ডেঙ্গু: ঢাকায় ঝুঁকিতে ছিল শিশুরা

ডেটাফুল
গণমাধ্যমের খবর অনুযায়ী, ৬ অগাস্ট পর্যন্ত ঢাকা মহানগরীর ৯৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়া মানুষের সংখ্যা ৪,৩১৯। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৩১২ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্দেহ করা হচ্ছে ১০ জনের।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেটায় দেখা যায়, ২০১৯ সালে জুলাই-সেপ্টেম্বরে ঢাকা মহানগরে ৬,৬১৯ জন ডেঙ্গু আক্রান্ত হন। ওই সময় সবচেয়ে বেশি সংখ্যায় ডেঙ্গু সংক্রমণ হয়েছিল মিরপুরে (১,১২৫)।

http://sangbad.net.bd/images/2021/August/10Aug21/news/Dengue-Top-10-Dhaka.jpeg

চলতি বছর আক্রান্তের এলাকা বা বয়সভিত্তিক হিসেব ডেটাফুল এখনো পায়নি।

তবে ঢাকা মহানগরে সর্বশেষ ডেঙ্গু প্রকোপের (২০১৯ সাল) ডেটা বিশ্লেষণে দেখা যাচ্ছে, আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি শিশুদের।

http://sangbad.net.bd/images/2021/August/10Aug21/news/Dengue-Dhaka-Children-Risk.jpeg

ঢাকায় ডেঙ্গু আক্রান্তের শীর্ষ ১০ এলাকায় ৫-১৪ বছর বয়সি শিশুরা সবচেয়ে বেশি সংখ্যায় আক্রান্ত হয়েছিল। পশ্চিম উত্তরায় এ হার ছিল সর্বোচ্চ ৩০%, সর্বনিম্ন শাহজাহানপুরে (২২%)।

মোহাম্মদপুর ও মিরপুরে ১৫ থেকে ২৪ বছর বয়সী মানুষ সবচে বেশি আক্রান্ত হয় (প্রায় ২৫%)। এ বয়সীয়া সবচে কম আক্রান্ত (১৬%) হয় পশ্চিম উত্তরায়।

বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেশি ডেঙ্গু সংক্রমণ হয়ে থাকে। ২০১৯ সালে ঢাকায় জুলাই-সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত নারীর সংখ্যা ২,৯৫৭, পুরুষের সংখ্যা ৩,৬৬২।

http://sangbad.net.bd/images/2021/August/10Aug21/news/DEngue-Top-10-Gender.jpeg

‘জাতীয়’ : আরও খবর

» খেলাফতের মামুনুলকে কারণ দর্শানোর নোটিশ ইসির

» জুলাই সনদের প্রতিটি অক্ষর ১৪শ’ মানুষের রক্তে লেখা: আলী রীয়াজ

» শিপিং করপোরেশনের ‘মুনাফা ৩০৬ কোটি টাকা’, লাভ ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

» বাহরাইনে ‘পোস্টাল ব্যালট বিতরণ’ করার ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

» বাংলাদেশে আগমনী বা অন-অ্যারাইভাল ভিসা স্থগিত: পররাষ্ট্র উপদেষ্টা

» বিগত ৩ নির্বাচনে আ’লীগকে জয়ী করতে গোয়েন্দা সংস্থার অনেকে ‘স্বপ্রণোদিত’ ছিলেন: প্রতিবেদন

সম্প্রতি