alt

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ

রূপপুরে আরও ২৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আলোচনা

সংবাদ অনলাইন রিপোর্ট : মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

পাবনার ঈশ্বরদীর রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রোসাটমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।

রোসাটমের আর্থিক ও কারিগরি সহযোগিতা এবং তত্ত্বাবধানে এই এলাকায় ২৪০০ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এনপিপি) স্থাপনের কাজ চলছে। আগামী বছর কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। সমান সক্ষমতার দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসবে এর পরের বছর। বিদ্যমান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ আর্থিক দৃষ্টিকোণ থেকে এবং প্রযুক্তিগত ও পারমাণবিক নিরাপত্তার আলোকে অধিক লাভজনক বলে মন্তব্য করেছেন রোসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোসাটম মহাপরিচালক রূপপুর এনপিপি এলাকায় দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎ ইউনিট (ইউনিট-৩ ও ইউনিট-৪) নির্মাণের প্রস্তাব দেন। তিনি বলেন, প্রথম দুটি ইউনিটের নির্মাণকাজ শেষ হলেই নতুন ইউনিট-৩ ও ইউনিট-৪-এর নির্মাণকাজ শুরু করতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আলী হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এবং রূপপুর এনপিপির প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

মহাপরিকল্পনায় পরমাণু থেকে ৬%
বিদ্যুৎ-জ্বালানি খাতের নতুন মহাপরিকল্পনায় (মাস্টারপ্ল্যান-২০২৩ আইইপিএমপি) ২০৪১ সালে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ৫০ হাজার ৩৬৪ মেগাওয়াট। এ চাহিদার বিপরীতে উৎপাদন সক্ষমতা রাখতে বলা হয়েছে ৭৪ হাজার ৩০০ মেগাওয়াট।

মহাপরিকল্পনা অনুসারে ২০৪১ সালের মধ্যে ক্লিন এনার্জি থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ আসবে। এর মধ্যে সৌর থেকে ১৫ শতাংশ, বায়ু থেকে ১০ শতাংশ, পরমাণু শক্তি থেকে ৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে।

সে হিসেবে, পরমাণু থেকে ৪৪৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। রূপপুর এনপিপির ১ ও ২ ইউনিট থেকে আসবে ২৪০০ মেগাওয়াট। সমান সক্ষমতার আরও দুটি ইউনিট নির্মাণ করা গেলে মোট সক্ষমতা দাঁড়াবে ৪৮০০ মেগাওয়াট। রূপপুর এনপিপি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নতুন দুটি ইউনিট নির্মাণের ক্ষেত্রে উৎপাদন সক্ষমতা, চুল্লির ধরন এবং কারিগরি অন্যান্য বিষয়ে পূর্বের সব ধরনের নিয়ম-নীতি অনুসরণ করা হবে।

বৈঠক শেষে ব্রিফিং
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান প্রকল্পের কাজ শেষ করার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জায়গায় নতুন আরেকটি প্ল্যান্ট নির্মাণের আহ্বান জানিয়েছেন। এখানে দুটি নতুন ইউনিট স্থাপনের জন্য প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিগত জরিপ করা দরকার বলেও তিনি উল্লেখ করেছেন। এ সময় রোসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রীকে রূপপুর এনপিপির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং বলেন যে, ২০২৫ সালের মধ্যে আরএনপিপি উৎপাদনে আসবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুত যোগ করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, আরএনপিপির ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

রোসাটম মহাপরিচালক রূপপুর এনপিপি এলাকায় দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎ ইউনিট (ইউনিট-৩ ও ইউনিট-৪) নির্মাণের প্রস্তাব দেন। তিনি আরও বলেন, প্রথম দুটি ইউনিটের নির্মাণকাজ শেষ হলেই নতুন ইউনিট-৩ ও ইউনিট-৪-এর নির্মাণকাজ শুরু করতে হবে।

এ প্রসঙ্গে আলেক্সি লিখাচেভ আরও বলেন, বিদ্যমান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ আর্থিক দৃষ্টিকোণ থেকে এবং প্রযুক্তিগত ও পারমাণবিক নিরাপত্তার আলোকে অধিক লাভজনক এবং যুক্তিসঙ্গত যা আন্তর্জাতিকভাবে বিবেচনা করা হয়।

তিনি বলেন, বাংলাদেশি ও রাশিয়ানসহ প্রায় ২৫০০ কর্মী এই প্রকল্পে কাজ করছেন যারা তাদের দক্ষতা অর্জন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোসাটম মহাপরিচালককে বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বাংলাদেশের দক্ষতা কাজে লাগাতে বলেন।

আলেক্সি লিখাচেভ বলেন যে, মহামারী এবং স্যাংশনের জন্য প্রতিবন্ধকতা ছিল, কিন্তু এতদসত্ত্বেও স্বাভাবিক গতিতেই কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কৌশলগতভাবে এই বাধা এড়ানো গেছে।

দক্ষিণাঞ্চলে সম্ভব হয়নি
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রাথমিক অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল। এজন্য চীন আগ্রহও দেখিয়েছিল। কেন্দ্রটি নির্মাণে সম্ভাব্য স্থান নির্বাচনে একটি প্রকল্প নেয়া হয়। প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে চিহ্নিত ১৫টি স্থানের ওপর সমীক্ষা চালিয়ে পাঁচটি স্থান নির্বাচন করা হয়। যার মধ্যে ছিল বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ী (পূর্ব), বরগুনা সদর উপজেলার কুমিরমারা ও পদ্মা মৌজা, তালতলী উপজেলার নিশানবাড়ী (পশ্চিম), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ ও রাঙ্গাবালী উপজেলার মৌডুবি। পরবর্তীকালে আরও কিছু পরীক্ষা, নিরীক্ষা ও সমীক্ষা করা হয় ওইসব স্থানে। কিন্তু শেষ পর্যন্ত ওই স্থানগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিভিন্ন মানদ-ে উত্তীর্ণ হতে পারেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ মার্চ তার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে বলেন, ‘আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছি। আরেকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চেষ্টা করেছিলাম দক্ষিণে। কিন্তু সেখাানের মাটি এত নরম, প্রত্যেকটি দ্বীপে অনুসন্ধান চালিয়ে আমরা দেখেছি। আসলে সেখানে করা বোধ হয় সম্ভব নয়। তবে এখন যেখানে আমরা বিদ্যুৎকেন্দ্র করেছি সেটার কাজ সম্পূর্ণ সমাপ্ত হওয়ার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতে, এই রূপপুরেই করতে পারবো।’

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটার কাজ যখন শেষ হবে সঙ্গে সঙ্গে আমরা যেন দ্বিতীয়টার কাজ শুরু করতে পারি এখন থেকে আমাদের সে প্রস্তুতি নিতে হবে’।

স্পেন্ট ফুয়েল নিয়েও আলোচনা
প্রধানমন্ত্রী ও রোসাটম ডিজির সাক্ষাতে ‘স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল (ব্যবহারের পর অবশিষ্ট পারমাণবিক জ্বালানি। সাধারণ ভাষায় একে পারমাণবিক বর্জ্য বলা হলেও প্রক্রিয়করণের মাধ্যমে এটি পুনরায় ব্যবহারযোগ্য) ফেরত পাঠানো নিয়েও আলোচনা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়।

রূপপুর এনপিপিতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফেরত দেয়ার বিষয়ে বাংলাদেশ এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে

আন্তঃরাষ্ট্রীয় চুক্তি আগেই সই হয়েছে।

শেখ হাসিনা রূপপুর এনপিপির প্রথম এবং দ্বিতীয় ইউনিটের ‘স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল’ ফিরিয়ে নেয়ার সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উত্তরে, রোসাটম মহাপরিচালক রুশ সরকারের পক্ষ থেকে রূপপুর এনপিপির প্রথম এবং দ্বিতীয় ইউনিটের ব্যবহৃত পারমাণবিক জ্বালানি রাশিয়ায় ফেরত নেয়ার আশ্বাস দেন।

ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা
শেখ হাসিনা জ্বালানি নিরাপত্তা বিশেষ করে বাংলাদেশে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। তিনি বলেন, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এবং তা বাস্তবায়িত হচ্ছে এবং এজন্য তিনি রাশিয়াকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে রাশিয়ার সহায়তার কথা এবং এবং মুক্তিযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে দেশটির সহযোগিতার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানান।

রোসাটম ঢাকা এজেন্সির বিজ্ঞপ্তি
১ এপ্রিল সোমবার ঢাকায় আসেন রোসাটমের মহাপরিচালক। এরপর তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও গ্রিন সিটি আবাসিক এলাকা পরিদর্শন করেন। মঙ্গলবার (২ এপ্রিল) রসাটমের ঢাকার জনসংযোগ এজেন্সি ট্রিউন গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোসাটম ডিজির সৌজন্য সাক্ষাতে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ-রাশিয়া কৌশলগত সহযোগিতার বিষয়গুলো স্থান পেয়েছে তাদের আলোচনায়।

সাক্ষাতে রোসাটম ডিজি আলেক্সি লিখাচেভ তার বক্তব্যে বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জিত হতে যাচ্ছে। চলতি বছর শেষ হওয়ার আগেই প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বর্তমানে আমরা নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের ব্যাপারে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে।’

আলেক্সি লিখাচেভ আরও বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টিপারপাস গবেষণা রিঅ্যাক্টর নির্মাণের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। গবেষণা রিঅ্যাক্টর বিজ্ঞান ও নিউক্লিয়ার মেডিসিনের ক্ষেত্রে বিভিন্ন সমাধান দিতে সক্ষম।

সফর শেষে আলেক্সি লিখাচেভ মঙ্গলবারই রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরমাণু ক্লাবে বাংলাদেশ
গত বছর ৫ অক্টোবর রূপপুর এনপিপিতে ইউরেনিয়াম (পারমাণবিক জ্বালানি) হস্তান্তর করে রাশিয়া। ক্রেমলিন থেকে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক শক্তি অর্জন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

আর্থিক বিবেচনায় বাংলাদেশের একক প্রকল্প হিসেবে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রায় এক লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের ৯০ শতাংশ অর্থ ঋণ হিসেবে বাংলাদেশকে দিচ্ছে রাশিয়া। যেটা ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তবে ১০ বছরের গ্রেস পিরিয়ড পাবে সরকার।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। থ্রি-প্লাস জেনারেশনের ভিভিআর-১২০০ প্রযুক্তির পারমাণবিক চুল্লি ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পে; যা বিশ্বের সবচেয়ে নিরাপদ দাবি করা হচ্ছে। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর রোসাটম।

ছবি

কোভিড পরীক্ষার ফি কমাল স্বাস্থ্য অধিদপ্তর

ছবি

স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম বাদ, নতুন নীতিমালায় বড় পরিবর্তন

ছবি

হত্যাকারীদের বিচার না করে নির্বাচন নয়: নাহিদ

দেশে নারী ও শিশু নির্যাতন মহামারীর পর্যায়ে: উপদেষ্টা

শ্রীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, শিক্ষক কারাগারে

ওসমানী হাসপাতালের বারান্দায় দুই নারীর সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু

বিএমইটির ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছবি

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২

ছবি

সিলেটে পাথর কোয়ারী ‘দখল’: সবার স্বপ্ন এক

তাভেল্লা হত্যা: তিনজনের যাবজ্জীবন

ছবি

‘অপরাধকে লেবাস দিয়ে কালারিং করার প্রয়োজন নাই’

সরকারি কর্মচারীদের তদন্ত ছাড়া শাস্তি নয়, অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন

রোহিঙ্গা নাগরিক মোস্তফা ‘পাচ্ছেন জুলাই শহীদের স্বীকৃতি’

কলাবাগানে ভাঙচুর-চাঁদাবাজি: বরখাস্ত ওসি ও এসআইদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিআইডি

এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

ভোটের আগে টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

ছবি

কুমিল্লার মুরাদনগরে এবার গণপিটুনি, দুই সন্তানসহ নিহত হলেন নারী

কোনো সেনা সদস্য ‘গুমে’ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা : সেনা সদর

স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা প্রকাশ

রাষ্ট্রপতির ক্ষমার বিধান ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ইস্যুতে ‘ঐকমত্য’

ছবি

বৃষ্টি ও ঝুঁকির কারণে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলল পানি উন্নয়ন বোর্ড

ছবি

পটিয়ার ঘটনায় ওসির স্থায়ী অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ছবি

উপসহকারী প্রকৌশলী নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

ছবি

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

ছবি

৯ কোটি টাকার অনুদান, পিচিং নিয়ে নির্মাতাদের অভিযোগ

ছবি

তাভেল্লা হত্যা: তিনজনের যাবজ্জীবন, বিএনপি নেতা কাইয়ুমসহ চারজন খালাস

ছবি

জুলাই স্মৃতি উদযাপনে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল

ছবি

সংস্কার নিয়ে ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ হয়নি: আলী রীয়াজ

ছবি

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ব্যাপকতা ও প্রভাবের মুখে শহর: ঝুঁকি হ্রাসে ঢাকায় আন্তর্জাতিক কেন্দ্রের উদ্বোধন

ছবি

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে: রাষ্ট্রদূত

ছবি

সাবেক এমপি ও ক্রিকেট অধিনায়ক দুর্জয় গ্রেপ্তার

সাবেক সিইসি নূরুল হুদার জামিন নামঞ্জুর

‘দুর্নীতি করতে বিদেশে জনশক্তি পাঠানোর প্রক্রিয়া জটিল করা হয়’

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৪১৬ জন

ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের উদ্যোগ চান প্রধান উপদেষ্টা

tab

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ

রূপপুরে আরও ২৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আলোচনা

সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

পাবনার ঈশ্বরদীর রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রোসাটমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।

রোসাটমের আর্থিক ও কারিগরি সহযোগিতা এবং তত্ত্বাবধানে এই এলাকায় ২৪০০ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এনপিপি) স্থাপনের কাজ চলছে। আগামী বছর কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। সমান সক্ষমতার দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসবে এর পরের বছর। বিদ্যমান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ আর্থিক দৃষ্টিকোণ থেকে এবং প্রযুক্তিগত ও পারমাণবিক নিরাপত্তার আলোকে অধিক লাভজনক বলে মন্তব্য করেছেন রোসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোসাটম মহাপরিচালক রূপপুর এনপিপি এলাকায় দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎ ইউনিট (ইউনিট-৩ ও ইউনিট-৪) নির্মাণের প্রস্তাব দেন। তিনি বলেন, প্রথম দুটি ইউনিটের নির্মাণকাজ শেষ হলেই নতুন ইউনিট-৩ ও ইউনিট-৪-এর নির্মাণকাজ শুরু করতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আলী হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এবং রূপপুর এনপিপির প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

মহাপরিকল্পনায় পরমাণু থেকে ৬%
বিদ্যুৎ-জ্বালানি খাতের নতুন মহাপরিকল্পনায় (মাস্টারপ্ল্যান-২০২৩ আইইপিএমপি) ২০৪১ সালে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ৫০ হাজার ৩৬৪ মেগাওয়াট। এ চাহিদার বিপরীতে উৎপাদন সক্ষমতা রাখতে বলা হয়েছে ৭৪ হাজার ৩০০ মেগাওয়াট।

মহাপরিকল্পনা অনুসারে ২০৪১ সালের মধ্যে ক্লিন এনার্জি থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ আসবে। এর মধ্যে সৌর থেকে ১৫ শতাংশ, বায়ু থেকে ১০ শতাংশ, পরমাণু শক্তি থেকে ৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে।

সে হিসেবে, পরমাণু থেকে ৪৪৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। রূপপুর এনপিপির ১ ও ২ ইউনিট থেকে আসবে ২৪০০ মেগাওয়াট। সমান সক্ষমতার আরও দুটি ইউনিট নির্মাণ করা গেলে মোট সক্ষমতা দাঁড়াবে ৪৮০০ মেগাওয়াট। রূপপুর এনপিপি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নতুন দুটি ইউনিট নির্মাণের ক্ষেত্রে উৎপাদন সক্ষমতা, চুল্লির ধরন এবং কারিগরি অন্যান্য বিষয়ে পূর্বের সব ধরনের নিয়ম-নীতি অনুসরণ করা হবে।

বৈঠক শেষে ব্রিফিং
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান প্রকল্পের কাজ শেষ করার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জায়গায় নতুন আরেকটি প্ল্যান্ট নির্মাণের আহ্বান জানিয়েছেন। এখানে দুটি নতুন ইউনিট স্থাপনের জন্য প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিগত জরিপ করা দরকার বলেও তিনি উল্লেখ করেছেন। এ সময় রোসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রীকে রূপপুর এনপিপির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং বলেন যে, ২০২৫ সালের মধ্যে আরএনপিপি উৎপাদনে আসবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুত যোগ করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, আরএনপিপির ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

রোসাটম মহাপরিচালক রূপপুর এনপিপি এলাকায় দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎ ইউনিট (ইউনিট-৩ ও ইউনিট-৪) নির্মাণের প্রস্তাব দেন। তিনি আরও বলেন, প্রথম দুটি ইউনিটের নির্মাণকাজ শেষ হলেই নতুন ইউনিট-৩ ও ইউনিট-৪-এর নির্মাণকাজ শুরু করতে হবে।

এ প্রসঙ্গে আলেক্সি লিখাচেভ আরও বলেন, বিদ্যমান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ আর্থিক দৃষ্টিকোণ থেকে এবং প্রযুক্তিগত ও পারমাণবিক নিরাপত্তার আলোকে অধিক লাভজনক এবং যুক্তিসঙ্গত যা আন্তর্জাতিকভাবে বিবেচনা করা হয়।

তিনি বলেন, বাংলাদেশি ও রাশিয়ানসহ প্রায় ২৫০০ কর্মী এই প্রকল্পে কাজ করছেন যারা তাদের দক্ষতা অর্জন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোসাটম মহাপরিচালককে বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বাংলাদেশের দক্ষতা কাজে লাগাতে বলেন।

আলেক্সি লিখাচেভ বলেন যে, মহামারী এবং স্যাংশনের জন্য প্রতিবন্ধকতা ছিল, কিন্তু এতদসত্ত্বেও স্বাভাবিক গতিতেই কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কৌশলগতভাবে এই বাধা এড়ানো গেছে।

দক্ষিণাঞ্চলে সম্ভব হয়নি
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রাথমিক অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল। এজন্য চীন আগ্রহও দেখিয়েছিল। কেন্দ্রটি নির্মাণে সম্ভাব্য স্থান নির্বাচনে একটি প্রকল্প নেয়া হয়। প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে চিহ্নিত ১৫টি স্থানের ওপর সমীক্ষা চালিয়ে পাঁচটি স্থান নির্বাচন করা হয়। যার মধ্যে ছিল বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ী (পূর্ব), বরগুনা সদর উপজেলার কুমিরমারা ও পদ্মা মৌজা, তালতলী উপজেলার নিশানবাড়ী (পশ্চিম), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ ও রাঙ্গাবালী উপজেলার মৌডুবি। পরবর্তীকালে আরও কিছু পরীক্ষা, নিরীক্ষা ও সমীক্ষা করা হয় ওইসব স্থানে। কিন্তু শেষ পর্যন্ত ওই স্থানগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিভিন্ন মানদ-ে উত্তীর্ণ হতে পারেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ মার্চ তার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে বলেন, ‘আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছি। আরেকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চেষ্টা করেছিলাম দক্ষিণে। কিন্তু সেখাানের মাটি এত নরম, প্রত্যেকটি দ্বীপে অনুসন্ধান চালিয়ে আমরা দেখেছি। আসলে সেখানে করা বোধ হয় সম্ভব নয়। তবে এখন যেখানে আমরা বিদ্যুৎকেন্দ্র করেছি সেটার কাজ সম্পূর্ণ সমাপ্ত হওয়ার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতে, এই রূপপুরেই করতে পারবো।’

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটার কাজ যখন শেষ হবে সঙ্গে সঙ্গে আমরা যেন দ্বিতীয়টার কাজ শুরু করতে পারি এখন থেকে আমাদের সে প্রস্তুতি নিতে হবে’।

স্পেন্ট ফুয়েল নিয়েও আলোচনা
প্রধানমন্ত্রী ও রোসাটম ডিজির সাক্ষাতে ‘স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল (ব্যবহারের পর অবশিষ্ট পারমাণবিক জ্বালানি। সাধারণ ভাষায় একে পারমাণবিক বর্জ্য বলা হলেও প্রক্রিয়করণের মাধ্যমে এটি পুনরায় ব্যবহারযোগ্য) ফেরত পাঠানো নিয়েও আলোচনা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়।

রূপপুর এনপিপিতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফেরত দেয়ার বিষয়ে বাংলাদেশ এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে

আন্তঃরাষ্ট্রীয় চুক্তি আগেই সই হয়েছে।

শেখ হাসিনা রূপপুর এনপিপির প্রথম এবং দ্বিতীয় ইউনিটের ‘স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল’ ফিরিয়ে নেয়ার সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উত্তরে, রোসাটম মহাপরিচালক রুশ সরকারের পক্ষ থেকে রূপপুর এনপিপির প্রথম এবং দ্বিতীয় ইউনিটের ব্যবহৃত পারমাণবিক জ্বালানি রাশিয়ায় ফেরত নেয়ার আশ্বাস দেন।

ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা
শেখ হাসিনা জ্বালানি নিরাপত্তা বিশেষ করে বাংলাদেশে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। তিনি বলেন, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এবং তা বাস্তবায়িত হচ্ছে এবং এজন্য তিনি রাশিয়াকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে রাশিয়ার সহায়তার কথা এবং এবং মুক্তিযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে দেশটির সহযোগিতার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানান।

রোসাটম ঢাকা এজেন্সির বিজ্ঞপ্তি
১ এপ্রিল সোমবার ঢাকায় আসেন রোসাটমের মহাপরিচালক। এরপর তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও গ্রিন সিটি আবাসিক এলাকা পরিদর্শন করেন। মঙ্গলবার (২ এপ্রিল) রসাটমের ঢাকার জনসংযোগ এজেন্সি ট্রিউন গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোসাটম ডিজির সৌজন্য সাক্ষাতে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ-রাশিয়া কৌশলগত সহযোগিতার বিষয়গুলো স্থান পেয়েছে তাদের আলোচনায়।

সাক্ষাতে রোসাটম ডিজি আলেক্সি লিখাচেভ তার বক্তব্যে বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জিত হতে যাচ্ছে। চলতি বছর শেষ হওয়ার আগেই প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বর্তমানে আমরা নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের ব্যাপারে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে।’

আলেক্সি লিখাচেভ আরও বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টিপারপাস গবেষণা রিঅ্যাক্টর নির্মাণের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। গবেষণা রিঅ্যাক্টর বিজ্ঞান ও নিউক্লিয়ার মেডিসিনের ক্ষেত্রে বিভিন্ন সমাধান দিতে সক্ষম।

সফর শেষে আলেক্সি লিখাচেভ মঙ্গলবারই রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরমাণু ক্লাবে বাংলাদেশ
গত বছর ৫ অক্টোবর রূপপুর এনপিপিতে ইউরেনিয়াম (পারমাণবিক জ্বালানি) হস্তান্তর করে রাশিয়া। ক্রেমলিন থেকে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক শক্তি অর্জন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

আর্থিক বিবেচনায় বাংলাদেশের একক প্রকল্প হিসেবে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রায় এক লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের ৯০ শতাংশ অর্থ ঋণ হিসেবে বাংলাদেশকে দিচ্ছে রাশিয়া। যেটা ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তবে ১০ বছরের গ্রেস পিরিয়ড পাবে সরকার।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। থ্রি-প্লাস জেনারেশনের ভিভিআর-১২০০ প্রযুক্তির পারমাণবিক চুল্লি ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পে; যা বিশ্বের সবচেয়ে নিরাপদ দাবি করা হচ্ছে। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর রোসাটম।

back to top