিনি রক্ত নিয়ে গবেষণায় জোর দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিএসএসএমইউ’র শিক্ষক ও শিক্ষার্থীরা রক্ত নিয়ে অনেক গবেষণা করে চলেছেন। ফলে রক্তের মাধ্যমে বর্তমানে অনেক জটিল রোগের সেবা বাংলাদেশেই দেয়া সম্ভব হচ্ছে।’
মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘রক্তদানে কোনো ক্ষতি নেই। বরং রক্ত দিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে রক্তদানের ক্ষেত্রে নিরাপদ রক্ত সঞ্চালনের বিষয়টিও মনে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিরাপদ রক্তদানের আধুনিক ব্যবস্থা রয়েছে।’
অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম বলেন, ‘ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে বিভাগে আরও অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা যোগ করা হচ্ছে। সে সুবাদে রক্তরোগে আক্রান্ত কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, গবেষণা সহকারী ডা. খান আনিসুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. ফিরোজা বেগম, ডা. সুর্বণা সাহা, ব্লাড প্রোগ্রাম অফিসার ডা. নাদিয়া শারমিন তৃষা, কাউন্সিলর ও মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস, চিফ রেসিডেন্ট ডা. খাদিজাতুল কোবরা, সিনিয়র রেসিডেন্ট ডা. মেহেদী হাসান, ডা. রনি রায় প্রমুখ।
এছাড়াও ছাত্র-ছাত্রী, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে কর্মরত কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের এফেরেসিস ইউনিটে ১০ বছর ধরে এফেরেসিস প্লাটিলেট সেবা দেয়া হচ্ছে। এই বিভাগ থেকে করোনা মহামারির সময়ে কনভালেসেন্ট প্লাজমা সংগ্রহ করে তা কোভিড-১৯ চিকিৎসার জন্য সরবরাহ করা হয়েছে। এছাড়া বন্ধ্যাত্বসহ অন্যান্য রোগে আক্রান্তদের জন্য স্টেম সেল সংগ্রহ এবং চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে।