বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত বিধিনিষেধে কোনও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। রোববার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মার্কিন ভিসানীতি প্রয়োগে পুলিশের কাজের গতি কমবে না জানিয়ে তিনি বলেন, আমেরিকার ভিসানীতি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর আরোপ করা হয়েছে, তবে তারা কারা তা জানি না। যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না।
পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিসানীতির কারণে দায়িত্ব পালনে কোনও ব্যাঘাত ঘটবে না।
রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত বিধিনিষেধে কোনও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। রোববার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মার্কিন ভিসানীতি প্রয়োগে পুলিশের কাজের গতি কমবে না জানিয়ে তিনি বলেন, আমেরিকার ভিসানীতি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর আরোপ করা হয়েছে, তবে তারা কারা তা জানি না। যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না।
পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিসানীতির কারণে দায়িত্ব পালনে কোনও ব্যাঘাত ঘটবে না।