সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা সংস্কারের এক দফা দাবিতে `বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের ঢাকা-আরিচা মহাসড়কে সমবেত হয়ে উভয় পাশে ব্লক করে অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শতাধিক পুলিশ সদস্য বাধা দিলেও তা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন তারা। প্রথমদিকে, পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ডেইরি গেটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার পর তাদেরকে সতর্ক অবস্থানে দেখা যায়। অন্যদিকে, পুলিশের আনা সাজোয়া যান মালবাহী ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস অ্যান্ড ট্রাফিক ) আব্দুল্লাহিল কাফি গণমাধ্যমকে বলেন, এই মহাসড়ক অবরোধ করলে অসুস্থ মানুষ, রোগী ছাড়াও উত্তরবঙ্গগামী মানুষের ব্যাপক ভোগান্তি হয়। এসব ভোগান্তি এড়াতে মহাসড়ক অবরোধ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ। কারণ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হতে চাই না আমরা।
তিনি আরো বলেন, পুলিশ পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছে।তবে নতুন করে আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাশ করার এক দফা নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। আজও বিকেল ৩টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু আমরা এসে দেখলাম মহাসড়কে পুলিশ, এপিসি কার আর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ। তবে আমরা কর্মসূচি পালন না করে হলে ফিরব না।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টার টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পালন করার কথা। কিন্তু আবহাওয়া বিভ্রাট এর জন্য আন্দোলন শুরু হতে কিছুটা সময় দেরি হয়। গতকাল
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া আদেশের উপর চার সপ্তাহের স্থিতাবস্থা দেয়। এ আদেশের পরও আইন পাশের মত নির্দেশনা না পেলে কর্মসূচি চালানোর ঘোষণা দেন তারা।
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা সংস্কারের এক দফা দাবিতে `বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের ঢাকা-আরিচা মহাসড়কে সমবেত হয়ে উভয় পাশে ব্লক করে অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শতাধিক পুলিশ সদস্য বাধা দিলেও তা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন তারা। প্রথমদিকে, পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ডেইরি গেটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার পর তাদেরকে সতর্ক অবস্থানে দেখা যায়। অন্যদিকে, পুলিশের আনা সাজোয়া যান মালবাহী ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস অ্যান্ড ট্রাফিক ) আব্দুল্লাহিল কাফি গণমাধ্যমকে বলেন, এই মহাসড়ক অবরোধ করলে অসুস্থ মানুষ, রোগী ছাড়াও উত্তরবঙ্গগামী মানুষের ব্যাপক ভোগান্তি হয়। এসব ভোগান্তি এড়াতে মহাসড়ক অবরোধ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ। কারণ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হতে চাই না আমরা।
তিনি আরো বলেন, পুলিশ পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছে।তবে নতুন করে আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাশ করার এক দফা নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। আজও বিকেল ৩টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু আমরা এসে দেখলাম মহাসড়কে পুলিশ, এপিসি কার আর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ। তবে আমরা কর্মসূচি পালন না করে হলে ফিরব না।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টার টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পালন করার কথা। কিন্তু আবহাওয়া বিভ্রাট এর জন্য আন্দোলন শুরু হতে কিছুটা সময় দেরি হয়। গতকাল
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া আদেশের উপর চার সপ্তাহের স্থিতাবস্থা দেয়। এ আদেশের পরও আইন পাশের মত নির্দেশনা না পেলে কর্মসূচি চালানোর ঘোষণা দেন তারা।