alt

জাতীয়

ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভূমিমন্ত্রী

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আজ একাত্তরের চেয়েও কঠিন

সংবাদ অনলাইন রিপোর্ট : শুক্রবার, ১৭ মে ২০২৪

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, সাম্প্রদায়িকতা যেখানে চলে গেছে তার বিরুদ্ধে লড়াই একাত্তরের চেয়েও কঠিন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুষ্ঠানে আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন (মানিক মিয়া) মিলনায়তনে ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শক্তিকে আজ ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

তিনি বলেন, সরকারী দল নির্বাচনী ইশতেহারে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে যে সব বাধা রয়েছে তা অবসানের অঙ্গীকার করেছে। এ অঙ্গীকার বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে।

অর্পিত সম্পত্তি আইনের বাস্তবায়নে বাধা হিসেবে ‘প্রশাসনের নিম্নপর্যায়ে আন্তরিকতার অভাব’কে দায়ী করেন মন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে দেবোত্তর সম্পত্তি আইন সংক্রান্ত বিল প্রণীত হয়েছে। বর্তমানে তা আইন মন্ত্রণালয়ে রয়েছে। আশা করা যায়, এ বিলটিকেও দ্রুত আইনে পরিণত করার জন্যে পার্লামেন্টে পেশ করা হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের অঙ্গীকার বাস্তবায়নের জন্যে জাতীয় পর্যায়ে জোরদার আন্দোলন গড়ে তোলার ওপর জোর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মেজবাহ কামাল উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারে ও দলে বঙ্গবন্ধু কন্যার অবস্থান ও তাঁর দলের অবস্থান এক নয়। স্বাধীনতার ইতিহাস যথার্থ অর্থে তুলে ধরার দায়িত্ব সরকারী দলকেই গ্রহণ করতে হবে। কিন্তু এ দায়িত্ব পালনে তাদের অনীহায় মুক্তিযুদ্ধের চেতনা ক্রমশঃ পেছনের দিকে হটছে। দল ক্ষমতায় থাকলে বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীদের কন্ঠস্বর রুদ্ধ থাকে। কিন্তু সাম্প্রদায়িকতা ও মৌলবাদের খপ্পর থেকে দেশকে উদ্ধার করতে হলে তাঁদেরও দল ও সরকারকে পথ দেখাতে হবে।

ড. মেজবাহ কামাল শংকা প্রকাশ করেন যে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় টিকে থাকবে না কি আরেকটি পাকিস্তান তৈরি হবে- এ নিয়ে গোটা জাতি আজ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।

চৈতন্যের শক্তিকে জাগ্রত করার ওপর জোর গুরুত্ব আরোপের পাশাপাশি তিনি সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারসমূহ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

ঐক্য পরিষদের জন্মের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ প্লাটফর্ম প্রতিষ্ঠা করা না গেলে আজকে সংখ্যালঘুরা তাদের সমস্যা দেশ ও জাতির সামনে তুলে ধরতে পারত না এবং এরা হয় দেশ থেকে এতদিনে হারিয়ে যেতো নতুবা আরো অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হতো।

তিনি বলেন, রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা, রাজনৈতিক সাম্প্রদায়িকতা, সামাজিক সাম্প্রদায়িকতা, প্রশাসনিক সাম্প্রদায়িকতায় দেশ আজ ছেয়ে গেছে। তিনি সংখ্যালঘুদের তাদের অস্তিত্ব রক্ষার লক্ষে অধিকতর ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর গুরুত্ব আরোপ করে বলেন, এ দেশের শতকরা ১০ ভাগ জনগোষ্ঠীকে রাজনৈতিক শক্তি হিসেবে রাজনীতির মাঠে নামার সময় এসেছে।

নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, সংবিধান ও রাজনীতির সাথে ধর্মকে যুক্ত করায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ পরিপুষ্ট হয়েছে।

তিনি বলেন, রাজনীতিতে, প্রশাসনে, সরকারে সাম্প্রদায়িকতা বিরাজ করছে। র্শিশুকাল থেকে ধর্মীয় বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এ সরকারের আমলে পাঠ্যসূচীতে পরিবর্তন হয়েছে যাতে মৌলবাদীরা খুশি হয়েছে। নতুন শিক্ষানীতি বলবৎ করা গেলে দেশটা অন্ততঃ এক জায়গায় ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংসদ ও প্রাক্তন প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষয়িষ্ণু সম্প্রদায় হিসেবে উল্লেখ করে বলেন, আবেদন-নিবেদন করে অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। এর জন্য শক্তিশালী অবস্থান নিতে ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অন্যান্য দেশ থেকে সংখ্যালঘুরা দেশত্যাগ করে না। কিন্তু বাংলাদেশ থেকে কেন করছে তা রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে বিবেচনায় নিতে হবে জাতীয় স্বার্থে। তিনি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শাস্তিচুক্তির বাস্তবায়নের জন্যে সরকারের কাছে জোর দাবি জানান।

পংকজ নাথ এম.পি বলেন, ১০ শতাংশ সংখ্যালঘুকে বাদ দিয়ে বাংলাদেশ থাকবে না। তিনি ইশতেহারে প্রদত্ত সংখ্যলঘু অঙ্গীকারসমূহ বাস্তবায়নে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।

আদিবাসী নেতা, ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সাবেক সাংসদ ঊষাতন তালুকদার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশিষ্ট শিক্ষাবিদ ড. নিম চন্দ্র ভৌমিক এতে আলোচনায় অংশ নেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেন, মানবিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণে যেসব চ্যালেঞ্জ সামনে রয়েছে তা মোকাবেলা করে শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাবাহী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।

খোঁজ-খবর নিচ্ছি, সত্য বেরিয়ে আসবে : কাদের

ছবি

গাজীপুরের টঙ্গীতে নাশকতায় ক্ষতি প্রায় ৩৪ কোটি টাকা

মেট্রোরেল বন্ধে ভোগান্তিতে ৬ লাখ মানুষ

ছবি

অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

কোটা আন্দোলন: সিলেটে ৩৮ শিক্ষার্থীকে বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট

বিএনপি জামায়াত শিবিরের ক্যাডাররা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল -মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী

বেরোবির উপাচার্যের বাসভবনে আক্রমন-আগুন, যেভাবে উদ্ধার হলেন অবরুদ্ধ ২০ জন

ছবি

আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল

ট্রেন চালুর সিদ্ধান্ত থেকে সরে এল রেল কর্তৃপক্ষ

ছবি

হামলা, ধ্বংসযজ্ঞের বিচারের ভার জনগণকে দিলেন প্রধানমন্ত্রী

ছবি

‘আমার সব শেষ’, ‘বাড়িতেও নিরাপদ না মানুষ?’

গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশনা বিটিআরসি’র

ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, সাংবিধানিক অধিকার: টিআইবি

৩-৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর থেকে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু

ছবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

ছবি

মহাখালী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

ছবি

কয়েকদিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ দিন পর খুললো অফিস

কোটা সংস্কার ও তাদের দাবি নিয়ে যা বললো সমন্বয়করা

ছবি

সব গ্রেডে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন

সীমিত পরিসরে সারাদেশে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট

সাভারে পুলিশ-ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি

আলোচনার পথ খোলা আছে, আন্দোলনকারীদের ঘোষণা

লিবিয়া থেকে ফিরেছেন ১৪৪ বাংলাদেশী

ছবি

শিক্ষার্থীরা যখন চায় তখনই আলোচনাঃ আইনমন্ত্রী

ছবি

বেরোবি শিক্ষার্থী নিহতের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

ছবি

এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনা রাষ্ট্রদূত

ছবি

বাড়তি ভাড়া রিকশা-সিএনজিতে, ভরসা মেট্রোরেল-বিআরটিসি

ছবি

ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশে হামলায় রণক্ষেত্র, হতাহত দুই শতাধিক

ছবি

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচী ‘কমপ্লিট শাটডাউন’, ঢাবি হল ছেড়েছেন শিক্ষার্থীরা, থমথমে পরিবেশ

ছবি

বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর, আদালতের রায়ের জন্য ধৈর্য্যের আহ্বান

ছবি

জবি : ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে ২ ঘন্টার আল্টিমেটাম

ছবি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

ছবি

ঢাবির ১৮ হল থেকে বিতাড়িত ছাত্রলীগ, দখলে সাধারণ শিক্ষার্থীরা

tab

জাতীয়

ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভূমিমন্ত্রী

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আজ একাত্তরের চেয়েও কঠিন

সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৭ মে ২০২৪

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, সাম্প্রদায়িকতা যেখানে চলে গেছে তার বিরুদ্ধে লড়াই একাত্তরের চেয়েও কঠিন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুষ্ঠানে আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন (মানিক মিয়া) মিলনায়তনে ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শক্তিকে আজ ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

তিনি বলেন, সরকারী দল নির্বাচনী ইশতেহারে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে যে সব বাধা রয়েছে তা অবসানের অঙ্গীকার করেছে। এ অঙ্গীকার বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে।

অর্পিত সম্পত্তি আইনের বাস্তবায়নে বাধা হিসেবে ‘প্রশাসনের নিম্নপর্যায়ে আন্তরিকতার অভাব’কে দায়ী করেন মন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে দেবোত্তর সম্পত্তি আইন সংক্রান্ত বিল প্রণীত হয়েছে। বর্তমানে তা আইন মন্ত্রণালয়ে রয়েছে। আশা করা যায়, এ বিলটিকেও দ্রুত আইনে পরিণত করার জন্যে পার্লামেন্টে পেশ করা হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের অঙ্গীকার বাস্তবায়নের জন্যে জাতীয় পর্যায়ে জোরদার আন্দোলন গড়ে তোলার ওপর জোর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মেজবাহ কামাল উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারে ও দলে বঙ্গবন্ধু কন্যার অবস্থান ও তাঁর দলের অবস্থান এক নয়। স্বাধীনতার ইতিহাস যথার্থ অর্থে তুলে ধরার দায়িত্ব সরকারী দলকেই গ্রহণ করতে হবে। কিন্তু এ দায়িত্ব পালনে তাদের অনীহায় মুক্তিযুদ্ধের চেতনা ক্রমশঃ পেছনের দিকে হটছে। দল ক্ষমতায় থাকলে বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীদের কন্ঠস্বর রুদ্ধ থাকে। কিন্তু সাম্প্রদায়িকতা ও মৌলবাদের খপ্পর থেকে দেশকে উদ্ধার করতে হলে তাঁদেরও দল ও সরকারকে পথ দেখাতে হবে।

ড. মেজবাহ কামাল শংকা প্রকাশ করেন যে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় টিকে থাকবে না কি আরেকটি পাকিস্তান তৈরি হবে- এ নিয়ে গোটা জাতি আজ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।

চৈতন্যের শক্তিকে জাগ্রত করার ওপর জোর গুরুত্ব আরোপের পাশাপাশি তিনি সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারসমূহ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

ঐক্য পরিষদের জন্মের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ প্লাটফর্ম প্রতিষ্ঠা করা না গেলে আজকে সংখ্যালঘুরা তাদের সমস্যা দেশ ও জাতির সামনে তুলে ধরতে পারত না এবং এরা হয় দেশ থেকে এতদিনে হারিয়ে যেতো নতুবা আরো অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হতো।

তিনি বলেন, রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা, রাজনৈতিক সাম্প্রদায়িকতা, সামাজিক সাম্প্রদায়িকতা, প্রশাসনিক সাম্প্রদায়িকতায় দেশ আজ ছেয়ে গেছে। তিনি সংখ্যালঘুদের তাদের অস্তিত্ব রক্ষার লক্ষে অধিকতর ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর গুরুত্ব আরোপ করে বলেন, এ দেশের শতকরা ১০ ভাগ জনগোষ্ঠীকে রাজনৈতিক শক্তি হিসেবে রাজনীতির মাঠে নামার সময় এসেছে।

নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, সংবিধান ও রাজনীতির সাথে ধর্মকে যুক্ত করায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ পরিপুষ্ট হয়েছে।

তিনি বলেন, রাজনীতিতে, প্রশাসনে, সরকারে সাম্প্রদায়িকতা বিরাজ করছে। র্শিশুকাল থেকে ধর্মীয় বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এ সরকারের আমলে পাঠ্যসূচীতে পরিবর্তন হয়েছে যাতে মৌলবাদীরা খুশি হয়েছে। নতুন শিক্ষানীতি বলবৎ করা গেলে দেশটা অন্ততঃ এক জায়গায় ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংসদ ও প্রাক্তন প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষয়িষ্ণু সম্প্রদায় হিসেবে উল্লেখ করে বলেন, আবেদন-নিবেদন করে অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। এর জন্য শক্তিশালী অবস্থান নিতে ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অন্যান্য দেশ থেকে সংখ্যালঘুরা দেশত্যাগ করে না। কিন্তু বাংলাদেশ থেকে কেন করছে তা রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে বিবেচনায় নিতে হবে জাতীয় স্বার্থে। তিনি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শাস্তিচুক্তির বাস্তবায়নের জন্যে সরকারের কাছে জোর দাবি জানান।

পংকজ নাথ এম.পি বলেন, ১০ শতাংশ সংখ্যালঘুকে বাদ দিয়ে বাংলাদেশ থাকবে না। তিনি ইশতেহারে প্রদত্ত সংখ্যলঘু অঙ্গীকারসমূহ বাস্তবায়নে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।

আদিবাসী নেতা, ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সাবেক সাংসদ ঊষাতন তালুকদার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশিষ্ট শিক্ষাবিদ ড. নিম চন্দ্র ভৌমিক এতে আলোচনায় অংশ নেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেন, মানবিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণে যেসব চ্যালেঞ্জ সামনে রয়েছে তা মোকাবেলা করে শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাবাহী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।

back to top