বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষন করতে জাপানসহ বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগ মহাপরিচালক সেহেলী সাবরীন।
আজ রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারত, প্যালেস্টাইন, ওআইসি ও আরব লীগ সংসদ থেকে পর্যবেক্ষক আসবে। এছাড়া জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পর্যবেক্ষণের আসার আগ্রহ প্রকাশ করেছে।’
এরমধ্যে ভারত থেকে তিন জন ও প্যালেস্টাইন থেকে ছয় জন আসবেন। প্যালেস্টাইনের ক্ষেত্রে বাইরে থেকেও আসবে এবং এখানকার দূতাবাসের লোক থাকবে। জাপান থেকে ১৬ জনের আসার একটি তালিকা আছে। এছাড়া আরব লীগ সংসদ ও ওআইসি থেকে কত জন আসবে সে তথ্য এখনও পাওয়া যায়নি বলে তিনি জানান।
সেহেলী সাবরীন জানান, ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
তিনি বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল ৩০ নভেম্বর অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলামের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটি গত ৩ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিশনের সদস্যদের আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।
রোববার, ১০ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষন করতে জাপানসহ বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগ মহাপরিচালক সেহেলী সাবরীন।
আজ রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারত, প্যালেস্টাইন, ওআইসি ও আরব লীগ সংসদ থেকে পর্যবেক্ষক আসবে। এছাড়া জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পর্যবেক্ষণের আসার আগ্রহ প্রকাশ করেছে।’
এরমধ্যে ভারত থেকে তিন জন ও প্যালেস্টাইন থেকে ছয় জন আসবেন। প্যালেস্টাইনের ক্ষেত্রে বাইরে থেকেও আসবে এবং এখানকার দূতাবাসের লোক থাকবে। জাপান থেকে ১৬ জনের আসার একটি তালিকা আছে। এছাড়া আরব লীগ সংসদ ও ওআইসি থেকে কত জন আসবে সে তথ্য এখনও পাওয়া যায়নি বলে তিনি জানান।
সেহেলী সাবরীন জানান, ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
তিনি বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল ৩০ নভেম্বর অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলামের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটি গত ৩ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিশনের সদস্যদের আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।