alt

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল

এখনো বিদ্যুৎহীন ৬০ লাখের বেশী গ্রাহক

# এদের ৯০ ভাগ বুধবার সকালের মধ্যেই বিদ্যুৎ পাবেন, আশ্বাস বিদ্যুৎ বিভাগের #অবশিষ্টদের বিদ্যুৎ পেতে সময় লাগবে

নিজস্ব বার্তা পরিবেশক : মঙ্গলবার, ২৮ মে ২০২৪

https://sangbad.net.bd/images/2024/May/28May24/news/Tusar-Sangbad-28.05.2024%20%281%29.jpg

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৬০ লাখের বেশী গ্রাহক এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন আছেন। দ্রুত এসব সংযোগ চালু করতে কাজ করছে আরইবি, ওজোপাডিকোসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ওই ঝড়ের তাণ্ডবে দেশের তিন কোটির বেশী গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার মধ্যে প্রায় ৮০ শতাংশ গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার মধ্যে ৮৫ শতাংশ এবং বুধবার (২৯ মে) সকাল ১০ টার মধ্যে ৯০ শতাংশ গ্রাহককে পুনঃসংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

https://sangbad.net.bd/images/2024/May/28May24/news/Tusar-Sangbad-28.05.2024%20%282%29.jpg

সংবাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর এবং বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ি, উপকূলীয় জেলাগুলোতে সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায়, কোথাও তার (বিতরণ লাইন) ছিঁড়ে যাওয়ায় আবার কোথায় সঞ্চালন লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়েন তিন কোটিরও বেশী গ্রাহক। ঝড় চলাকালে ক্ষয়ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। ঝড়ের গতি কমে আসর পর থেকেই ক্ষতিগ্রস্থ লাইন মেরামতে এরমধ্যে অনেক এলাকায় কাজ শুরু হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৮ মে) রাত পৌনে ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা আরইবির তিন কোটি তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার মধ্যে ২ কোটি ৪২ লাখ গ্রাহকের পুনঃসংযোগ প্রদান করা হয়।’ মঙ্গলবার (২৮ মে) রাতের মধ্যে ৮৫ শতাংশ এবং বুধবার সকালের মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের পুনঃসংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরইবির সংযোগ বিচ্ছিন্ন তিন কোটি তিন লাখের বেশি গ্রাহকের মধ্যে প্রায় ১ কোটি ৭২ লাখ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে। সে হিসেবে, ১ কোটি ৩১ লাখ গ্রাহকের সংযোগ এখনো বিচ্ছিন্ন।

বুধবার (২৯ মে) পর্যন্ত অন্তত ৮০ শতাংশ গ্রাহককে সংযোগের আওতায় আনা গেলেও অবশিষ্ট গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মেরামতের কাজ করতে হবে বলে তাদের বিদ্যুৎ পেতে সময় বেশী লাগবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দেশের অধিকাংশ গ্রামে ৮০টি সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। বিদ্যুৎ বিভাগ জানায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকার সব সংযোগ ফিরিয়ে আনতে আরইবির ঠিকাদার, নিজস্ব জনবলসহ ৩০ হাজারের বেশি কর্মী মাঠে কাজ করছেন।

বিদ্যুৎ বিভাগের দেওয়া প্রাথমিক তথ্যানুসারে, ঘূর্ণিঝড় রিমালের কারণে আরইবির ক্ষয়ক্ষতির পরিমাণ ১০৩ কোটি ৩৩ লাখ টাকা।

খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার ২০টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

সরকারি এই বিতরণ কোম্পানির ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ হাজার গ্রাহকের মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫২৬ জন গ্রাহক এখন বিদ্যুৎ পাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। ১ লাখ ৪৪ হাজার ৬২৮ জন গ্রাহক এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এই ঘূর্ণিঝড়ে ওজোপাডিকোর ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (২৭ মে) বিকেলে যে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয় তাতে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠে। ঝড়ের তাণ্ডবে প্রাথমিক যে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়, তাতে দেখা যায় ৩০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ২৩৯২টি পোল ক্ষতিগ্রস্থ হয়। ট্রান্সফরমার বিকল হয় ১৯৮২টি। ইন্সুলেটর ভেঙে যায় ২১৮৪৮টি। ৬২৪৫৪টি স্থানে বিতরণ লাইন (তার) ছিড়ে যায়। মিটার বিকল হয় ৪৬৩১৮টি।

স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দুদিন পরেও গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছানো যায়নি। প্রায় পাঁচ লাখ গ্রাহক অন্ধকারে রয়েছে। গত দুইদিন বিদ্যুৎ না থাকায় মানুষ মোবাইল ফোন চার্জ করতে পারছেন না, ফ্রিজে থাকা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও মোবাইল, ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির বাগেরহাট কার্যালয়ের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সুশান্ত রায় মঙ্গলবার (২৮ মে) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘ঘূর্ণিঝড়ের তা-বে তারের উপর গাছপালা উপড়ে এবং সঞ্চালন লাইন ছিঁড়ে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেড় হাজারের বেশি গাছপালা উপড়ে ৭০২টি পয়েন্টে তার ছিঁড়ে পড়েছে। ১৩০টি বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে গেছে, ৩৫টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে, ৩৯৪টি মিটার ভেঙে গেছে।’

সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানান, অনেক এলাকায় সড়কের বিদ্যুতের তারের উপর গাছ পড়ে আছে, তার ছিঁড়ে ঝুলে সড়কের উপর পড়ে রয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে পড়েছে। ঝড়ের তাণ্ডবে পল্লী বিদ্যুতের লাইন লণ্ডভণ্ড হয়ে আছে। রাস্তার মোড়ে মোড়ে ঝড়ের ক্ষতচিহ্ন। তাতে পুরো জেলার বিদ্যুৎ পৌঁছতে বেশ কয়েকদিন লাগবে বলে মনে করছেন গ্রাহকরা।

একই অবস্থা উপকূলীয় শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলাতে। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন শ্রমিক নিয়ে তারের উপরে পড়ে থাকা গাছপালা কেটে সরাচ্ছেন।

জেলার নয় উপজেলাসহ খুলনার কিছু অংশ নিয়ে পল্লী বিদ্যুতের এই বিভাগের অধীনে চার লাখ ৮৫ হাজার গ্রাহক রয়েছেন।

তারা কবে বিদ্যুৎ পাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুশান্ত রায় বলেন, ‘শত শত শ্রমিক জেলার বিভিন্ন এলাকায় কাজ করছেন। যেসব এলাকাতে কম ক্ষতি হয়েছে সেসব এলাকায় দ্রুত বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছি। পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ চালু করা হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে জেনারেটর ভাড়া দেয় এমন ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় করছেন স্থানীয়রা। প্রতিটি মোবাইল পূর্ণ চার্জ দিতে জেনারেটর মালিক ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত নিচ্ছেন বলে জানা গেছে।

ছবি

জাতীয় সংসদের স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না : সিইসি

ছবি

বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত

ছবি

কে এম সফিউল্লাহ মারা গেছেন

ছবি

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের

ছবি

আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না: মাহফুজ আলম

ছবি

প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন

ছবি

বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে বিশেষ আদালত হচ্ছে: প্রধান বিচারপতি

রেলের স্টেশনমাস্টারকে কুপিয়ে ছিনতাই, ৩ যুবদল কর্মী গ্রেপ্তার

ছবি

বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে বিশেষায়িত আদালত প্রতিষ্ঠা হচ্ছে: প্রধান বিচারপতি

ছবি

প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন

ছবি

বাংলাদেশপন্থিদের মধ্যে হবে নির্বাচন: মাহফুজ আলম

ছবি

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে গাফিলতি: ঢাকা মহানগর দায়রা জজ

ছবি

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই : বিজিবি

ছবি

সুইজারল্যান্ড সফর শেষে দেশের পথে ইউনূস

ছবি

এলএনজি সরবরাহে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় চুক্তি

ছবি

ছাত্ররা রাজনীতি করবে না—এমন ননসেন্স কথা বলবেন না: ফরহাদ মজহার

ছবি

মানুষ দ্রুত সংস্কার চাইলে এ বছরের শেষ নাগাদ নির্বাচন : প্রধান উপদেষ্টা

ছবি

নিজেদের সুপারিশ নিয়ে ‘মতবিনিময়ে’ ৫ সংস্কার কমিশন

ছবি

জলবায়ু সংকটে বাংলাদেশে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা বাধাগ্রস্ত: ইউনিসেফ

ছবি

জুলাই আন্দোলনে আহত ৭ জনকে সিঙ্গাপুরে পাঠানো হলো

ছবি

২ জেলায় শৈত্যপ্রবাহ, শীত বেড়ে যাওয়ার পূর্বাভাস

ছবি

বাংলাদেশে ‘বিনিয়োগে আগ্রহী’ ডিপি ওয়ার্ল্ড ও এপি মোলার-মেয়ার্স্ক

ছবি

হাসিনার সময়কার উচ্চ প্রবৃদ্ধি ‘ভুয়া’: ইউনূস

ছবি

শেখ হাসিনার প্রবৃদ্ধিকে ‘ভুয়া’ বললেন ইউনূস, দুষলেন আন্তর্জাতিক সম্প্রদায়কেও

ছবি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ছবি

পিলখানা হত্যাকাণ্ড : ১৬৮ জন সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য কারামুক্ত

রাজধানীর বেশিরভাগ স্কুলেই পাঠ্যবই ‘সংকট’

ছবি

আন্দোলনে ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝি

ছবি

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান

ছবি

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় মাহমুদুর রহমানের আপিলের রায় ১০ ফেব্রুয়ারি

ছবি

টেলিভিশনে বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণে আইনি নোটিশ

ছবি

বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক, সংশোধনের দাবি বার সভাপতির

ছবি

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : ইসি মাছউদ

ছবি

বিমানবন্দরের দ্বিতীয় দফার হুমকিও ভুয়া

ছবি

একে একে কারাগার থেকে বের হচ্ছেন মুক্তি পাওয়া বিডিআর জওয়ানরা

ছবি

পাচার হওয়া অর্থ ফেরাতে লাগার্ডের সহায়তা চাইলেন ইউনূস

tab

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল

এখনো বিদ্যুৎহীন ৬০ লাখের বেশী গ্রাহক

# এদের ৯০ ভাগ বুধবার সকালের মধ্যেই বিদ্যুৎ পাবেন, আশ্বাস বিদ্যুৎ বিভাগের #অবশিষ্টদের বিদ্যুৎ পেতে সময় লাগবে

নিজস্ব বার্তা পরিবেশক

মঙ্গলবার, ২৮ মে ২০২৪

https://sangbad.net.bd/images/2024/May/28May24/news/Tusar-Sangbad-28.05.2024%20%281%29.jpg

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৬০ লাখের বেশী গ্রাহক এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন আছেন। দ্রুত এসব সংযোগ চালু করতে কাজ করছে আরইবি, ওজোপাডিকোসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ওই ঝড়ের তাণ্ডবে দেশের তিন কোটির বেশী গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার মধ্যে প্রায় ৮০ শতাংশ গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার মধ্যে ৮৫ শতাংশ এবং বুধবার (২৯ মে) সকাল ১০ টার মধ্যে ৯০ শতাংশ গ্রাহককে পুনঃসংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

https://sangbad.net.bd/images/2024/May/28May24/news/Tusar-Sangbad-28.05.2024%20%282%29.jpg

সংবাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর এবং বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ি, উপকূলীয় জেলাগুলোতে সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায়, কোথাও তার (বিতরণ লাইন) ছিঁড়ে যাওয়ায় আবার কোথায় সঞ্চালন লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়েন তিন কোটিরও বেশী গ্রাহক। ঝড় চলাকালে ক্ষয়ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। ঝড়ের গতি কমে আসর পর থেকেই ক্ষতিগ্রস্থ লাইন মেরামতে এরমধ্যে অনেক এলাকায় কাজ শুরু হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৮ মে) রাত পৌনে ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা আরইবির তিন কোটি তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার মধ্যে ২ কোটি ৪২ লাখ গ্রাহকের পুনঃসংযোগ প্রদান করা হয়।’ মঙ্গলবার (২৮ মে) রাতের মধ্যে ৮৫ শতাংশ এবং বুধবার সকালের মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের পুনঃসংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরইবির সংযোগ বিচ্ছিন্ন তিন কোটি তিন লাখের বেশি গ্রাহকের মধ্যে প্রায় ১ কোটি ৭২ লাখ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে। সে হিসেবে, ১ কোটি ৩১ লাখ গ্রাহকের সংযোগ এখনো বিচ্ছিন্ন।

বুধবার (২৯ মে) পর্যন্ত অন্তত ৮০ শতাংশ গ্রাহককে সংযোগের আওতায় আনা গেলেও অবশিষ্ট গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মেরামতের কাজ করতে হবে বলে তাদের বিদ্যুৎ পেতে সময় বেশী লাগবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দেশের অধিকাংশ গ্রামে ৮০টি সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। বিদ্যুৎ বিভাগ জানায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকার সব সংযোগ ফিরিয়ে আনতে আরইবির ঠিকাদার, নিজস্ব জনবলসহ ৩০ হাজারের বেশি কর্মী মাঠে কাজ করছেন।

বিদ্যুৎ বিভাগের দেওয়া প্রাথমিক তথ্যানুসারে, ঘূর্ণিঝড় রিমালের কারণে আরইবির ক্ষয়ক্ষতির পরিমাণ ১০৩ কোটি ৩৩ লাখ টাকা।

খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার ২০টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

সরকারি এই বিতরণ কোম্পানির ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ হাজার গ্রাহকের মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫২৬ জন গ্রাহক এখন বিদ্যুৎ পাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। ১ লাখ ৪৪ হাজার ৬২৮ জন গ্রাহক এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এই ঘূর্ণিঝড়ে ওজোপাডিকোর ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (২৭ মে) বিকেলে যে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয় তাতে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠে। ঝড়ের তাণ্ডবে প্রাথমিক যে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়, তাতে দেখা যায় ৩০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ২৩৯২টি পোল ক্ষতিগ্রস্থ হয়। ট্রান্সফরমার বিকল হয় ১৯৮২টি। ইন্সুলেটর ভেঙে যায় ২১৮৪৮টি। ৬২৪৫৪টি স্থানে বিতরণ লাইন (তার) ছিড়ে যায়। মিটার বিকল হয় ৪৬৩১৮টি।

স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দুদিন পরেও গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছানো যায়নি। প্রায় পাঁচ লাখ গ্রাহক অন্ধকারে রয়েছে। গত দুইদিন বিদ্যুৎ না থাকায় মানুষ মোবাইল ফোন চার্জ করতে পারছেন না, ফ্রিজে থাকা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও মোবাইল, ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির বাগেরহাট কার্যালয়ের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সুশান্ত রায় মঙ্গলবার (২৮ মে) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘ঘূর্ণিঝড়ের তা-বে তারের উপর গাছপালা উপড়ে এবং সঞ্চালন লাইন ছিঁড়ে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেড় হাজারের বেশি গাছপালা উপড়ে ৭০২টি পয়েন্টে তার ছিঁড়ে পড়েছে। ১৩০টি বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে গেছে, ৩৫টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে, ৩৯৪টি মিটার ভেঙে গেছে।’

সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানান, অনেক এলাকায় সড়কের বিদ্যুতের তারের উপর গাছ পড়ে আছে, তার ছিঁড়ে ঝুলে সড়কের উপর পড়ে রয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙে পড়েছে। ঝড়ের তাণ্ডবে পল্লী বিদ্যুতের লাইন লণ্ডভণ্ড হয়ে আছে। রাস্তার মোড়ে মোড়ে ঝড়ের ক্ষতচিহ্ন। তাতে পুরো জেলার বিদ্যুৎ পৌঁছতে বেশ কয়েকদিন লাগবে বলে মনে করছেন গ্রাহকরা।

একই অবস্থা উপকূলীয় শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলাতে। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন শ্রমিক নিয়ে তারের উপরে পড়ে থাকা গাছপালা কেটে সরাচ্ছেন।

জেলার নয় উপজেলাসহ খুলনার কিছু অংশ নিয়ে পল্লী বিদ্যুতের এই বিভাগের অধীনে চার লাখ ৮৫ হাজার গ্রাহক রয়েছেন।

তারা কবে বিদ্যুৎ পাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুশান্ত রায় বলেন, ‘শত শত শ্রমিক জেলার বিভিন্ন এলাকায় কাজ করছেন। যেসব এলাকাতে কম ক্ষতি হয়েছে সেসব এলাকায় দ্রুত বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছি। পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ চালু করা হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে জেনারেটর ভাড়া দেয় এমন ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় করছেন স্থানীয়রা। প্রতিটি মোবাইল পূর্ণ চার্জ দিতে জেনারেটর মালিক ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত নিচ্ছেন বলে জানা গেছে।

back to top