সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে ৫০টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে, যার মধ্যে ২৪টি দ্বৈত বেঞ্চ। নতুন এই বেঞ্চগুলো আগামী রোববার থেকে বিচারকাজ শুরু করবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একটি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বেঞ্চ গঠন বিধি প্রকাশ করা হয়েছে। আদেশ অনুযায়ী, আগামী রোববার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। এসব বেঞ্চের মধ্যে ২৬টি একক এবং ২৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগ কিছুদিন বন্ধ ছিল। ছাত্র-জনতার গণ আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনায় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন। এরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি যোগদান করেন।
বর্তমানে হাই কোর্ট বিভাগের বিচারকাজ গত সোমবার আটটি বেঞ্চে শুরু হয় এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নয়টি বেঞ্চে বিচারকাজ চলেছে।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে ৫০টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে, যার মধ্যে ২৪টি দ্বৈত বেঞ্চ। নতুন এই বেঞ্চগুলো আগামী রোববার থেকে বিচারকাজ শুরু করবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একটি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বেঞ্চ গঠন বিধি প্রকাশ করা হয়েছে। আদেশ অনুযায়ী, আগামী রোববার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। এসব বেঞ্চের মধ্যে ২৬টি একক এবং ২৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগ কিছুদিন বন্ধ ছিল। ছাত্র-জনতার গণ আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনায় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন। এরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি যোগদান করেন।
বর্তমানে হাই কোর্ট বিভাগের বিচারকাজ গত সোমবার আটটি বেঞ্চে শুরু হয় এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নয়টি বেঞ্চে বিচারকাজ চলেছে।