কোটা সংস্কার আন্দোলন
চলমান কোটা আন্দোলনে দেশের বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষনের প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় বাহাদুর শাহ পার্কের কোনায় স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ক্যাম্পাসে ঢুকে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল ও শোডাউন দেয় আন্দলনকারীরা।
এরপর বিকাল সাড়ে ৩ টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক, কবি নজরুল কলেজের সামনে দিয়ে রায়সাহেব বাজার মোড়ের দিকে অগ্রসর হয় বিক্ষোভ মিছিলটি। জজকোর্ট ও সিএমএম কোর্ট পার হয়ে মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে গেলে পাশের গলি ও ভবনের ছাদ থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ হোন।
গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। এদের মধ্যে একজন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, অপরজন মার্কেটিং বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী অনিক। বাকি দুইজনের মধ্যে ১জন কবি নজরুল কলেজের শিক্ষার্থী। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। তাদেরকে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার মোড় থেকে তাঁতিবাজার মোড়ের দিকে যায়। এরপর প্রায় আধা ঘন্টা তাঁতিবাজার মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বিকাল ৪ টা ১৫ মিনিটের দিকে তাতিবাজার মোড় থেকে ঘুরে আবারও ক্যাম্পাসের দিকে আসে শিক্ষার্থীরা। মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে আসলে সেখানে ৩-৪ টি ককটেল বিস্ফোরণ ঘটায় পুলিশ। পরে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে পুনরায় ক্যাম্পাসের মূল ফটকে আসে শিক্ষার্থীরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে লাঠিসোঁটা হাতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
কোটা সংস্কার আন্দোলন
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
চলমান কোটা আন্দোলনে দেশের বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষনের প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় বাহাদুর শাহ পার্কের কোনায় স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ক্যাম্পাসে ঢুকে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল ও শোডাউন দেয় আন্দলনকারীরা।
এরপর বিকাল সাড়ে ৩ টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক, কবি নজরুল কলেজের সামনে দিয়ে রায়সাহেব বাজার মোড়ের দিকে অগ্রসর হয় বিক্ষোভ মিছিলটি। জজকোর্ট ও সিএমএম কোর্ট পার হয়ে মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে গেলে পাশের গলি ও ভবনের ছাদ থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ হোন।
গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। এদের মধ্যে একজন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, অপরজন মার্কেটিং বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী অনিক। বাকি দুইজনের মধ্যে ১জন কবি নজরুল কলেজের শিক্ষার্থী। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। তাদেরকে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার মোড় থেকে তাঁতিবাজার মোড়ের দিকে যায়। এরপর প্রায় আধা ঘন্টা তাঁতিবাজার মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বিকাল ৪ টা ১৫ মিনিটের দিকে তাতিবাজার মোড় থেকে ঘুরে আবারও ক্যাম্পাসের দিকে আসে শিক্ষার্থীরা। মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে আসলে সেখানে ৩-৪ টি ককটেল বিস্ফোরণ ঘটায় পুলিশ। পরে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে পুনরায় ক্যাম্পাসের মূল ফটকে আসে শিক্ষার্থীরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে লাঠিসোঁটা হাতে অবস্থান কর্মসূচি পালন করছেন।