অন্তর্বর্র্তী সরকার কুটনৈতিক অঙ্গনেও ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। তাদের অনেকেই চুক্তিভিত্তিক নিযোজিত আছেন।
জানা গেছে, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, জাপান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের দেশে ফিরতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক বদলির আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, এসব রাষ্ট্রদূতরা দেশে ফিরে আসর পর সেসব দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে।
দেশে ফিরতে নির্দেশ দেয়া রাষ্ট্রদূত কামরুল আহসান ২০২০ সালের ৫ জানুয়ারি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। মোহাম্মদ ইমরান ২০২২ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। শাহাবুদ্দিন আহমেদ জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মোহাম্মদ আবু জাফর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ২০২০ সালের আগস্ট থেকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও চেক প্রজাতন্ত্র, কসোভো ও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি (আইটিএলওএস) অ্যাক্রেডিটেশন নিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া ২০২০ সালের ২ অক্টোবর জার্মানির বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দূতাবাসে যোগদান করেন।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
অন্তর্বর্র্তী সরকার কুটনৈতিক অঙ্গনেও ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। তাদের অনেকেই চুক্তিভিত্তিক নিযোজিত আছেন।
জানা গেছে, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, জাপান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের দেশে ফিরতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক বদলির আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, এসব রাষ্ট্রদূতরা দেশে ফিরে আসর পর সেসব দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে।
দেশে ফিরতে নির্দেশ দেয়া রাষ্ট্রদূত কামরুল আহসান ২০২০ সালের ৫ জানুয়ারি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। মোহাম্মদ ইমরান ২০২২ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। শাহাবুদ্দিন আহমেদ জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মোহাম্মদ আবু জাফর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ২০২০ সালের আগস্ট থেকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও চেক প্রজাতন্ত্র, কসোভো ও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি (আইটিএলওএস) অ্যাক্রেডিটেশন নিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া ২০২০ সালের ২ অক্টোবর জার্মানির বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দূতাবাসে যোগদান করেন।