জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত কর্মীরা সোমবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। দাবি পূরণ না হলে বুধবার থেকে সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম আকাশ এবং বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি মজিবুর রহমান এ ঘোষণা দেন। তাঁরা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে একটি স্মারকলিপিও পাঠাবেন।
সর্বশেষ গণআন্দোলনের প্রেক্ষাপটে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়, যেমন নিয়োগে অনিয়ম, বদলি-পদায়ন বাণিজ্য, অবসরকালীন সুবিধা বঞ্চনা, অর্থপাচার ও লুণ্ঠনে সহায়তা। এছাড়া কর প্রশাসনের অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
- প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে এনবিআরে পদায়ন না করা,
- আয়কর অথবা কাস্টমস ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ,
- দুই বছর পরপর বদলি-বাণিজ্য বন্ধ করা,
- অবৈধ নিয়োগ ও আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল,
- পদায়নে জ্যেষ্ঠতার বিধিমালা ও আইন অনুসরণ,
- শূন্য পদে পদোন্নতি এবং
- আয়কর অনুবিভাগের সিদ্ধান্ত আয়কর বিভাগের কর্মকর্তাদের হাতে রাখা।
সোমবার, ১২ আগস্ট ২০২৪
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত কর্মীরা সোমবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। দাবি পূরণ না হলে বুধবার থেকে সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম আকাশ এবং বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি মজিবুর রহমান এ ঘোষণা দেন। তাঁরা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে একটি স্মারকলিপিও পাঠাবেন।
সর্বশেষ গণআন্দোলনের প্রেক্ষাপটে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়, যেমন নিয়োগে অনিয়ম, বদলি-পদায়ন বাণিজ্য, অবসরকালীন সুবিধা বঞ্চনা, অর্থপাচার ও লুণ্ঠনে সহায়তা। এছাড়া কর প্রশাসনের অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
- প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে এনবিআরে পদায়ন না করা,
- আয়কর অথবা কাস্টমস ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ,
- দুই বছর পরপর বদলি-বাণিজ্য বন্ধ করা,
- অবৈধ নিয়োগ ও আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল,
- পদায়নে জ্যেষ্ঠতার বিধিমালা ও আইন অনুসরণ,
- শূন্য পদে পদোন্নতি এবং
- আয়কর অনুবিভাগের সিদ্ধান্ত আয়কর বিভাগের কর্মকর্তাদের হাতে রাখা।