দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানান।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এমন ইউএনও এবং ওসির পূর্ণাঙ্গ তথ্য ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে আসতে পারে। ছয় মাস থেকে এক বছর সময় বর্তমান কর্মস্থলে আছে— এমন সংখ্যার বিষয়ে যতদূর জানা গেছে, ২৭০ জন ইউএনও এবং ৩২০ জন ওসি থাকতে পারে। এখন ৪৭ জন ইউএনও’র তালিকা এসেছে। কমিশন তাদের বদলির বিষয়ে সম্মতি দিয়েছে।
ইসি সূত্র জানায়, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৬ জন এবং রংপুর বিভাগের ২ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানান।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এমন ইউএনও এবং ওসির পূর্ণাঙ্গ তথ্য ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে আসতে পারে। ছয় মাস থেকে এক বছর সময় বর্তমান কর্মস্থলে আছে— এমন সংখ্যার বিষয়ে যতদূর জানা গেছে, ২৭০ জন ইউএনও এবং ৩২০ জন ওসি থাকতে পারে। এখন ৪৭ জন ইউএনও’র তালিকা এসেছে। কমিশন তাদের বদলির বিষয়ে সম্মতি দিয়েছে।
ইসি সূত্র জানায়, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৬ জন এবং রংপুর বিভাগের ২ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।