কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটের সামনে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুলিশ কতৃক বাঁধা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের এ আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এবং সাম্যের পক্ষে লড়াই। যৌক্তিক দাবির আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। মনে রাখবেন শিক্ষার্থীরা গুলি খেতে খেতে সেদিনের আন্দোলন মুক্তিযুদ্ধ পর্যন্ত গড়িয়েছিল। গুলি চালিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা যাবে না। বরং আন্দোলন জনসমুদ্রে পরিণত হবে।
শনিবার, ১৩ জুলাই ২০২৪
কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটের সামনে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুলিশ কতৃক বাঁধা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের এ আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এবং সাম্যের পক্ষে লড়াই। যৌক্তিক দাবির আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। মনে রাখবেন শিক্ষার্থীরা গুলি খেতে খেতে সেদিনের আন্দোলন মুক্তিযুদ্ধ পর্যন্ত গড়িয়েছিল। গুলি চালিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা যাবে না। বরং আন্দোলন জনসমুদ্রে পরিণত হবে।