alt

জাতীয়

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ২৬ মে ২০২৪

তখনও আঘাত হানেনি ঘূর্ণিঝড় রিমাল। তার আগেই জলোচ্ছাসে প্লাবিত হয়েছে উপকূলের বিভিন্ন এলাকা-সংবাদ

প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ দেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে। এটি সম্পূর্ণ উপকূল অতিক্রম করে রাত তিনটা-চারটার দিকে। রোববার (২৬ মে) রাত ৯টায় এতথ্য সংবাদকে জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‘মোংলা দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। তবে, এর ডায়ামিটার অনেক বড় হওয়ার কারণে সিস্টেমটি সম্পূর্ণরূপে উপকূল অতিক্রম করতে ৫-৭ ঘণ্টা সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গের খেপুপাড়া এর মাঝে মোংলা, এইদিক দিয়ে উপকূল অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হবে। এর ওপরে আছে- মেহেরপুর যশোর কুষ্টিয়া চাঁপাইনবাবগঞ্জ। স্থল নিম্ন চাপের বিষয়ে পরে বলবো আমরা।’

‘১০ নম্বর সতর্কতা সংকেতের পাশাপাশি বাতাসের গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত,’ ঘূর্ণিঝড় রিমালের এলাকায় বাতাসের বেগ থাকার কথা জানান তিনি।

বিকেলে আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল এখন পর্যন্ত সরাসরি উত্তর দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ৯০-১২০ কিলোমিটার পর্যন্ত। কোথাও কোথাও তা ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’

কলাপাড়ায় জলোচ্ছ্বাসে ডুবে একজন নিহত
জেলার কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানির ঝুঁকি থেকে বোন ও ফুফুকে বাঁচাতে গিয়ে মো. শরীফ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুরে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিলেন। দুপুর ২টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে তাদের উদ্ধার করতে যান। মোংলা সমুদ্রবন্দরসহ সুন্দরবন উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

বাগেরহাটের মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়। রোববার থেকেই দমকা বাতাসসহ থেমে থেমে বৃষ্টি শুরু হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে পুরো সুন্দরবন।

রোববার মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিকেলে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে চার থেকে সাড়ে চার ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে। রাতে পানির চাপ আরও বাড়বে।’

‘প্রজননকেন্দ্রের বণ্যপ্রাণীর ক্ষয়-ক্ষতির কোনো আশঙ্কা নেই।’

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে সম্ভাব্য ক্ষয়-ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষীদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

তীব্র জলোচ্ছ্বাসের পানিতে বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের ১০০ বস্তা সরকারি চাল পানিতে ডুবে ‘নষ্ট হয়েছে’। খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান জানান, গোডাউনে ইউনিয়নের ৫১৯ জন মৎস্যজীবীদের জন্য বরাদ্দের ১৩৮৪ বস্তা চাল ছিল। হঠাৎ করে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে এ ক্ষতি হয়েছে। বর্তমানে বাকি চাল গোডাউন থেকে সরিয়ে ইউনিয়ন পরিষদ ও একটি মসজিদে রাখা হয়েছে।

পাথরঘাটায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, নিম্নাঞ্চল প্লাবিত ‘আতঙ্কিত’ মানুষ
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল, ধমকা হাওয়া ও বৃষ্টির কারণে পাথরঘাটা উপজেলার বিষখালী ও বলেশ্বর বেড়িবাঁধ সংলগ্ন অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই আকাশ ঘন অন্ধকার ও দমকা ঝোড়ো হাওয়া বইছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান জানান, উপজেলাবাসীকে রক্ষার্থে ১৫৬টি আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের মো. জাকির, পদ্মা গ্রামের আবু ছালে ও তাফালবাড়িয়া গ্রামের আলিহোসেনসহ একাধিক ভুক্তভোগী জানিয়েছেন তাদের ঘরবাড়ি বেড়িবাঁধের নিকটবর্তী হওয়ায় সকালের জোয়ারেই তাদের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে।

চট্টগ্রামে সাগর উত্তাল, প্লাবিত, বেড়িবাঁধসংলগ্ন লোকালয় প্লাবিত

চট্টগ্রাম ব্যুরো জানায়, ঘূর্ণিঝড় রিমালের আঘাতের আশঙ্কায় চট্টগ্রাম বন্দরে ‘অ্যালার্ট-থ্রি’ অর্থাৎ বিপৎসংকেত জারি করা হয়েছে। বন্দরের জেটিতে অবস্থানরত সব জাহাজকে গভীর সাগরে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতের আশঙ্কায় চট্টগ্রাম বন্দরের জেটি থেকে ১৬টি জাহাজ সরিয়ে নেয়া হয়েছে। বহির্নোঙর থেকে ৪৯টি জাহাজকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। জেটি থেকে সর্বশেষ কনটেইনার পরিবহন চলছিল, সেটাও বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা-যাওয়া, কনটেইনারসহ পণ্য ওঠানামা ও খালাসসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা
রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা সাংবাদিকদের এতথ্য জানান। রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপৎসংকেত দেখাতে হবে। মহাবিপৎসংকেত দেখাতে বলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ওই কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকাজুড়ে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোতে চলে যেতে মাইকিং করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও সি পি পি টিম সদস্যরা।

রোববার উপজেলার ছনুয়া, শেখেরখীল, গণ্ডামারা, বাহারচড়া, খানখানাবাদ, প্রেমাশিয়াসহ সমুদ্র উপকূলীয় এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওইসব এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

সি পি পির বাহারচড়া টিম লিডার মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আবহাওয়া অফিস যখন ৩ নম্বর সতর্কতা সংকেত জানিয়েছে তখন থেকেই আমরা মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করে যাচ্ছি। এখনো মাইকিং করা হচ্ছে।

উপকূলের বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুৎস্পৃষ্ট রোধে মাইকিং

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পিবিএসগুলোর (সমিতি) জেনারেল ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় উপকূলীয় এলাকায় প্রস্তুত বিদ্যুৎ সমিতিগুলো। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষের জীবন রক্ষায় উপকূলের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

ইতোমধ্যে উপকূলবর্তী জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের কারণে ঝোড়ো বাতাসে গাছ পড়ে দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য এরই মধ্যে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। রোববার বিকেলে অনেক এলাকায় লাইন চালু করার পর তা ‘বার বার’ বন্ধ হয়ে যায়।

আক্রান্ত জেলাগুলোর বিদ্যুৎকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঝড় চলে যাওয়ার পর দ্রুত যাতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সে লক্ষ্যে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত আছে।

বাগেরহাটের পিবিএস-এর জেনারেল ম্যানেজার সুশান্ত রায় জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে সবার ছুটি বাতিল করা হয়েছে। সবাইকে স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েছে।

পটুয়াখালী সমিতির জেনারেল ম্যানেজার তুষারকান্তি ম-ল জানান, ঝড়ের জন্য যা যা প্রয়োজন, সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জনবল ও মালামাল সব ঠিক করা হয়েছে। ঠিকাদারদেরও স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েছে।

সাতক্ষীরা পিবিএস-এর জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান জানান, ইতিমধ্যে তিন ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে-ঝড় আসার আগে, ঝড়ের সময় এবং ঝড় পরবর্তী সময়ে করণীয়। ঝড় আসার আগে আমরা মোবাইলে চার্জ দিয়ে রাখতে বলি সবাইকে, মেরামতের জন্য প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করে রাখা হয়, যারা স্ট্যান্ডবাই থাকবেন, তাদের খাবারের ব্যবস্থা করা হয়।

এদিকে ঝড়ের সময় যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হয়, সেজন্য মাইকিং করা হচ্ছে। এর পাশাপাশি আমরা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহ করে রাখছি। যাতে করে তাদের এলাকায় বিদ্যুতের তারের ওপরে গাছ পড়লে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার চরফ্যাসনে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রবিবার (২৬ মে) দুপুরে এ উপজেলায় জোয়ারের পানি স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত চার ফুট বেড়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে চরফ্যাসন উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ২৫ মে শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত চরফ্যাসনে বিদ্যুৎসংযোগ বন্ধ রয়েছে।

উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরপাতিলা এলাকার বাসিন্দা নোমান বলেন, ‘আমাদের এখানে বেড়িবাঁধের অবস্থা একেবারে নাজুক। ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারের পানিতে বেড়িবাঁধ তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। তাই আমরা আতঙ্কে রয়েছি।’

চরফ্যাসন পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম মোঃ মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর থেকে জেলার অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে চরফ্যাসনেও ঝড়ের গতি বেশি। বিভিন্ন জায়গায় গাছ পড়ছে। এসব কারণে পল্লীবিদ্যুৎতের আওতাধীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাতাসের গতি কমে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

খোঁজ-খবর নিচ্ছি, সত্য বেরিয়ে আসবে : কাদের

ছবি

গাজীপুরের টঙ্গীতে নাশকতায় ক্ষতি প্রায় ৩৪ কোটি টাকা

মেট্রোরেল বন্ধে ভোগান্তিতে ৬ লাখ মানুষ

ছবি

অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

কোটা আন্দোলন: সিলেটে ৩৮ শিক্ষার্থীকে বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট

বিএনপি জামায়াত শিবিরের ক্যাডাররা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল -মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী

বেরোবির উপাচার্যের বাসভবনে আক্রমন-আগুন, যেভাবে উদ্ধার হলেন অবরুদ্ধ ২০ জন

ছবি

আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল

ট্রেন চালুর সিদ্ধান্ত থেকে সরে এল রেল কর্তৃপক্ষ

ছবি

হামলা, ধ্বংসযজ্ঞের বিচারের ভার জনগণকে দিলেন প্রধানমন্ত্রী

ছবি

‘আমার সব শেষ’, ‘বাড়িতেও নিরাপদ না মানুষ?’

গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশনা বিটিআরসি’র

ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, সাংবিধানিক অধিকার: টিআইবি

৩-৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর থেকে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু

ছবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

ছবি

মহাখালী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

ছবি

কয়েকদিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ দিন পর খুললো অফিস

কোটা সংস্কার ও তাদের দাবি নিয়ে যা বললো সমন্বয়করা

ছবি

সব গ্রেডে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন

সীমিত পরিসরে সারাদেশে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট

সাভারে পুলিশ-ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি

আলোচনার পথ খোলা আছে, আন্দোলনকারীদের ঘোষণা

লিবিয়া থেকে ফিরেছেন ১৪৪ বাংলাদেশী

ছবি

শিক্ষার্থীরা যখন চায় তখনই আলোচনাঃ আইনমন্ত্রী

ছবি

বেরোবি শিক্ষার্থী নিহতের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

ছবি

এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনা রাষ্ট্রদূত

ছবি

বাড়তি ভাড়া রিকশা-সিএনজিতে, ভরসা মেট্রোরেল-বিআরটিসি

ছবি

ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশে হামলায় রণক্ষেত্র, হতাহত দুই শতাধিক

ছবি

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচী ‘কমপ্লিট শাটডাউন’, ঢাবি হল ছেড়েছেন শিক্ষার্থীরা, থমথমে পরিবেশ

ছবি

বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর, আদালতের রায়ের জন্য ধৈর্য্যের আহ্বান

ছবি

জবি : ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে ২ ঘন্টার আল্টিমেটাম

ছবি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

ছবি

ঢাবির ১৮ হল থেকে বিতাড়িত ছাত্রলীগ, দখলে সাধারণ শিক্ষার্থীরা

tab

জাতীয়

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল

সংবাদ অনলাইন রিপোর্ট

তখনও আঘাত হানেনি ঘূর্ণিঝড় রিমাল। তার আগেই জলোচ্ছাসে প্লাবিত হয়েছে উপকূলের বিভিন্ন এলাকা-সংবাদ

রোববার, ২৬ মে ২০২৪

প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ দেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে। এটি সম্পূর্ণ উপকূল অতিক্রম করে রাত তিনটা-চারটার দিকে। রোববার (২৬ মে) রাত ৯টায় এতথ্য সংবাদকে জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‘মোংলা দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। তবে, এর ডায়ামিটার অনেক বড় হওয়ার কারণে সিস্টেমটি সম্পূর্ণরূপে উপকূল অতিক্রম করতে ৫-৭ ঘণ্টা সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গের খেপুপাড়া এর মাঝে মোংলা, এইদিক দিয়ে উপকূল অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হবে। এর ওপরে আছে- মেহেরপুর যশোর কুষ্টিয়া চাঁপাইনবাবগঞ্জ। স্থল নিম্ন চাপের বিষয়ে পরে বলবো আমরা।’

‘১০ নম্বর সতর্কতা সংকেতের পাশাপাশি বাতাসের গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত,’ ঘূর্ণিঝড় রিমালের এলাকায় বাতাসের বেগ থাকার কথা জানান তিনি।

বিকেলে আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল এখন পর্যন্ত সরাসরি উত্তর দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ৯০-১২০ কিলোমিটার পর্যন্ত। কোথাও কোথাও তা ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’

কলাপাড়ায় জলোচ্ছ্বাসে ডুবে একজন নিহত
জেলার কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানির ঝুঁকি থেকে বোন ও ফুফুকে বাঁচাতে গিয়ে মো. শরীফ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুরে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিলেন। দুপুর ২টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে তাদের উদ্ধার করতে যান। মোংলা সমুদ্রবন্দরসহ সুন্দরবন উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

বাগেরহাটের মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়। রোববার থেকেই দমকা বাতাসসহ থেমে থেমে বৃষ্টি শুরু হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে পুরো সুন্দরবন।

রোববার মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিকেলে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে চার থেকে সাড়ে চার ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে। রাতে পানির চাপ আরও বাড়বে।’

‘প্রজননকেন্দ্রের বণ্যপ্রাণীর ক্ষয়-ক্ষতির কোনো আশঙ্কা নেই।’

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে সম্ভাব্য ক্ষয়-ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষীদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

তীব্র জলোচ্ছ্বাসের পানিতে বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের ১০০ বস্তা সরকারি চাল পানিতে ডুবে ‘নষ্ট হয়েছে’। খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান জানান, গোডাউনে ইউনিয়নের ৫১৯ জন মৎস্যজীবীদের জন্য বরাদ্দের ১৩৮৪ বস্তা চাল ছিল। হঠাৎ করে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে এ ক্ষতি হয়েছে। বর্তমানে বাকি চাল গোডাউন থেকে সরিয়ে ইউনিয়ন পরিষদ ও একটি মসজিদে রাখা হয়েছে।

পাথরঘাটায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, নিম্নাঞ্চল প্লাবিত ‘আতঙ্কিত’ মানুষ
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল, ধমকা হাওয়া ও বৃষ্টির কারণে পাথরঘাটা উপজেলার বিষখালী ও বলেশ্বর বেড়িবাঁধ সংলগ্ন অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই আকাশ ঘন অন্ধকার ও দমকা ঝোড়ো হাওয়া বইছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান জানান, উপজেলাবাসীকে রক্ষার্থে ১৫৬টি আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের মো. জাকির, পদ্মা গ্রামের আবু ছালে ও তাফালবাড়িয়া গ্রামের আলিহোসেনসহ একাধিক ভুক্তভোগী জানিয়েছেন তাদের ঘরবাড়ি বেড়িবাঁধের নিকটবর্তী হওয়ায় সকালের জোয়ারেই তাদের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে।

চট্টগ্রামে সাগর উত্তাল, প্লাবিত, বেড়িবাঁধসংলগ্ন লোকালয় প্লাবিত

চট্টগ্রাম ব্যুরো জানায়, ঘূর্ণিঝড় রিমালের আঘাতের আশঙ্কায় চট্টগ্রাম বন্দরে ‘অ্যালার্ট-থ্রি’ অর্থাৎ বিপৎসংকেত জারি করা হয়েছে। বন্দরের জেটিতে অবস্থানরত সব জাহাজকে গভীর সাগরে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতের আশঙ্কায় চট্টগ্রাম বন্দরের জেটি থেকে ১৬টি জাহাজ সরিয়ে নেয়া হয়েছে। বহির্নোঙর থেকে ৪৯টি জাহাজকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। জেটি থেকে সর্বশেষ কনটেইনার পরিবহন চলছিল, সেটাও বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা-যাওয়া, কনটেইনারসহ পণ্য ওঠানামা ও খালাসসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা
রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা সাংবাদিকদের এতথ্য জানান। রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপৎসংকেত দেখাতে হবে। মহাবিপৎসংকেত দেখাতে বলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ওই কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকাজুড়ে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোতে চলে যেতে মাইকিং করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও সি পি পি টিম সদস্যরা।

রোববার উপজেলার ছনুয়া, শেখেরখীল, গণ্ডামারা, বাহারচড়া, খানখানাবাদ, প্রেমাশিয়াসহ সমুদ্র উপকূলীয় এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওইসব এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

সি পি পির বাহারচড়া টিম লিডার মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আবহাওয়া অফিস যখন ৩ নম্বর সতর্কতা সংকেত জানিয়েছে তখন থেকেই আমরা মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করে যাচ্ছি। এখনো মাইকিং করা হচ্ছে।

উপকূলের বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুৎস্পৃষ্ট রোধে মাইকিং

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পিবিএসগুলোর (সমিতি) জেনারেল ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় উপকূলীয় এলাকায় প্রস্তুত বিদ্যুৎ সমিতিগুলো। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষের জীবন রক্ষায় উপকূলের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

ইতোমধ্যে উপকূলবর্তী জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের কারণে ঝোড়ো বাতাসে গাছ পড়ে দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য এরই মধ্যে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। রোববার বিকেলে অনেক এলাকায় লাইন চালু করার পর তা ‘বার বার’ বন্ধ হয়ে যায়।

আক্রান্ত জেলাগুলোর বিদ্যুৎকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঝড় চলে যাওয়ার পর দ্রুত যাতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সে লক্ষ্যে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত আছে।

বাগেরহাটের পিবিএস-এর জেনারেল ম্যানেজার সুশান্ত রায় জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে সবার ছুটি বাতিল করা হয়েছে। সবাইকে স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েছে।

পটুয়াখালী সমিতির জেনারেল ম্যানেজার তুষারকান্তি ম-ল জানান, ঝড়ের জন্য যা যা প্রয়োজন, সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জনবল ও মালামাল সব ঠিক করা হয়েছে। ঠিকাদারদেরও স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েছে।

সাতক্ষীরা পিবিএস-এর জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান জানান, ইতিমধ্যে তিন ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে-ঝড় আসার আগে, ঝড়ের সময় এবং ঝড় পরবর্তী সময়ে করণীয়। ঝড় আসার আগে আমরা মোবাইলে চার্জ দিয়ে রাখতে বলি সবাইকে, মেরামতের জন্য প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করে রাখা হয়, যারা স্ট্যান্ডবাই থাকবেন, তাদের খাবারের ব্যবস্থা করা হয়।

এদিকে ঝড়ের সময় যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হয়, সেজন্য মাইকিং করা হচ্ছে। এর পাশাপাশি আমরা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহ করে রাখছি। যাতে করে তাদের এলাকায় বিদ্যুতের তারের ওপরে গাছ পড়লে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার চরফ্যাসনে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রবিবার (২৬ মে) দুপুরে এ উপজেলায় জোয়ারের পানি স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত চার ফুট বেড়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে চরফ্যাসন উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ২৫ মে শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত চরফ্যাসনে বিদ্যুৎসংযোগ বন্ধ রয়েছে।

উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরপাতিলা এলাকার বাসিন্দা নোমান বলেন, ‘আমাদের এখানে বেড়িবাঁধের অবস্থা একেবারে নাজুক। ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারের পানিতে বেড়িবাঁধ তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। তাই আমরা আতঙ্কে রয়েছি।’

চরফ্যাসন পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম মোঃ মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর থেকে জেলার অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে চরফ্যাসনেও ঝড়ের গতি বেশি। বিভিন্ন জায়গায় গাছ পড়ছে। এসব কারণে পল্লীবিদ্যুৎতের আওতাধীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাতাসের গতি কমে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

back to top